মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন (পার্ট–৮) ২০২৫
প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী,
আজ আমরা এই পোষ্টের মাধ্যমে শেয়ার করতে চলেছি মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন। যেসব ছাত্র-ছাত্রী ২০২৫ সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য এই সাজেশনটি খুবই গুরুত্বপূর্ণ। চলো আর দেরি না করে নিচের সাজেশন গুলি দেখে নেয়া যায়।
মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন (পার্ট–৮) ২০২৫ || Madhyamik Life Science Suggestion (Part-8)
বিভাগ-'ক'
১। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো:
১.১ কোন্ হরমোন প্রয়োগ করে পাতাবাহার গাছ, ফুলদানিতে ফুলের তোড়া দীর্ঘদিন সবুজ ও সতেজ রাখা যায়? –
(ক) সাইটোকাইনিন,
(খ) ফ্লোরিজেন,
(গ) ভার্নালিন,
(ঘ) অ্যাবসাইসিক অ্যাসিড।
১.২ ক্যালোরিজেনিক হরমোেন হল-
(ক) STH,
(খ) থাইরক্সিন,
(গ) ACTH,
(ঘ) GTH।
১.৩ সূচে সুতো পরানোর সময় তোমার চোখে কোন্ পরিবর্তনটি ঘটে তা যাচাই করে লেখো-
(ক) সিলিয়ারি পেশির শিথিলকরণ →লেন্স সরু বা পাতলা হয় লেন্সের ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি,
(খ) সিলিয়ারি পেশির সংকোচন লেন্স পুরু হয় → লেন্সের ফোকাস দৈর্ঘ্য হ্রাস,
(গ) সিলিয়ারি পেশির শিথিলকরণ লেন্স পুরু হয় লেন্সের ফোকাস দৈর্ঘ্য হ্রাস,
(ঘ) সিলিয়ারি পেশির সংকোচন → লেন্স সরু বা পাতলা হয় লেন্সের ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি।
১.৪ সঠিক জোড়টি নির্বাচন করো :-
(ক) অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম-সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের শেষপ্রান্তের নিকটে থাকে,
(খ) মেটাসেন্ট্রিক ক্রোমোজোম-সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের শেষপ্রান্তে থাকে,
(গ) সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম- সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের মাঝখানে থাকে,
(ঘ) টেলোসেন্ট্রিক ক্রোমোজোম-সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের মাঝখানের নিকটে থাকে।
১.৫ বৃতির প্রতিটি অংশকে যা বলা হয়, সেটি নির্বাচন করো-
(ক) বৃত্যংশ,
(খ) দলাংশ,
(গ) পুংকেশর,
(ঘ) গর্ভদণ্ড।
১.৬ তিন কন্যা আছে এমন দম্পতির চতুর্থ সন্তান কন্যা হওয়ার সম্ভাবনা কত শতাংশ?
(ক) 25%,
(খ) 50%,
(গ) 75%,
(ঘ) 100%।
১.৭ হিমোফিলিয়া-A এর ক্ষেত্রে যে ব্লাড কোয়াগুলেশন ফ্যাক্টরটির অভাব ঘটে সেটি হল-
(ক) AHF,
(খ) PTA,
(গ) PTC,
(ঘ) Ca2+1
১.৮ 'হাইড্রপস্ ফিটালিস' কোন্ ক্ষেত্রে দেখা যায়? -
(ক) ০-থ্যালাসেমিয়া মাইনর,
(খ) ẞ-থ্যালাসেমিয়া মাইনর,
(গ) ৫-থ্যালাসেমিয়া মেজর,
(ঘ) ẞ-থ্যালাসেমিয়া মেজর।
১.৯ প্রদত্ত বক্তব্য দুটি পড়ো এবং সঠিক বিকল্পটি বেছে নাও বক্তব্য 1: জীবদের মধ্যে অস্তিত্বের জন্য সংগ্রাম দেখা যায়। বক্তব্য 2 : জীবেরা অত্যধিক হারে বংশবৃদ্ধি করে কিন্তু খাদ্য ও বাসস্থান সীমিত।–
(ক) বক্তব্য 1 সঠিক এবং বক্তব্য 2 ভুল,
(খ) বক্তব্য 2 সঠিক এবং বক্তব্য 1 ভুল,
(গ) বক্তব্য 1 ও বক্তব্য 2 সঠিক এবং বক্তব্য 2, বক্তব্য 1-এর সঠিক ব্যাখ্যা নয়,
(ঘ) বক্তব্য 1 ও বক্তব্য 2 সঠিক এবং বক্তব্য 2, বক্তব্য 1-এর সঠিক ব্যাখ্যা।
১.১০ ওয়াগেল নৃত্যে কোন্ মৌমাছি অংশ নেয়?-
(ক) শ্রমিক,
(খ) রানি,
(গ) পুরুষ,(ঘ) সবগুলি।
১.১১ পিস্টিলোড যে উদ্ভিদের নিষ্ক্রিয় অঙ্গ, তা হল-
(ক) কালকাসুন্দা,
(খ) শতমূলী,
(গ) আম,
(ঘ) জবা।
১.১২ পানীয় জলে N₂-এর পরিমাণ মাত্রাতিরিক্ত থাকার ফলে যে রোগ হয়, সেটি হল -
(ক) অ্যাডামস সিনড্রোম,
(খ) ব্লুবেবি সিনড্রোম,
(গ) ব্লুবেরি সিনড্রোম,
(ঘ) টার্নার সিনড্রোম।
১.১৩ 'ডেসিবেল' এককটি উল্লিখিত কোন্টি পরিমাপের জন্য ব্যবহৃত হয়?
