Ads Area


মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন (পার্ট-৫) ২০২৫ || Madhyamik Life Science Suggestion (Part-5)

মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন (পার্ট–৫) ২০২৫

প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী,

আজ আমরা এই পোষ্টের মাধ্যমে শেয়ার করতে চলেছি মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন। যেসব ছাত্র-ছাত্রী ২০২৫ সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য এই সাজেশনটি খুবই গুরুত্বপূর্ণ। চলো আর দেরি না করে নিচের সাজেশন গুলি দেখে নেয়া যায়।

মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন (পার্ট-৫)২০২৫|| Madhyamik Life Science Suggestion (Part-5)


মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন (পার্ট-৫) ২০২৫ || Madhyamik Life Science Suggestion (Part-5)


বিভাগ-'ক'


১। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো:

১.১ ভলভক্স মৃদু আলোকের দিকে অগ্রসর হয় আবার তীব্র আলোক উৎস থেকে দূরে সরে যায়, এটি কী ধরনের চলন?

(ক) ফোটোট্যাকটিক, 

(খ) ফোটোট্রপিক, 

(গ) ফোটোন্যাস্টি, 

(ঘ) থার্মোট্রপিক।

১.২ একটি নাইট্রোজেনবিহীন, প্রাকৃতিক, টারপিনয়েড গোষ্ঠীভুক্ত আম্লিক উদ্ভিদ হরমোন হল –

 (ক) অক্সিন, 

(খ) জিব্বেরেলিন, 

(গ) সাইটোকাইনিন, 

(ঘ) অ্যাবসাইসিক অ্যাসিড।

১.৩ সঠিক ক্রমটি উল্লেখ করো:- 

(ক) ক্যালাস এক্সপ্ল্যান্ট প্ল্যান্টলেট এমব্রায়োড, 

(খ) প্ল্যান্টলেট এক্সপ্ল্যান্ট ক্যালাস এমব্রায়োড, 

(গ) এমব্রায়োড এক্সপ্ল্যান্ট ক্যালাস প্ল্যান্টলেট, 

(ঘ) এক্সপ্ল্যান্ট->ক্যালাস এমব্রায়োড প্ল্যান্টলেট।

১.৪ RNA-তে যে নাইট্রোজেনযুক্ত ক্ষারটি অনুপস্থিত থাকে, সেটি শনাক্ত করো- 

(ক) অ্যাডেনিন,

 (খ) গুয়ানিন, 

(গ) থাইমিন, 

(ঘ) ইউরাসিল।

১.৫ কোটি ইতর পরাগযোগের বৈশিষ্ট্য তা নির্বাচন করো- (ক) একই গাছের একটি ফুলের মধ্যেই ঘটে, 

(খ) বাহকের প্রয়োজন হয় না,

(গ) নতুন বৈশিষ্ট্য সঞ্চার হওয়ার সম্ভাবনা কম থাকে, (ঘ) পরাগরেণুর অপচয় বেশি হয়।

১.৬ মেন্ডেলের এক সংকরায়ণের F₂ জনুর ফিনোটাইপিক অনুপাতটি হল-

(ক) 9:3:3:1,

 (খ) 1:2:1, 

(গ) 2:2:1,

 (ঘ) 3:11

১.৭ কোল্টিন্ট মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম নয়?

