Ads Area


মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন (পার্ট–৬) ২০২৫ || Madhyamik Life Science Suggestion (Part-6)

 মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন (পার্ট–৬) ২০২৫

প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী,

আজ আমরা এই পোষ্টের মাধ্যমে শেয়ার করতে চলেছি মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন। যেসব ছাত্র-ছাত্রী ২০২৫ সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য এই সাজেশনটি খুবই গুরুত্বপূর্ণ। চলো আর দেরি না করে নিচের সাজেশন গুলি দেখে নেয়া যায়।


মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন (পার্ট–৬) ২০২৫ || Madhyamik Life Science Suggestion (Part-6)


মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন (পার্ট–৬) ২০২৫ || Madhyamik Life Science Suggestion (Part-6) 


বিভাগ-'ক'


১। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো:

১.১ ক্যালোরিজেনিক হরমোন বলা হয়- 

(ক) STH, 

(খ) থাইরক্সিন,

 (গ) ACTH,

 (ঘ) GTH -কে।

১.২ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কোন্ অংশ প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে? -

(ক) লঘুমস্তিষ্ক,

(খ) সুষুম্নাকাণ্ড, 

(গ) থ্যালামাস,

(ঘ) হাইপোথ্যালামাস।

১.৩ প্রদত্ত যে জোড়টি সঠিক তা নির্বাচন করো- 

(ক) কবজা অস্থিসন্ধি কাঁধ, 

(খ) রোটেটর পেশি-ট্রাইসেপস্,

 (গ) বল ও সকেট অস্থিসন্ধি – হাঁটু, 

(ঘ) ফ্লেক্সর পেশি - বাইসেপস্।

 ১.৪ ক্রোমোজোমের প্রাথমিক খাঁজ অংশে যে ঘন অংশটি থাকে তা হল –

(ক) টেলোমিয়ার, 

(খ) সেন্ট্রোমিয়ার, 

(গ) ক্রোমোমিয়ার, 

(ঘ) স্যাটেলাইট।

১.৫ কোন প্রকার জননে মাইটোসিস ও মিয়োসিস দুই প্রকার কোশ বিভাজন দেখা যায়? –

(ক) অযৌন জনন, 

(খ) যৌন জনন, 

(গ) অঙ্গজ জনন,

 (ঘ) কোনোটিই নয়।

১.৬ পরাগরেণু সৃষ্টি হয় -

 (ক) গর্ভমুণ্ডে, 

(খ) পুংদণ্ডে, 

(গ) গর্ভাশয়ে, 

(ঘ) পরাগধানীতে।

১.৭ মেন্ডেল পরীক্ষিত মটর গাছের দ্বিসংকর জননের F₂ জনুতে কতগুলি জিনোটাইপ দেখা যায়? -

(ক) 1, 

(খ) 3, 

(গ) 4, 

(ঘ) 9।

১.৮ ৮-ক্রোমোজোমে উপস্থিত হোল্যান্ড্রিক জিনবাহিত বৈশিষ্ট্যটি মানুষের কোন্ অংশে দেখা যায়? -

(ক) লোমযুক্ত পিনা,

(খ) চোখ,

(গ) ত্বক, 

(ঘ) সবকটিতে।

১.৯ স্বাভাবিক পিতা এবং বর্ণান্ধতার বাহক মাতার বর্ণান্ধ কন্যাসন্তান জন্মানোর সম্ভাবনা নিরূপণ করো -

(ক) 0%,

(খ) 25%, 

(গ) 50%,

(ঘ) 100%।

১.১০ আমাদের দেশে তেলাপিয়া একটি বহিরাগত প্রজাতি। এটি যে জলাশয়ে জন্মায় সেখানে দেশীয় খলসে, তেচোখা,মৌরলা মাছ বাঁচতে পারে না। এটি ডারউইনের তত্ত্বের একটি প্রতিপাদ্যকে প্রতিষ্ঠিত করে। প্রতিপাদ্যটি শনাক্ত করো-

