Ads Area


মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন (পার্ট–৯) ২০২৫ || Madhyamik Life Science Suggestion (Part-9)

মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন (পার্ট–৯) ২০২৫

প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী,

আজ আমরা এই পোষ্টের মাধ্যমে শেয়ার করতে চলেছি মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন। যেসব ছাত্র-ছাত্রী ২০২৫ সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য এই সাজেশনটি খুবই গুরুত্বপূর্ণ। চলো আর দেরি না করে নিচের সাজেশন গুলি দেখে নেয়া যায়।


মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন (পার্ট–৯) ২০২৫ || Madhyamik Life Science Suggestion (Part-9)


মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন (পার্ট–৯) ২০২৫ || Madhyamik Life Science Suggestion (Part-9)


বিভাগ-ক


১। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাকাটি সম্পূর্ণ করে লেখো:

১.১ বনচাঁড়াল উদ্ভিদের মধ্যবর্তী বৃহৎ পত্রটি নিশ্চল। এর পাশের দুটি পত্রক ওঠানামা করতে পারে, কারণ- (ক) অতিরিশ্ব বাষ্পমোচনজনিত চাপ,

 (খ) মূলজ চাপ, 

(গ) পত্রকিনারার দ্বারা জলের অভিস্রবণ, 

(ঘ) পত্রমূলের রসস্ফীতিজনিত চাপের তারতম্য।

১.২ প্রদত্ত বক্তব্যগুলি পড়ো এই হরমোনের প্রভাবে মাসিক রজঃচক্র ঘটে, এর প্রভাবে গর্ভকালে জরায়ুর বৃদ্ধি, ভূদের বৃদ্ধি, অমরা ও স্তনগ্রন্থির বৃদ্ধি ঘটে, এই হরমোনের প্রভাবে রজঃচক্র বন্ধ থাকে। প্রদত্ত কাজগুলি কোন্ হরমোনের সঙ্গে সম্পর্কিত?- 

(ক) ইস্ট্রোজেন,

 (খ) প্রোজেস্টেরন, 

(গ) LH, 

(ঘ) FSH।

১.৩ মানুষের মুখ্য বৃদ্ধিকাল হল – 

(ক) 0-3 বছর,

 (খ) 2-3 বছর, 

(গ) 3-11 বছর, 

(ঘ) 12-20 বছর। 

১.৪ একটি পক্ষীপরাগী ফুল হল –

(ক) ধান, 

(খ) সূর্যমুখী, 

(গ) শিমুল, 

(ঘ) আম।

 ১.৫ সঠিক জোড়টি নির্ণয় করো- 

(ক) ফার্ন রেণু উৎপাদন,

 (খ) স্পাইরোগাইরা পুনরুৎপাদন, 

(গ) প্লাসমোডিয়াম- কোরকোদ্‌দম,

 (ঘ) কচুরিপানা কাণ্ডজ মূল।

১.৬ দুটি সংকর কালো গিনিপিগের মধ্যে সংকরায়ণ ঘটালে প্রথম অপত্য জনুতে (F₁) কত শতাংশ সংকর কালো গিনিপিগ হবে?-

(ক) 25%, 

(খ) 50%, 

(গ) 75%, 

(ঘ) 100%1

১.৭ বংশগতির গঠনগত ও কার্যগত একক হল–

(ক) ক্রোমোজোম, 

(খ) জিন, 

(গ) DNA,

(ঘ) RNA 

১.৮ বর্ণান্ধতা সংক্রান্ত প্রদত্ত কোন্ বক্তব্যটি সঠিক নয় তা স্থির করো- 

(ক) এই রোগ -ক্রোমোজোম দ্বারা বাহিত হয়, 

(খ) এই রোগ পিতা ও মাতা থেকে কন্যায় বাহিত হয়, (গ) এই রোগের জিন হেটারোজাইগাস অবস্থায় রোগের প্রকাশ ঘটাতে সক্ষম,