 (ক) সহপ্রকটতা,

 (খ) অসম্পূর্ণ প্রকটতা, 

(গ) লিংকেজ,

 (ঘ) প্রচ্ছন্নতা।

১.৮ বর্ণান্ধ মানুষ পৃথক করতে পারে না-

(ক) লাল-হলুদ বর্ণ,

 (খ) লাল-সবুজ বর্ণ, 

(গ) হলুদ-সাদা-বর্ণ, 

(ঘ) লাল-নীল বর্ণ। 

১.৯ মায়োসিন যুগে প্রাপ্ত ঘোড়ার জীবাশ্মটি হল–

 (ক) ইওহিপ্লাস, 

(খ) মেরিচিপ্পাস, 

(গ) মেসোহিগ্লাস,

 (ঘ) ইকুয়াস।

১.১০ প্রদত্ত কোল্টিন্ট অস্থিযুক্ত মাছের পটকায় গ্যাস উৎপন্ন করে? -

(ক) গ্যাস্ট্রিক গ্রন্থি, 

(খ) রেডগ্রন্থি,

 (গ) রেটিয়া মিরাবিলিয়া,

 (ঘ) পশ্চাৎ প্রকোষ্ঠ।

১.১১ প্রদত্ত কোল্টিন্ট সমসংস্থ অঙ্গের বৈশিষ্ট্য?-

 (ক) উৎপত্তিগতভাবে ভিন্ন,

 (খ) গঠনগত দিক থেকে সম্পূর্ণ আলাদা,

 (গ) কাজ আলাদা কিন্তু উৎপত্তিগতভাবে এক, 

(ঘ) অভিসারী বিবর্তনকে নির্দেশ করে।

১.১২ ক্যাডমিয়াম দূষণের ফলে সৃষ্ট রোগটি হল–

 (ক) ডিসলেক্সিয়া,

 (খ) ইটাই-ইটাই, 

(গ) মিনামাটা, 

(ঘ) ব্ল‍্যাকফুট। 

১.১৪ জলদূষণের ফলে প্রদত্ত যেটি ঘটে তা হল–

 (ক) বিশ্ব উন্নায়ন, 

(খ) ইউট্রোফিকেশন, 

(গ) বধিরতা, 

(ঘ) ব্রংকাইটিস।


বিভাগ-'খ'

২। নীচের ২৬টি প্রশ্ন থেকে ২১টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো:

নীচের বাক্যগুলোর শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও: (যে-কোনো পাঁচটি)

২.১ পেশি অবসাদগ্রস্ত হয়_______ সঞ্চয়ের ফলে।

২.২ জাইগোটের পূর্ণাঙ্গ জীব সৃষ্টির ক্ষমতাকে বলে____।

২.৩ অটোজোম 16-এর আলফা জিনের ত্রুটির ফলে_______ রোগ হয়।

২.৪ মৌমাছির '৪' অক্ষরের ন্যায় নৃত্যকে_______ বলে।

২.৫ বাজারে বহুল বিক্রীত বোতলজাত ঠান্ডা পানীয় প্রস্তুত করতে________ জলের প্রচুর অপচয় ঘটে।

২.৬ বিজ্ঞানী ________প্রথম 'Hotspot' শব্দটি ব্যবহার করেন।

নীচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো: (যে-কোনো পাঁচটি)

২.৭ জন্মের সঙ্গে সঙ্গে স্তন্যপানের ইচ্ছা হল অর্জিত প্রতিবর্ত ক্রিয়া।

২.৮ ইতর পরাগযোগে বাহকের প্রয়োজন হয়।

২.৯ 'B' ও 'চ' গ্যামেটদ্বয়ের মিলনের ফলে হোমোজাইগোট উৎপন্ন হয়।

২.১০ আদিম পৃথিবী ছিল বিজারণধর্মী।

২.১১ লেগ হিমোগ্লোবিন নামক যৌগ রাইজোবিয়ামকে N₂ সংবন্ধনে সাহায্য করে।

২.১২ সমসংস্থ ক্রোমোজোমের সিস্টার ক্রোমাটিডদ্বয়ের মধ্যে খন্ডাংশের বিনিময় হয়।

একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও : (যে-কোনো ছয়টি)

২.১৯ বিসদৃশ শব্দটি বেছে লেখো: কোরয়েড, লেন্স, কর্নিয়া, ভিট্রিয়াস হিউমর।

২.২০ উদ্ভিদের মূল সাধারণত মাটির নীচে অবস্থান করে। কিন্তু সুন্দরী গাছের শ্বাসমূল মাটির ওপরে অবস্থান করে। এটি কী ধরনের চলন?

২.২১ নীচে সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও : বয়ঃসন্ধিকাল : 10-19 বছর :: শৈশবকাল:____।

২.২২ মূলের মাধ্যমে অঙ্গজ জনন সম্পন্ন করে এমন উদ্ভিদের উদাহরণ দাও।

২.২৩ সুস্থ মানুষের মধ্যে দেখা যায়, এমন বংশানুক্রমিকভাবে সঞ্চারিত প্রকরণ-এর উদাহরণ দাও।

২.২৪ উদ্ভিদের একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো।

২.২৫ পশ্চিমবঙ্গের কোথায় কুমির সংরক্ষণের ব্যবস্থা রয়েছে?