 (ক) অন্তঃপ্রজাতি সংগ্রাম, 

(খ) আন্তঃপ্রজাতি সংগ্রাম, 

(গ) পরিবেশের সঙ্গে সংগ্রাম, 

(ঘ) নতুন প্রজাতির উৎপত্তি। 

১.১১ শুষ্ক অঞ্চলে অভিযোজনের কারণে ক্যাকটাসের কাঁটা কোন্ অঙ্গের রূপান্তর?- 

(ক) মূল, 

(খ) কান্ড,

 (গ) পাতা, 

(ঘ) ফুল।

 ১.১২ ইংরেজি '৪' সংখ্যার মতো দেখতে লাগে এমন বিশেষ কিছু মহড়া মৌমাছি প্রদর্শন করে-

 (ক) বাসস্থান তৈরির জায়গার সন্ধান পেলে,

 (খ) শত্রুর সন্ধান পেলে,

 (গ) খাবারের সন্ধান পেলে, 

(ঘ) প্রজননের জন্য। 

১.১৩ শিম্বিগোত্রীয় উদ্ভিদের (মটর গাছ) মূলে বসবাসকারী N₂ স্থিতিকারী মিথোজীবী ব্যাকটেরিয়া হল -(ক) Rhizobium sp., 

(খ) Azotobacter sp., 

(গ) Clostridium sp., 

(ঘ) Bacillus sp.

 ১.১৪ পানীয় জলে আর্সেনিকের সহনশীল মাত্রা

(ক) 0.05 mg/L,

 (খ) 0.002 mg/L, 

(গ) 0.5 mg/L, 

(ঘ) 0.2 mg/LI

১.১৫ ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভটি হল –

(ক) নন্দাদেবী, 

(খ) নীলগিরি, 

(গ) নকরেক, 

(ঘ) আন্নামালাই।


বিভাগ-'খ'

২। নীচের ২৬টি প্রশ্ন থেকে ২১টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো:

 নীচের বাক্যগুলোর শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও (যে-কোনো পাঁচটি)

২.১ অধিক ঘনত্বের অক্সিনে ______অনুভূতিশীল হয়।

২.২ নিষেক পদ্ধতিতে দুটি হ্যাপ্লয়েড গ্যামেটের মিলনে ডিপ্লয়েড (2n)_____ গঠিত হয়।

২.৩ প্রকরণ সৃষ্টির মূলে রয়েছে______।

২.৪ অভিসারী অভিব্যক্তির ফলে______ অঙ্গ গঠিত হয়।

২.৫ PAN হল একটি______।

২.৬ বয়ঃসন্ধিকালে ছেলেদের গলার স্বর মোটা হয়ে যায়______ হরমোনের প্রভাবে।

নীচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো: (যে-কোনো পাঁচটি)

২.৭ পাতাকে প্রতিকূল আলোকবর্তী বলা হয়।

২.৮ প্ল্যানেরিয়া পুনরুৎপাদন পদ্ধতিতে জনন সম্পন্ন করে।

২.৯. মানুষের 16 নং এবং 11 নং ক্রোমোজোমের মিউটেশনের ফলে বিভিন্ন প্রকার থ্যালাসেমিয়া সৃষ্টি হয়।

২.১০. মাছ যখন জলের মধ্যে ডোবে তখন পটকার মধ্যে গ্যাসের পরিমাণ বাড়তে থাকে।

২.১১ তামাক, গুটখা খেলে অ্যাজমা হওয়ার সম্ভাবনা থাকে।

২.১২ মানবদেহে অষ্টম করোটীয় স্নায়ু হল অডিটরি স্নায়ু।

একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও : (যে-কোনো ছয়টি)

২.১৯ থাইরক্সিন হরমোনের বেশি ক্ষরণজনিত রোগের নাম লেখো।

২.২০ মেনিনজেসের অবস্থান বিবৃত করো।

২.২১ নীচে সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও: ডিম্বাশয়: ফল ::_____: বীজ।

২.২২ মানব বিকাশের কোন্ দশায় অস্থির ক্যালশিয়াম, অস্থিসন্ধির ক্ষয় হয় ও দেহকোশের মৃত্যু ঘটে?

২.২৩ বিসদৃশ শব্দটি বেছে লেখো: 

মটর গাছের লম্বা কান্ড, মটর ফুলের বেগুনি বর্ণ, সবুজ বীজপত্রযুক্ত মটর, মটর ফলত্বকের সবুজ বর্ণ।

২.২৪ উটের দেহে ওয়াটার স্যাক বা জলথলি কোথায় থাকে?

২.২৫ ভারতের কোথায় কুমির সংরক্ষণ করা হয়?