(ঘ) পুরুষরা এই রোগের বাহক না হলেও মহিলারা এই রোগের বাহক হয়। 

১.৯ সমবৃত্তীয় অঙ্গগুলি সমর্থন করে – 

(ক) অভিসারী বিবর্তন, 

(খ) অপসারী বিবর্তন,

 (গ) স্থায়ী বিবর্তন,

 (ঘ) আংশিক বিবর্তন। 

১.১০ উটের অতিরিক্ত জলক্ষয় সহনের ক্ষমতার কারণটি হল –

(ক) এদের লোহিত রক্তকণিকা লম্বাটে, 

(খ) এদের মলমূত্রে জলের পরিমাণ খুব কম থাকে, 

(গ) এদের দেহে প্রচুর ঘর্মগ্রন্থি থাকে,

(ঘ) এদের কুঁজে জল সঞ্চিত থাকে। পর্যদ নমুনা প্রশ্ন

১.১১ মিলার ও উরে তাঁদের পরীক্ষায় কোটি ব্যবহার করেননি? -

(ক) অ্যামোনিয়া,

 (খ) অক্সিজেন, 

(গ) হাইড্রোজেন, 

(ঘ) মিথেন।

১.১২ ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক হল-

(ক) কানহা, 

(খ) সুন্দরবন, 

(গ) জিম করবেট ন্যাশনাল পার্ক,

 (ঘ) চিলাপাতা।

 ১.১৩ ওজোন ছিদ্র সৃষ্টিকারী দূষক পদার্থ হল –

(ক) CO, 

(খ) PAN,

 (গ) CFC, 

(ঘ) বেঞ্চোপাইরিন।

 ১.১৪ শিল্পাঞ্চলে হাঁপানি রোগীর সংখ্যা বৃদ্ধির কারণ- (ক) SPM, 

(খ) অম্লবৃষ্টি,

(গ) CO₂-এর ঘনত্ব বৃদ্ধি,

(ঘ) বায়ুর উন্নতা বৃদ্ধি।


বিভাগ-'খ'


২। নীচের ২৬টি প্রশ্ন থেকে ২১টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো:

নীচের বাক্যগুলোর শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও : (যে-কোনো পাঁচটি)

২.১____ হরমোন প্রয়োগ করলে কচি আম ঝরে পড়ে না।

২.২ উন্নত গুণের অধিকারী উদ্ভিদের যে শাখাটিকে গ্রাফটিং-এর জন্য নির্বাচিত করা হয় সেটি হল____।

২.৩ একজোড়া____ জিন কানের মুক্ত লতি সৃষ্টি করে।

২.৪ রোমন্থক ঘোড়া আবির্ভূত হয়______ যুগে।

২.৫ নাইট্রোব্যাকটর নাইট্রাইটকে______ -এ রূপান্তরিত করে।

২.৬ স্নায়ুতন্ত্রের ধারক কোশ হিসেবে কাজ করে______।

নীচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো: (যে-কোনো পাঁচটি)

২.৭ স্কন্ধ সন্ধি হল একপ্রকার কবজা সন্ধি।

২.৮ বিকাশ বৃদ্ধি নিরপেক্ষ নয়।

২.৯ থ্যালাসেমিয়া রোগে ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন তৈরি হয়।

২.১০ প্রাকৃতিক নির্বাচন পদ্ধতি হল ডারউইনের বিবর্তন তত্ত্বের মূল প্রতিপাদ্য।

২.১১ SO₂ ও NH₃ হল দুটি গ্রিন হাউস গ্যাস।

২.১২ জলদূষণের কারণে COPD হয়।

 একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও (যে-কোনো ছয়টি)

২.১৯ বিসদৃশ শব্দটি বেছে লেখো: এপিন্যাস্টি, থার্মোন্যাস্টি, ফোটোন্যাস্টি, সিসমোন্যাস্টি।

২.২০ মায়েলিন আবরণীর একটি কাজ লেখো।

২.২১ নীচে সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও : নির্ণীত নিউক্লিয়াস: 2n ::__: 3n ।