২.২৬ নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো: কৃষিক্ষেত্রে কীটনাশক ব্যবহার, টাইফয়েড, জলদূষণ, কারখানা থেকে উৎপন্ন তরল বর্জ্য।


বিভাগ-'গ'

৩। নীচের ১৭টি প্রশ্ন থেকে যে-কোনো ১২টি প্রশ্নের উত্তর দুই-তিনটি বাক্যে লেখো:

৩.১ অগ্রস্থ প্রকটতা বলতে কী বোঝো?

৩.২ মানবদেহে রক্ত সংবহনতন্ত্র ও মৌল বিপাকীয় হারের ওপর অ্যাড্রিনালিন হরমোনের প্রভাব লেখো।

৩.৩ নিউরোট্রান্সমিটার কাকে বলে? উদাহরণ দাও।

৩.৪ মানুষের গমনে কবজা সন্ধি ও বল-সকেট সন্ধির ভূমিকা লেখো।

৩.৫ মাইটোটিক বা স্পিন্ডিল অ্যাপারেটাস বলতে কী বোঝো?

৩.৬ প্রদত্ত প্রাণীগুলি কোন্ কোন্ পদ্ধতিতে অযৌন জনন সম্পন্ন করে লেখো- (i) ফাইটোপথোরা, (ii) প্যারামেসিয়াম, (iii) মিউকর, (iv) স্পঞ্জ।

৩.৭ জোড়কলম দ্বিবীজপত্রী উদ্ভিদে সাফল্যের সঙ্গে করা হয়, কিন্তু একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে নয় কেন?

৩.৮ উল্লিখিত বিষয়ের উপর নির্ভর করে প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের পার্থক্য নিরূপণ করো: (ক) বাহ্যিক প্রকাশ, (খ) জীবের ফিনোটাইপ নির্ণয়ে ভূমিকা।

৩.৯ একজন হিমোফিলিক পুরুষ, একজন স্বাভাবিক মহিলাকে বিবাহ করলে তাদের সন্তানদের হিমোফিলিক হওয়ার সম্ভাবনা কীরূপ তা চেকারবোর্ডের সাহায্যে দেখাও।

৩.১০ মটর গাছের ওপর কান্ডের দৈর্ঘ্য ও বীজের আকার এই বৈশিষ্ট্য নিয়ে সম্পাদিত দ্বিসংকর জননের পরীক্ষায় F₂ জনুতে ৭টি দীর্ঘ ও গোলাকার বীজযুক্ত মটর গাছ উৎপন্ন হয়। এদের কী কী জিনোটাইপ থাকতে পারে?

৩.১১ জীব সৃষ্টির আধুনিক মতবাদ বা আধুনিক সংশ্লেষবাদ (Modern Synthetic Theory) বলতে কী বোঝায়?

৩.১২ আর্কিওপটেরিক্সের দুটি করে পক্ষী ও সরীসৃপের বৈশিষ্ট্য লেখো।

৩.১৩ উটের অতিরিক্ত জলক্ষয় সহন ক্ষমতার সঙ্গে এদের লোহিত রক্তকণিকার (RBC) বিশেষ চরিত্রটি কীভাবে সম্পর্কযুক্ত?

৩.১৪ BOD বলতে কী বোঝো?

৩.১৫ নাইট্রোজেন চক্রে ডিনাইট্রিফিকেশনের গুরুত্ব লেখো।

৩.১৬ ক্রায়োসংরক্ষণ কাকে বলে? উদাহরণ দাও।

৩.১৭ ভারতবর্ষকে মেগাডাইভারসিটি দেশ বলা হয় কেন?