(ক) বায়ুদূষকের মাত্রা পরিমাপের জন্য,
(খ) জলে অক্সিজেনের ঘাটতি পরিমাপের জন্য,
(গ) শব্দের মাত্রা পরিমাপের জন্য,
(ঘ) SPM-এর মাত্রা পরিমাপের জন্য।
১.১৪ সিগারেটের ধোঁয়াতে উপস্থিত কারসিনোজেনটি হল-
(ক) মিথেন,
(খ) বেঞ্ঝোপাইরিন,
(গ) নিকোটিন,
(ঘ) জ্যান্থোফিল।
বিভাগ-'খ'
২। নীচের ২৬টি প্রশ্ন থেকে ২১টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো:
নীচের বাক্যগুলোর শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও : (যে-কোনো পাঁচটি)
২.১ চোখের রেটিনায় অবস্থিত______বিন্দুতে সবথেকে ভালো প্রতিবিম্ব গঠিত হয়।
২.২ মানুষের 10-19 বছর পর্যন্ত বয়সকালকে বলে_____।
২.৩ পুংকেশরচক্র কেটে উভলিঙ্গ ফুলকে স্ত্রীফুলে পরিণত করার ঘটনাকে বলে_______।
২.৪ জীবন উৎপত্তির আদি পর্যায়ে_____ ছিল কিছু বৃহৎ কোলয়েড অণুর সমন্বয়।
২.৫ জীববৈচিত্র্যের সর্বাধিক প্রাচুর্যযুক্ত অঞ্চলকে বলা হয়_______।
২.৬ জৈব ও অজৈব সারের পচনের ফলে বায়ুদূষক গ্রিন হাউস গ্যাস_______ উৎপন্ন হয়।
নীচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো: (যে-কোনো পাঁচটি)
২.৭ সোমাটোট্রফিক হরমোনের বেশি ক্ষরণে পরিণত মানুষের উচ্চতা খুব কম হয়।
২.৮ একই উদ্ভিদের দুটি পৃথক ফুলের মধ্যে পরাগযোগকে বলে গেইটোনোগ্যামি।
২.৯. হিমোফিলিয়া আক্রান্ত মহিলার জিনোটাইপ xhxh।
২.১০ পত্রকণ্টক লবণাম্বু বা ম্যানগ্রোভ উদ্ভিদের অভিযোজন।
২.১১ আমাজন রেন ফরেস্টকে 'পৃথিবী গ্রহের ফুসফুস' বলা হয়।
২.১২ হিস্টোন একপ্রকার আম্লিক প্রোটিন।
একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও : (যে-কোনো ছয়টি)
২.১৯ বৃক্কের ওপর কোন্ অন্তঃক্ষরা গ্রন্থি অবস্থিত?
২.২০ সংবেদন প্রেরণ ও নির্দেশ প্রেরণ উভয় প্রকার কাজ করে এমন একটি স্নায়ুর নাম লেখো।
২.২১ বিসদৃশ শব্দটি বেছে লেখো: সেন্ট্রোমিয়ার, সারকোমিয়ার, ক্রোমোমিয়ার, টেলোমিয়ার।
২.২২ সংযুক্তি পদ্ধতিতে উৎপন্ন নিষিক্ত ডিম্বাণুকে কী বলে?
২.২৩ নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো: রক্ত পরীক্ষা, রোগের সম্ভাবনা বিশ্লেষণ, জেনেটিক কাউন্সেলিং, পারিবারিক রোগের চার্ট বিশ্লেষণ।
২.২৪ শিম্পাঞ্জিরা কীভাবে শক্ত খোলা ভেঙে বাদাম খায়?
২.২৫ নীচে সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও: অ্যাসিড বৃষ্টি : বায়ুদূষণ :: অ্যালগাল ব্লুম:______।
২.২৬ কোন্ কোন্ উপায়ে ক্যানসার রোগের চিকিৎসা করা সম্ভব?