২.২২ কনিডিয়ার মাধ্যমে অযৌন জনন সম্পন্ন করে এমন একটি জীবের উদাহরণ দাও।

২.২৩ মেন্ডেলের একসংকর জননের পরীক্ষায় প্রাপ্ত দ্বিতীয় অপত্য জনুর জিনোটাইপিক অনুপাতটি লেখো।

২.২৪ উদ্ভিদের একটি লুপ্তপ্রায় অঙ্গের উদাহরণ দাও।

২.২৫ নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো: 

অ্যাজমা, ফুসফুসের রোগ, ব্রংকাইটিস, লাং ক্যানসার।

২.২৬ IUCN-এর পুরো কথাটি লেখো।


বিভাগ-'গ'

৩। নীচের ১৭টি প্রশ্ন থেকে যে-কোনো ১২টি প্রশ্নের উত্তর দুই-তিনটি বাক্যে লেখো:

৩.১ প্রদত্ত শর্তগুলি উদ্ভিদের ট্রপিক চলনকে কীভাবে প্রভাবিত করে লেখো: (ক) কান্ডের অগ্রভাগে অধিক ঘনত্বে অক্সিন সঞ্চিত হয়। (খ) মূলের কোশে স্বল্প পরিমাণে অক্সিন সঞ্চিত থাকে।

৩.২ প্রদত্ত ক্রিয়াগুলির মধ্যে কোনগুলি সহজাত বা কোনগুলি অর্জিত প্রতিবর্ত ক্রিয়া তা তালিকাভুক্ত করো- (ক) উজ্জ্বল আলোতে চোখ বন্ধ হওয়া (খ) শিশুর কথা বলতে শেখা (গ) খাবারের গন্ধে লালাক্ষরণ (ঘ) সাঁতার কাটা। 

৩.৩ প্রদত্ত হরমোনগুলির কম ক্ষরণজনিত রোগগুলির নাম উল্লেখ করো: (ক) থাইরক্সিন (খ) ADH (গ) ইনসুলিন (ঘ) STH।

৩.৪ 'অ্যাবডাকটর ও অ্যাডাকটর পেশি কার্যগতভাবে পরস্পর বিপরীতধর্মী'- উপযুক্ত উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো।

৩.৫ মেটাফেজ প্লেট কী? এর গুরুত্ব লেখো।

৩.৬ মাইক্রোপ্রোপাগেশন কাকে বলে?

৩.৭ প্রদত্ত বৈশিষ্ট্যগুলি মানব বিকাশের কোন্ পর্যায়ের অন্তর্গত তা লেখো: (ক) পুরুষদের গলার স্বর মোটা হওয়া। (খ) দেহকোশের অটোলাইসিস (গ) জননগত পরিপূর্ণতা লাভ (ঘ) অনুকরণ করা।

৩.৮ প্রদত্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে ফিনোটাইপ ও জিনোটাইপের পার্থক্য লেখো- (ক) প্রকৃতি, (খ) নির্ণয় পদ্ধতি।

৩.৯ মেন্ডেল কীভাবে মটর গাছে ইতর পরাগযোেগ (রেসিপ্রোক্যাল ক্রস) ঘটিয়েছিলেন ব্যাখ্যা করো।

৩.১০ অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে? উদাহরণ দাও।

৩.১১ বিজ্ঞানী হেকেলের বায়োজেনেটিক সূত্রটি লেখো।

৩.১২ প্রদত্ত অভিযোজনগুলির সপক্ষে একটি করে উপযুক্ত উদাহরণ দাও: (ক) শারীরবৃত্তীয় অভিযোজন (খ) অঙ্গসংস্থানগত অভিযোজন।

৩.১৩ জীবাশ্মের সংজ্ঞা ও উদাহরণ দাও।

৩.১৪ লেগ হিমোগ্লোবিন বলতে কী বোঝো?