বিভাগ-'ঘ'

৪। নীচের ৬টি প্রশ্ন বা তার বিকল্প প্রশ্নের উত্তর লেখো:

৪.১ মানবদেহের একটি আদর্শ নিউরোনের বিজ্ঞানসম্মত রেখাচিত্র আঁকো এবং রেখাচিত্রটিতে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো: (ক) র‍্যানভিয়ারের পর্ব, (খ) সোয়ান কোশ, (গ) অ্যাক্সন হিলক, (ঘ) সাইন্যাপটিক নব।

অথবা, প্রাণীকোশে মাইটোসিস বিভাজনের সাইটোকাইনেসিসের চিত্র আঁকো ও উল্লিখিত অংশগুলি চিহ্নিত করো- (ক) সেস্ট্রোজোম,(খ) সাইটোপ্লাজম, (গ) কোশপর্দার খাঁজ, (ঘ) অপত্য নিউক্লিয়াস।

৪.২ একটি উদ্ভিদের পাতার কোশের ক্রোমোজোম সংখ্যা 24 হলে, পরাগরেণু মাতৃকোশ, ডিম্বাণু, নির্ণীত নিউক্লিয়াস ও সস্য নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা কত? 

প্রাণী মাইটোসিসের টেলোফেজ দশায় প্রদত্ত উপাদানের ক্ষেত্রে কী কী ঘটনা ঘটে তা মূল্যায়ন করো- নিউক্লিয় পর্দা, বেমতত্ত্ব, ক্রোমোজোম, নিউক্লিওলাস।

অথবা, একটি ফার্নের জনুক্রম পর্যায়চিত্রের মাধ্যমে দেখাও। জীবের জনুক্রমে মিয়োসিস কোশ বিভাজনের গুরুত্ব বুঝিয়ে লেখো।

৪.৩ একটি সংকর কালো, অমসৃণ লোমযুক্ত গিনিপিগের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা, মসৃণ ধরনের অপত্য গিনিপিগ উৎপন্ন হতে পারে, তা চেকার বোর্ডের মাধ্যমে দেখাও।

জিন কীভাবে বংশগতির ধারক ও বাহকরূপে কাজ করে তা বুঝিয়ে দাও।

অথবা, থ্যালাসেমিয়া রোগের কারণগুলি লেখো। থ্যালাসেমিয়া রোগীর দেহে লোহার আধিক্য ঘটে কেন?

৪.৪ একটি পুকুরের বাস্তুতন্ত্রের পাশে অনেকদিন ধরে পর্যবেক্ষণ করলে কী কী জীবন সংগ্রাম তোমার চোখে পড়তে পারে তার উদাহরণ দাও। প্রদত্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে ল্যামার্কবাদ ও ডারউইনবাদের মধ্যে পার্থক্য লেখো: (ক) মূল বক্তব্য, (খ) বিবর্তনগত পরিবর্তন, (গ) নিষ্ক্রিয় অঙ্গের ব্যাখ্যা, (ঘ) জীবন সংগ্রাম।

অথবা, ক্যাকটাসের জলক্ষয় রোধ ও জল সংরক্ষণের জন্য তিনটি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলতে কী বোঝো?

৪.৫ পূর্ব হিমালয়ের পাদদেশের জলাময় ঘাসভূমিতেই শুধু পাওয়া যায় এরকম একটি বিলুপ্তপ্রায় স্তন্যপায়ী প্রাণীর সংখ্যাবৃদ্ধি করার জন্য কী কী সংরক্ষণ ব্যবস্থা নেওয়া হয়েছে তার সংক্ষিপ্তসার বর্ণনা দাও।

 লেগ হিমোগ্লোবিনের গুরুত্ব লেখো।

অথবা, বায়ুদূষণের কারণগুলি লেখো।

কোনো মানুষের জীবিকা ও কু-অভ্যাস কীভাবে ফুসফুসের রোগ ও ক্যানসার রোগ ঘটায়?

৪.৬ আকাশে বিদ্যুৎ চমকালে ও বৃষ্টি হলে মাটিতে N₂-এর পরিমাণ বাড়ে কেন? অরণ্যকে 'প্রকৃতির ফুসফুস' হিসেবে গণ্য করা হয় কেন?

অথবা, বন্যপ্রাণী সংরক্ষণের প্রয়োজনীয়তাগুলি সংক্ষেপে উল্লেখ করো। জীববৈচিত্র্য সংরক্ষণে বায়োস্ফিয়ার রিজার্ভের ভূমিকা আলোচনা করো।



Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area