বিভাগ-'গ'
৩। নীচের ১৭টি প্রশ্ন থেকে যে-কোনো ১২টি প্রশ্নের উত্তর দুই-তিনটি বাক্যে লেখো:
৩.১ প্রদত্ত তথ্যগুলি কোন্ কোন্ ধরনের চলনের উদাহরণ তা লেখো: (ক) সুন্দরী গাছের শ্বাসমূলের মাটির উপর অবস্থান, (খ) ফার্নের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে যায়, (গ) সূর্যাস্তের পর তেঁতুল, আমলকী গাছের পাতাগুলি মুদে যায়, (ঘ) পতঙ্গের সংস্পর্শে সূর্যশিশিরের পাতার কর্ষিকার চলন।
৩.২ পাহাড়ি অঞ্চলের লোকেদের গয়টার বেশি হওয়ার কারণ কী?
৩.৩ প্রদত্ত বিষয়ে হরমোন ও স্নায়ুতন্ত্র-এর কাজের পার্থক্য নিরূপণ করো: (ক) কাজের প্রকৃতি, (খ) কাজের গতি ও কাজের স্থায়িত্ব,(গ) পরিণতি।
৩.৪ 'গমন প্রক্রিয়াটি চলনের ওপর নির্ভরশীল, কিন্তু চলন প্রক্রিয়াটি গমনের ওপর নির্ভর করে না"- ব্যাখ্যা করো?
৩.৫ প্রদত্ত কাজের সঙ্গে সংশ্লিষ্ট ক্রোমোজোমের অংশগুলির নাম লেখো: (ক) অ্যানাফেজীয় চলন, (খ) কোশের বার্ধক্য ও মৃত্যু নিয়ন্ত্রণ,(গ) ক্রসিংওভার, (ঘ) নিউক্লিওলাসের সৃষ্টি।
৩.৬ নিষেকের পরে ভূণমুকুল ও ভূণমূল থেকে উদ্ভিদের কোন্ কোন্ অংশ গঠিত হয়?
৩.৭ মাইক্রোপ্রোপাগেশনের একটি সুবিধা ও একটি অসুবিধা লেখো।
৩.৮ অসম্পূর্ণ প্রকটতাকে কেন মেন্ডেলতত্ত্বের ব্যতিক্রম হিসেবে ধরা হয়?
৩.৯ মটর গাছের বীজের বর্ণ ও বীজের আকার এই বৈশিষ্ট্য দুটি নিয়ে মেন্ডেল দ্বিসংকর জননের পরীক্ষা করেছিলেন। এই পরীক্ষার F₂ জনুতে যে কয়টি হলুদ ও গোলাকার বীজযুক্ত মটর গাছ উৎপন্ন হয় তাদের জিনোটাইপগুলি লেখো।
৩.১০ একজন মহিলা কখন হিমোফিলিয়ায় আক্রান্ত হবে এবং কখন হিমোফিলিয়ার বাহক হবে?
৩.১১ ইওহিপ্পাস থেকে ইকুয়াস উৎপত্তির তিনটি বিবর্তনসূচক বৈশিষ্ট্য উল্লেখ করো উক্ত বিষয়গুলির উপর: (ক) আবির্ভাবকাল,(খ) পায়ের বৈশিষ্ট্য, (গ) দাঁতের গঠন।
৩.১২ অভিযোজনকে বেঁচে থাকার কৌশল বলে কেন?
৩.১৩ প্রদত্ত ক্ষেত্রে কোন্ কোন্ প্রকারের জীবন সংগ্রাম লক্ষ করা যায় লেখো: (ক) সুন্দরবনে হরিণের জন্য বাঘ ও কুমিরের লড়াই।(খ) মাছের জন্য পুকুরের ধারে অবস্থিত গাছে বসবাসকারী মাছরাঙা ও বকের সংগ্রাম। (গ) পুকুরের বুইমাছেদের মধ্যে সংগ্রাম। (ঘ) আমাজন রেন ফরেস্টে দাবানলের সঙ্গে বনের জীবদের লড়াই।
৩.১৪ ভারতে অবস্থিত চারটি বায়োডাইভারসিটি হটস্পটের নাম লেখো।
৩.১৫ শিল্প কারখানা ও কৃষিক্ষেত্রের সঙ্গে জলদূষণের সম্পর্ক স্থাপন করো।
৩.১৬ স্থানীয় জীববৈচিত্র্য সংরক্ষণে পিপলস্ বায়োডাইভারসিটি রেজিস্টার (PBR)-এর যে-কোনো দুটি ভূমিকা আলোচনা করো।
বিভাগ-'ঘ'
৪। নীচের ৬টি প্রশ্ন বা তার বিকল্প প্রশ্নের উত্তর লেখো:
৪.১ মাইটোসিস কোশ বিভাজনের অন্তর্গত উদ্ভিদকোশের সাইটোকাইনেসিস প্রক্রিয়ার চিত্র অঙ্কন করে উল্লিখিত অংশগুলি চিহ্নিত করো- (ক) অপত্য নিউক্লিয়াস, (খ) কোশপাত, (গ) ফ্র্যাগমোজোম, (ঘ) অপত্য কোশ।
অথবা, মানবদেহে একটি আদর্শ নিউরোনের বিজ্ঞানসম্মত রেখাচিত্র আঁকো এবং প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো: (ক) অ্যাক্সন, (খ) অ্যাক্সোলেমা, (গ) র্যানভিয়ারের পর্ব, (ঘ) প্রান্তনুরুল।
৪.২ কোনো গাছের মূলের কোশে ক্রোমোজোম সংখ্যা 14, তার পরাগরেণু মাতৃকোশ, পরাগরেণু, ডিম্বাণু, ভ্রুণাণু ও সস্য নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা কত হবে?