২.২৬ নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো: NO2, অম্লবৃষ্টি, SO₂, জলীয় বাষ্প। 


বিভাগ-'গ'

৩। নীচের ১৭টি প্রশ্ন থেকে যে-কোনো ১২টি প্রশ্নের উত্তর দুই-তিনটি বাক্যে লেখো:

৩.১ প্রদত্ত কাজগুলির সঙ্গে সংশ্লিষ্ট উদ্ভিদ হরমোনগুলির নাম লেখো: (ক) ক্ষতস্থানে ক্যালাস গঠন, (খ) মূলের সৃষ্টি ও বৃদ্ধি,(গ) বোল্টিং পদ্ধতি, (ঘ) বিচ্ছিন্ন পাতার ক্লোরোফিল বিনষ্টকরণ প্রতিরোধ।

৩.২ পিটুইটারিকে 'প্রভুগ্রন্থি' বলা হয় কেন?

৩.৩ প্রদত্ত বিষয়গুলির সঙ্গে সম্পর্কযুক্ত একটি করে চোখের ত্রুটিজনিত রোগের নাম লেখো: (ক) অস্বচ্ছ লেন্স, (খ) বড়ো অক্ষিগোলক,(গ) বাইফোকাল লেন্সের চশমা ব্যবহার, (ঘ) দূরের বস্তুর অস্পষ্ট দর্শন।

৩.৪ পাখির উড্ডয়নে সাহায্যকারী পেশির নাম ও তাদের ভূমিকা লেখো।

৩.৫ উল্লিখিত অংশে কোন্ প্রকারের কোশ বিভাজন ঘটে? (ক) মস, ফার্ন প্রভৃতি উদ্ভিদের রেণু মাতৃকোশ থেকে রেণু সৃষ্টির সময়,(খ) ইস্টের দেহে, (গ) উচ্চতর প্রাণীদের ভ্রুণের পরিস্ফুটনকালে, (ঘ) উচ্চশ্রেণির উদ্ভিদে পরাগধানীর পরাগরেণু মাতৃকোশে। 

৩.৬ সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে নিষেক এবং নতুন উদ্ভিদের গঠন কীভাবে হয় তা একটি রেখাচিত্রের সাহায্যে উপস্থাপন করো। 

৩.৭ কোশের বৃদ্ধি ও বিকাশের মধ্যে সম্পর্ক কী?

৩.৮ মটর গাছের শুঁটি সংক্রান্ত প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যগুলি লেখো।

৩.৯ হিমোফিলিয়া রোগের উপসর্গগুলি লেখো।

৩.১০ একদিন শিক্ষার্থীরা খবরের কাগজে থ্যালাসেমিয়া নিয়ে একটি প্রবন্ধ পড়ল এবং একজন থ্যালাসেমিয়ায় আক্রান্ত ব্যক্তির পরিণতি জেনে ভীত হল। জনগোষ্ঠী থেকে এই রোগ দূর করার জন্য তারা কী কী উদ্যোগ নিতে পারে তা লেখো।

৩.১১ অভিসারী অভিযোজন কাকে বলে? উদাহরণ দ্বারা বুঝিয়ে দাও।

৩.১২ অধিকাংশ মেরুদণ্ডী প্রাণীর ভ্রুণ দশায় লেজ সদৃশ গঠনের উপস্থিতির নিরিখে তুমি কীভাবে অভিব্যক্তিকে ব্যাখ্যা করবে?

৩.১৩ আচরণ, অভিযোজন ও বিবর্তনের মধ্যে সম্পর্ক কী?

৩.১৪ ইউট্রোফিকেশনে জলজ প্রাণীর মৃত্যু ঘটে - কারণ ব্যাখ্যা করো।

৩.১৫ কারসিনোজেন কাকে বলে? উদাহরণ দাও।

৩.১৬ জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অঞ্চল বা বায়োডাইভারসিটি হটস্পট বলতে কী বোঝো? উদাহরণ দাও।

বিভাগ-ঘ'


৪) নীচের ৬টি প্রশ্ন বা তার বিকল্প প্রশ্নের উত্তর লেখো:

৪.১ একটি সরল ও দ্বিসন্ধি প্রতিবর্ত চাপের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো এবং তীরচিহ্নের সাহায্যে উদ্দীপনা প্রবাহের গতিপথ নির্দেশ করো- (ক) শ্বেতবস্তু, (খ) সহযোগী নিউরোন, (গ) নিউরোসিল, (ঘ) কারক অঙ্গ।

