মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন (পার্ট–৭) ২০২৫
প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী,
আজ আমরা এই পোষ্টের মাধ্যমে শেয়ার করতে চলেছি মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন। যেসব ছাত্র-ছাত্রী ২০২৫ সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য এই সাজেশনটি খুবই গুরুত্বপূর্ণ। চলো আর দেরি না করে নিচের সাজেশন গুলি দেখে নেয়া যায়।
মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন (পার্ট–৭) ২০২৫ || Madhyamik Life Science Suggestion (Part-7)
বিভাগ-'ক'
১। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো:
১.১ আলোক প্রতিকূলবর্তী চলন দেখা যায় উদ্ভিদের- (ক) মূলে,
(খ) কাণ্ডে,
(গ) শাখা-প্রশাখায়,
(ঘ) পাতায়।
১.২ উদ্ভিদ হরমোনের কিছু কাজ দেওয়া আছে-(১) অগ্রস্থ প্রকটতা ঘটানো ও পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ব্যাহত করা, (৪) মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করা, (iii) পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটানো, (iv) পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটানো। এদের মধ্যে কোন দুটি জিকোরেলিনের কাজ? - (ক) (i) ও (iii),
(খ) (ii) ও (iii),
(গ) (ii) ও (iv),
(ঘ) (i) ও (৪)।
১.৩ তারারন্দ্রের সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণ করে যে অংশ তা হল –
(ক) কর্নিয়া,
(খ) কোরয়েড,
(গ) আইরিস,
(ঘ) রেটিনা।
১.৪ মাইটোসিসের যে দশায় সিস্টার ক্রোমাটিড দুটি আলাদা হয়ে যায় তা হল-
(ক) প্রোফেজ,
(খ) মেটাফেজ,
(গ) অ্যানাফেজ,
(ঘ) টেলোফেজ।
১.৫ অযৌন জননের ক্ষেত্রে প্রদত্ত ঘটনাগুলি কোন্ প্রাণীর ক্ষেত্রে ঘটে? অসমান বিভাজনের ফলে ক্ষুদ্র কোরক সৃষ্টি হয়। কখনো- কখনো কোরকটি বিভাজিত হয়ে টবুলা গঠন করে। কোরক দেহের বাইরে গঠিত হয়। কিছু ক্ষেত্রে কোরককে বেস্টন করে বর্ষিয়া সৃষ্টি হয়। - (ক) অ্যামিবা ও ইস্ট,
(খ) হাইড্রা ও মস,
(গ) প্লাসমোডিয়াম ও প্ল্যানেরিয়া,
(ঘ) ইস্ট ও হাইড্রা।
১.৬ প্রদত্ত কোটি বৃদ্ধির দশা নয়? –
(ক) কোশ বিভাজন,
(খ) কোশের আকার বৃদ্ধি,
(গ) কোশীয় সংশ্লেষ,
(ঘ) কোশীয় বিভেদন।
১.৭ দুটি সংকর লম্বা (Tt) উদ্ভিদের মধ্যে সংকরায়ণ ঘটালে F₁ জনুতে কত শতাংশ লম্বা উদ্ভিদ পাওয়া যায়? - (ক) 25%,
(খ) 50%,
(গ) 75%,
(ঘ) 100%।
১.৮ ৮-ক্রোমোজোমে উপস্থিত হোল্যানড্রিক জিনবাহিত বৈশিষ্ট্যটি মানুষের কোন্ অংশে দেখা যায়? -
(ক) লোমযুক্ত পিনা,
(খ) চোখ,
(গ) ত্বক,
(ঘ) সবকটিতে।
১.৯ থ্যালাসেমিয়া রোগীদের দেহে যে ধাতু জমা হয় সেটি হল –
(ক) লোহা,
(খ) তামা,
(গ) সিসা,
(ঘ) ক্যালশিয়াম।
১.১০ বাতাসে ওড়বার প্রয়োজনে পায়রার দেহে যে অঙ্গটি অবলুপ্ত হয়েছে সেটি হল-
(ক) বাম ডিম্বাশয়,
(খ) পিত্তথলি,
(গ) ফুসফুস,
(ঘ) ডান বৃক্ক।
১.১১ কোয়াসারভেট তত্ত্বের প্রবক্তা হলেন-
(ক) ডারউইন,
(খ) মিলার ও উরে,
(গ) ওপারিন,
(ঘ) ফক্স।
১.১২ সম্পূর্ণ বিভেদিত চার প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড দেখা যায় যে সরীসৃপে তা হল –
(ক) সাপ,
(খ) ব্যাং,
(গ) গিরগিটি,
(ঘ) কুমির।