কোশচক্রের G, দশা বলতেকী বোঝায়?
অথবা, বয়ঃসন্ধি দশায় প্রদত্ত ক্ষেত্রগুলিতে কী কী পরিবর্তন লক্ষ করা যায় তা তালিকা করে লেখো: (ক) জনন অঙ্গ, (খ) গৌণ যৌন লক্ষণ,(গ) মানসিক বৈশিষ্ট্য।
মাইক্রোপ্রোপাগেশন পদ্ধতিতে ব্যবহৃত এক্সপ্ল্যান্ট কাকে বলে?
৪.৩. দুটি সংকর কালো (Bb) গিনিপিগের মধ্যে সংকরায়ণ ঘটালে F₁ জনুতে উৎপন্ন অপত্য গিনিপিগগুলির ফিনোটাইপ ও জিনোটাইপের অনুপাত কী হবে?
মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি 'XX-XY' বলতে কী বোঝো?
অথবা,থ্যালাসেমিয়ায় আক্রান্ত কোনো শিশুর দেহে কী কী লক্ষণ প্রকাশিত হয়? বর্ণান্ধতা কন্যাসন্তান অপেক্ষা পুত্রসন্তানে বেশি দেখা যায় কেন?
৪.৪ মটরশুঁটির ও ঝুমকোলতার আকর্ষকে সমবৃত্তীয় অঙ্গ বলার কারণ হিসেবে গঠনের তফাৎ ও কাজের সমতা বুঝিয়ে দাও।
ল্যামার্কের মতবাদের সপক্ষে তিনটি উদাহরণ দাও।
অথবা, মিলার ও উরে-এর পরীক্ষায় প্রাপ্ত যে-কোনো চারটি অ্যামাইনো অ্যাসিডের নাম লেখো।
(ক) বাষ্পমোচন হ্রাস, (খ) জলশোষণ ও জলধারণ ক্ষমতা বৃদ্ধি, (গ) বিপাকীয় পরিবর্তন – উক্ত বৈশিষ্ট্যগুলি লাভের জন্য
ক্যাকটাসের শারীরবৃত্তীয় অভিযোজনগুলি উল্লেখ করো।
৪.৫ মিষ্টি জলের উৎসগুলি কী কী ভাবে দুষিত হয়? তোমার অভিজ্ঞতার ভিত্তিতে মতামত জানাও। 'মানুষের ক্রিয়াকলাপের ফলে নাইট্রোজেন চক্র ব্যাহত হচ্ছে'-দুটি ঘটনা উল্লেখ করে যথার্থতা প্রমাণ করো।
অথবা, উল্লিখিত বিষয়গুলি পরিবেশ তথা জীবদেহে কীরূপ প্রভাব সৃষ্টি করে সেগুলি আলোচনা করো: (ক) SO₂, (খ) কার্বন কণা, (গ) বেঞ্চোপাইরিন, (ঘ) অর্গানোক্লোরিন জাতীয় কীটনাশক, (৩) 100 ডেসিবেলের অধিক মাত্রার শব্দ।
৪.৬ জন্মহার ও মৃত্যুহারের মধ্যে দুটি পার্থক্য লেখো। পপুলেশন বৃদ্ধির শর্তগুলি উল্লেখ করো।
অথবা, ব্যাঘ্র সংরক্ষণের উপায়গুলি সংক্ষেপে আলোচনা করো।
প্রদত্ত ঘটনাগুলির কারণ কী কী হতে পারে তা অনুমান করে লেখো: (ক) ডুয়ার্সের অরণ্যের মধ্য দিয়ে অধিক রেলপথ সম্প্রসারণ, (খ) মাটির উর্বরাশক্তি হ্রাস।