৩.১৫ ইউট্রোফিকেশন কীভাবে জলজ বাস্তুতন্ত্রের বিনাশ ঘটায় ব্যাখ্যা করো।

৩.১৬ বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় জীববৈচিত্র্যের গুরুত্ব লেখো।

৩.১৭ মানুষের ফুসফুসের ক্যানসারের কারণ লেখো।


বিভাগ-ঘ'


৪। নীচের ৬টি প্রশ্ন বা তার বিকল্প প্রশ্নের উত্তর লেখো:

৪.১ মানবদেহের একটি আদর্শ স্নায়ুকোশের চিত্র অঙ্কন করে উল্লিখিত অংশগুলি চিহ্নিত করো। (ক) কোশদেহ, (খ) প্রান্তবুরুশ,(গ) ডেনড্রাইট, (ঘ) র‍্যানভিয়ারের পর্ব।

অথবা, একটি আদর্শ ইউক্যারিওটিক ক্রোমোজোমের অঙ্গসংস্থানের চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো- (ক) ক্রোমাটিড,(খ) সেন্ট্রোমিয়ার, (গ) টেলোমিয়ার, (ঘ) NORI

৪.২ কোশচক্রের দশাগুলির সংক্ষেপে কাজগুলি লেখো। উদাহরণসহ বায়ুপরাগী ফুলের বৈশিষ্ট্য লেখো।

অথবা, হাইড্রার অযৌন জনন পদ্ধতিতে বংশবিস্তারের প্রক্রিয়াটি সংক্ষেপে লেখো। কায়াজমা কী?

৪.৩ অনেক পরিবারে কন্যাসন্তান জন্মের জন্য মাতাকে দায়ী করা হয়। এই ধারণাটি যথার্থ নয় তা ক্রসের সাহায্যে দেখাও।

হোমোজাইগোট ও হেটারোজাইগোট বলতে কী বোঝো?

অথবা, থ্যালাসেমিয়া বাহক কন্যা স্বাভাবিক পুরুষকে বিবাহ করতে পারে কিনা যুক্তিসহ লেখো। বর্ণান্ধতার লক্ষণগুলি লেখো।

৪.৪ তুলনামূলক ভূণতত্ত্বগত প্রমাণটি যে বিবর্তনে সহায়তা করে তা সম্পর্কে সংক্ষেপে লেখো। প্রকরণ বলতে কী বোঝায়?

অথবা, পায়রার খেচর অভিযোজনে বায়ুথলির ভূমিকা লেখো।

মাছের হৃৎপিণ্ডকে ভেনাস হৃৎপিণ্ড বলে কেন?

৪.৫ প্রদত্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে নাইট্রিফিকেশন ও ডিনাইট্রিফিকেশনের পার্থক্য লেখো- (ক) প্রকৃতি, (খ) রাসায়নিক বিক্রিয়া,(গ) অংশগ্রহণকারী অণুজীব।

SPM বলতে কী বোঝো?

অথবা, কলকারখানা ও শিল্প বিস্তারের ফলে পরিবেশ দূষিত হলে মানব স্বাস্থ্যের উপর কীরূপ প্রভাব পড়ে তা কয়েকটি উদাহরণ দিয়ে আলোচনা করো। কোনো জীবকে তার প্রাকৃতিক পরিবেশে কোনোভাবেই পৃথিবীতে তার অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব?

৪.৬ জীববৈচিত্র্য সংরক্ষণে IUCN Red list-এর গুরুত্ব ব্যাখ্যা করো।

পশ্চিমঘাট, শ্রীলঙ্কা, পূর্ব হিমালয় এবং ইন্দোবার্মা হটস্পটে পাওয়া যায় এমন জীববৈচিত্র্যের উদাহরণ দাও।

অথবা, বিশ্ব উন্নায়নের কারণ ও পরিবেশের ওপর এর প্রভাব আলোচনা করো।

প্রদত্ত বৈশিষ্ট্যগুলি কীভাবে পপুলেশন নিয়ন্ত্রণ করে তা বর্ণনা করো- (ক) জন্মহার (খ) মৃত্যুহার।


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area