১.১৩ নদীর জলে BOD বেশি হলে যা নির্দেশিত হয় তা হল–
(ক) জল অত্যন্ত দূষিত,
(খ) জল দূষিত নয়,
(গ) জল পানযোগ্য,
(ঘ) জলে প্রাণী অনুপস্থিত।
১.১৪ মেরু অঞ্চলের বরফ দ্রুত গলে যাওয়ার জন্য যে প্রাণীটি বিপন্ন হয়ে পড়েছে। সেটি শনাক্ত করো-
(ক) ঘুঘু,
(খ) এম্পারার পেঙ্গুইন,
(গ) কস্তুরী মৃগ,
(ঘ) কচ্ছপ।
বিভাগ-'খ'
২। নীচের ২৬টি প্রশ্ন থেকে ২১টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো:
নীচের বাক্যগুলোর শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও (যে-কোনো পাঁচটি)
২.১ BMR নিয়ন্ত্রণকারী হরমোনটি হল_______।
২.২ স্টিগ্গ্মা বা গর্ভমুণ্ড_____ গ্রাহক হিসেবে কাজ করে।
২.৩ খ্রিস্টমাস ডিজিজ-এর ক্ষেত্রে যে ব্লাড কোয়াগুলেশন ফ্যাক্টরটির অভাব ঘটে। সেটি হল____।
২.৪ ফণীমনসা, ক্যাকটাস হল একপ্রকার_____ উদ্ভিদ।
২.৫ পৃথিবীর সবচেয়ে বড়ো ম্যানগ্রোভ অরণ্য হল____।
২.৬ নারিকেলের তরল সস্যে _____হরমোন পাওয়া যায়।
নীচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো: (যে-কোনো পাঁচটি)
২.৭ মানুষের হাঁটু এবং কনুই-এর অস্থিসন্ধি হল বল ও সকেট সন্ধির উদাহরণ।
২.৮ ক্রোমাটিন জালিকা ও ক্রোমোজোম হল প্রকৃতপক্ষে DNA অণুর কুন্ডলীকরণের পৃথক পৃথক অবস্থা।
২.৯ জিন শব্দের প্রবক্তা হলেন মেন্ডেল।
২.১০ প্রতিকূল প্রকরণযুক্ত জীবেরা বেশি সুযোগসুবিধা পায় এবং জীবন সংগ্রামে বেঁচে থাকে।
২.১১ পরিবেশে CO₂-এর পরিমাণ বাড়লে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা থাকে।
২.১২ নাইট্রোজিনেজ উৎসেচককে রক্ষা করতে লেগহিমোগ্লোবিন CO₂ বিহীন পরিবেশ সৃষ্টি করে।
একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও : (যে-কোনো ছয়টি)
২.১৯ নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো: পিয়াম্যাটার, ডুরাম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার, মেনিনজেস।
২.২০ একটি গ্যাসীয় উদ্ভিদ হরমোনের নাম লেখো।
২.২১ সপুষ্পক উদ্ভিদের নিষেকের আগে ডিম্বকের ভ্রুণস্থলীতে মোট কটি নিউক্লিয়াস থাকে?
২.২২ উদ্ভিদকোশ বিভাজনের সময় বেমতত্ত্ব কোথা থেকে গঠিত হয়?
২.২৩ নীচে সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও :
44A + XY : জনন মাতৃকোশ :: ____ : গ্যামেট।
২.২৪ বিসদৃশ শব্দটি বেছে লেখো:
কক্সিস, বহিঃকর্ণের পেশি, মধ্যকর্ণের অস্থি, অ্যাপেনডিক্স।
২.২৫ ডিসলেক্সিয়া রোগের কারণ কী?
২.২৬ COPD-এর পুরো নাম লেখো।
বিভাগ-'গ'
৩। নীচের ১৭টি প্রশ্ন থেকে যে-কোনো ১২টি প্রশ্নের উত্তর দুই-তিনটি বাক্যে লেখো:
৩.১ (ক) উদ্দীপকের প্রকৃতি, (খ) ফলাফল প্রদত্ত বিষয়গুলির ওপর ভিত্তি করে ফোটোন্যাস্টিক ও ফোটোট্রপিক চলনের পার্থক্য লেখো।
৩.২ সাইন্যাপস্-এর কাজ লেখো।
৩.৩ কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাট বিপাকে ইনসুলিনের ভূমিকা লেখো।
৩.৪ প্রদত্ত অংশগুলির অবস্থান উল্লেখ করো: (ক) রেমিজেস, (খ) রেকট্রিসেস, (গ) পেক্টোরালিস মেজর, (ঘ) মায়োটোম পেশি।
৩.৫ মানব বিকাশের বয়ঃসন্ধি দশায় পিটুইটারি গ্রন্থি ও যৌন গ্রন্থি নিঃসৃত হরমোনের তাৎপর্য লেখো।
৩.৬ স্টক ও সিয়ন বলতে কী বোঝো?
৩.৭ কোশচক্রের ১-দশার গুরুত্ব লেখো।
৩.৮ মিউটেশন কী?