অথবা, সপুষ্পক উদ্ভিদের ভ্রুণস্থলীর লম্বচ্ছেদের উল্লিখিত অংশগুলি চিহ্নিত করো- (ক) ডিম্বাণু, (খ) নির্ণীত নিউক্লিয়াস, (গ) সহকারী কোশ, (ঘ) প্রতিপাদ কোশসমষ্টি।

৪.২ কীভাবে কর্ষণ মাধ্যম ব্যবহারের মাধ্যমে অল্প সময়ে রোগমুক্ত ও অধিক অভিযোজন ক্ষমতা সম্পন্ন উদ্ভিদ তৈরি করা যায় তার পদ্ধতি বর্ণনা করো।

পতঙ্গপরাগী ফুলের উদাহরণসহ দুটি বৈশিষ্ট্য লেখো।

অথবা, কোশচক্রে নিয়ন্ত্রণ নষ্ট হওয়ার সঙ্গে মানবদেহে ম্যালিগন্যান্ট টিউমার সৃষ্টি হওয়ার সম্পর্ক প্রতিষ্ঠা করো। শাখাকলম ও জোড়কলমের মধ্যে পার্থক্য লেখো।

৪.৩ একটি বিশুদ্ধ লম্বা (TT) ও হলুদ বীজযুক্ত (YY) মটরগাছের সঙ্গে একটি বিশুদ্ধ খর্ব (tt) ও সবুজ বীজযুক্ত (yy) মটরগাছের মধ্যে সংকরায়ণের ফলাফল F₂ জনু পর্যন্ত চেকারবোর্ডের সাহায্যে দেখাও এবং এর দ্বারা যে সিদ্ধান্তে উপনীত হওয়া যায় তা বিবৃত করো।

  অথবা, একজন বর্ণান্ধ পুরুষের সঙ্গে বর্ণান্ধতার বাহক মহিলার বিবাহ হলে তাদের সন্তান-সন্ততিরা কীরূপ হবে তা দেখাও।

জীবের জিনোটাইপ নির্ণয়ে টেস্ট ব্রুসের গুরুত্ব লেখো।

৪.৪ মাছ, ব্যাং ও গিরগিটির হৃৎপিণ্ডের গঠনে কী ধরনের বিবর্তনগত পরিবর্তন লক্ষ করা যায়?

প্রাকৃতিক নির্বাচনবাদের দুটি ত্রুটি উল্লেখ করো। 

 অথবা, খাদ্য সংগ্রহ ও রোগ প্রতিরোধের ক্ষেত্রে শিম্পাঞ্জিরা যেভাবে বুদ্ধিমত্তার সাথে সমস্যা সমাধান করে তার উদাহরণ দাও।

বক্তব্যটির যথার্থতা প্রমাণ করো 'খাদ্যের উৎস ও সূর্যের অবস্থানের পরিবর্তন হলে মৌমাছির নৃত্যভঙ্গীর পরিবর্তন লক্ষ করা যায়।'

৪.৫ সুন্দরবন অঞ্চলে মিষ্টি জলের সংকটের ও বনভূমি ধ্বংসের ফলাফল সম্বন্ধে লেখো। কীভাবে কুমির সংরক্ষণ সম্ভব তা সংক্ষেপে উল্লেখ করো।

অথবা, প্রদত্ত বিষয়গুলির নিরিখে পপুলেশনের ওপর জন্মহার (Natality) এবং মৃতুহার (Mortality) -এর মধ্যে পার্থক্য নিরূপণ করো: (ক) আকার ও আয়তন, (খ) জীবভর, (গ) গাণিতিক প্রকাশ। এন্ডেমিক প্রজাতি কী উদাহরণসহ ব্যাখ্যা করো।

৪.৬ "মানুষের ক্রিয়াকলাপের ফলে নাইট্রোজেন চক্র ব্যহত হচ্ছে” দুটি ঘটনা উল্লেখ করে যথার্থতা প্রমাণ করো। ME-18 পর্ষদ নমুনা প্রধা মানব স্বাস্থ্যের উপর বায়ুদূষণ ও মৃত্তিকা দূষণের ফলাফল আলোচনা করো।

 অথবা, ক্রায়োসংরক্ষণ কাকে বলে? উদাহরণ দাও। খাদ্যশৃঙ্খলে পেস্টিসাইড কীভাবে প্রভাব বিস্তার করে তা উদাহরণসহ উল্লেখ করো। 

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area