৩.৯ বর্ণান্ধতার কারণ লেখো।
৩.১০ মেন্ডেলের একসংকর জননের পরীক্ষা থেকে প্রাপ্ত সূত্রটি লেখো।
৩.১১ জল সংরক্ষণের জন্য ফণীমনসা গাছের দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো।
৩.১২ বিজ্ঞানী হেকেলের বায়োজেনেটিক সূত্রটি লেখো।
৩.১৩ জীবাশ্ম কীভাবে অভিব্যক্তির সপক্ষে প্রমাণ দেয় তা আলোচনা করো।
৩.১৪ জীবজ N₂ সংবন্ধন ছাড়া বায়ুমণ্ডলের N₂ আবদ্ধকরণের দুটি কৌশল বর্ণনা করো।
৩.১৫ তাজমহলের বিবর্ণ হওয়ার কারণগুলি উল্লেখ করো।
৩.১৬ বায়োস্ফিয়ার রিজার্ভের তিনটি স্তর কী কী? ব্যাখ্যা করো।
বিভাগ-'ঘ'
৪। নীচের ৬টি প্রশ্ন বা তার বিকল্প প্রশ্নের উত্তর লেখো:
৪.১ একটি উদ্ভিদে মাইটোসিস কোশ বিভাজনের মেটাফেজ দশার চিত্র অঙ্কন করো এবং উল্লিখিত অংশগুলি চিহ্নিত করো-
(ক) ক্রোমোজোম,
(খ) মেরু অঞ্চল,
(গ) অবিচ্ছিন্ন তত্ত্ব,
(ঘ) বেমতত্ত্ব।
অথবা, মানুষের অক্ষিগোলকের লম্বচ্ছেদের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো: (ক) কোরয়েড, (খ) অন্ধবিদ (গ) তারারন্ধ্র, (ঘ)ভিট্রিয়াস হিউমর।
৪.২ সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়াটি কীভাবে সম্পন্ন হয় চিত্রসহ সংক্ষেপে বর্ণনা করো।
অথবা, অ্যামাইটোসিস কোশ বিভাজন কীভাবে ঘটে?
DNA-এর রাসায়নিক উপাদানগুলি লেখো।
৪.৩ এক সংকর জনন পরীক্ষায় ফিনোটাইপিক অনুপাত 3:1-এর পরিবর্তে 1:2:1 হলে তা কোন্ ঘটনাকে নির্দেশ করে দেখাও।
পুরুষদের হেটারোগ্যামেটিক লিঙ্গ বলা হয় কেন?
অথবা, একজন পুরুষের (যার পিতা স্বাভাবিক ও মাতা হিমোফিলিয়া আক্রান্ত) সঙ্গে একজন ও মাতা ও মহিলার (যার পিতা হিমোফিলিয়া আক্রান্ত ও মাতা স্বাভাবিক) বিবাহ হলে তাদের কত শতাংশ সন্তান হিমোফিলিয়া আক্রান্ত হবে তা ক্রসের সাহায্যে দেখাও।
ক্রিস-ক্রস উত্তরাধিকার বলতে কী বোঝায়?
৪.৪ মানুষের ক্ষেত্রে অ্যাপেনডিক্সকে লুপ্তপ্রায় অঙ্গ বলা হয় কেন?
বিবর্তনের ফলে ক্রমান্বয়ে জটিলতার সৃষ্টি হয় এই ধারণাটি মেরুদণ্ডী প্রাণীর হৃৎপিন্ডের বিবরণ থেকে ব্যাখ্যা করো।
অথবা, তপ্ত বালুকাময় পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য উটের কুঁজ, পাকস্থলী ও দেহত্বক কীভাবে সাহায্যে করে?
রুই মাছের পটকার অভিযোজনগত গুরুত্ব লেখো।
৪.৫ ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধি পরিবেশে মিষ্টি জল, বাস্তুতন্ত্র ও কৃষিজমির উপর কী কী প্রভাব ফেলতে পারে?
ওজোন গহ্বর সৃষ্টির কারণ লেখো।
অথবা, বিশ্ব উন্নায়নের কারণ ও পরিবেশের উপর গ্রিন হাউস গ্যাস-এর প্রভাব আলোচনা করো।
কোনো একটি পুকুরের পাশের কৃষিজমিতে ব্যবহৃত কীটনাশক DDT বৃষ্টির জলে ধুয়ে পুকুরে এসে মেশায় পুকুরের জলে DDT-এর পরিমাণ হল 0.01 ppm। জৈব বিবর্ধনের ফলে একটি মাছরাঙার দেহে-এর পরিমাণ কত হবে তাত্ত্বিকভাবে তা শব্দচিত্রের সাহায্যে দেখাও।
৪.৬ জীববৈচিত্র্য হ্রাসের প্রদত্ত কারণগুলি একটি করে উদাহরণসহ ব্যাখ্যা করো- (ক) দূষণ, (খ) অতিব্যবহার, (গ) শিকার।
ভাসমান দূষক (SPM) দ্বারা সৃষ্ট দুটি রোগের নাম লেখো।
অথবা, ইলিশ, মৌমাছি, পেঙ্গুইন উল্লিখিত জীবগুলির বিপন্নতার কারণ কী কী হতে পারে তা নির্ধারণ করো। ক্রায়োসংরক্ষণকে এক্স-সিটু পদ্ধতি বলা হয় কেন?