Ads Area


মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন (পার্ট–২) ২০২৫ || Madhyamik Life Science Suggestion (Part-2) 2025

মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন (পার্ট–১) ২০২৫

প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী,

আজ আমরা এই পোষ্টের মাধ্যমে শেয়ার করতে চলেছি মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন। যেসব ছাত্র-ছাত্রী ২০২৫ সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য এই সাজেশনটি খুবই গুরুত্বপূর্ণ। চলো আর দেরি না করে নিচের সাজেশন গুলি দেখে নেয়া যায়।


মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন (পার্ট–২) ২০২৫ || Madhyamik Life Science Suggestion (Part-2) 2025


মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন (পার্ট–২) ২০২৫ || Madhyamik Life Science Suggestion (Part-2) 2025


বিভাগ-'ক'


১। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো:

১.১ ফার্ন গাছের শুক্রাণুর ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হওয়া একপ্রকার –

(ক) ফোটোট্রপিক চলন,

(খ) কেমোন্যাস্টিক চলন, 

(গ) কেমোট্যাকটিক চলন,

(ঘ) থার্মোট্যাকটিক চলন।

১.২ প্রদত্ত ভুল বাক্যটি নির্বাচন করো- 

(ক) ADH ও অক্সিটোসিন পশ্চাদ পিটুইটারিতে জমা হয়, 

(খ) ইস্ট্রোজেন ডিম্বাশয়ের করপাস লিউটিয়াম থেকে ক্ষরিত হয়,

 (গ) ইনসুলিন রক্তে গ্লুকোজের পরিমাণ হ্রাস করে, 

(ঘ) হাইপোথ্যালামাস অগ্র পিটুইটারির ক্ষরণ নিয়ন্ত্রণ করে।

১.৩ মাইটোসিস কোশ বিভাজনের ক্যারিওকাইনেসিসে নিম্নলিখিত ঘটনা দুটি কোন্ কোন্ দশায় ঘটে তা নীচের উত্তরগুলি থেকে নির্বাচন করো: A. অপত্য ক্রোমোজোম দুটি পরস্পরের থেকে তাদের নিজস্ব মেরুর দিকে সরতে থাকে। B. নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাস অবলুপ্ত হয়।- (ক) A- প্রোফেজ, B অ্যানাফেজ,

 (খ) A- অ্যানাফেজ, B প্রোফেজ,

 (গ) A টেলোফেজ, B মেটাফেজ,

 (ঘ) A মেটাফেজ, ৪ টেলোফেজ।

১.৪ একই উদ্ভিদের (সহবাসী) দুটি ভিন্ন ফুলের মধ্যে যখন পরাগযোগ ঘটে তখন তাকে বলে-

 (ক) অটোগ্যামি,

 (খ) ক্লিস্টোগ্যামি,

 (গ) গেইটোনোগ্যামি,

 (ঘ) অ্যালোগ্যামি।

১.৫ অনিষিক্ত ডিম্বাণু থেকে সরাসরি অপত্য জীব সৃষ্টির পদ্ধতিকে বলে –

(ক) পিডোজেনেসিস,

 (খ) পার্থেনোজেনেসিস,

 (গ) পার্থেনোেকাপি, 

(ঘ) উজেনেসিস।

 ১.৬ একটি বিশুদ্ধ হলুদ বীজযুক্ত মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ সবুজ বীজযুক্ত মটর গাছের সংকরায়ণ ঘটানো হল। প্রথম অপত্য জনুতে উৎপন্ন মটর গাছের স্বপরাগযোগ ঘটানো হলে দ্বিতীয় অপত্য জনুতে-

 (ক) অর্ধেক মটর গাছ হলুদ বীজযুক্ত আর অর্ধেক মটর গাছ সবুজ বীজযুক্ত হবে, 

(খ) সব মটর গাছ সবুজ বীজযুক্ত হবে, 

(গ) ¾ ভাগ মটর গাছ হলুদ বীজযুক্ত আর ¼ ভাগ মটর গাছ সবুজ বীজযুক্ত হবে।

 (ঘ) সব মটর গাছ হলুদ বীজযুক্ত হবে। 

১.৭ প্রদত্ত ক্রসগুলির মধ্যে কোল্টিন্ট টেস্ট ক্রস? –

(ক) TTx TT, 

(খ) TTx Tt, 

(গ) Ttxtt,

 (ঘ) tt x tt ।

১.৮ থ্যালাসেমিয়া রোগের ক্ষেত্রে কোন্ বক্তব্যটি সঠিক নয় তা নির্বাচন করো- 

(ক) এটি অটোজোমাল প্রচ্ছন্ন জিনঘটিত রোগ, 

(খ) RBC গুলি অল্পসময়ে বিনষ্ট হয়,

 (গ) রোগের জিনগুলি X-ক্রোমোজোমের মাধ্যমে সঞ্চারিত হয়, 

(ঘ) জেনেটিক কাউন্সেলিং-এর মাধ্যমে এটির প্রকাশ কমানো সম্ভব।

১.৯ সরীসৃপ ও স্তন্যপায়ী প্রাণীর মধ্যে সংযোগরক্ষাকারী প্রাণীটি হল –

(ক) পেরিপেটাস,

(খ) প্লাটিপাস,

(গ) লাংফিশ, 

(ঘ) আর্কিওপটেরিক্স।

১.১০ উটের মুত্রের মাধ্যমে রেচিত হয়-

 (ক) অ্যামোনিয়া,

 (খ) ইউরিয়া, 

(গ) ইউরিক অ্যাসিড, 

(ঘ) অ্যামাইনো অ্যাসিড। 

১.১১ কুমড়োর আকর্ষ, ঝুমকোলতার আকর্ষ এবং মটরের আকর্ষ হল -

(ক) সমসংস্থ অঙ্গ,

 (খ) নিষ্ক্রিয় অঙ্গ, 

(গ) সমবৃত্তীয় অঙ্গ, 

(ঘ) কোনোটিই নয়। 

১.১২ মিনামাটা রোগ সৃষ্টিকারী ধাতুটি হল-

 (ক) সিসা,

 (খ) পারদ, 

(গ) দস্তা,

 (ঘ) ক্যাডমিয়াম।

১.১৩ ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভটি হল –

 (ক) নন্দাদেবী,

 (খ) নীলগিরি, 

(গ) নকরেক,

 (ঘ) আন্নামালাই।

১.১৪ অ্যাসিড বৃষ্টির ফলে যে সমস্যা সৃষ্টি হয় তা হল –

(ক) অ্যালগাল ব্লুম,

 (খ) মাটির উর্বরতা হ্রাস, 

(গ) বধিরতা, 

(ঘ) হৃৎপিণ্ডের সমস্যা।

বিভাগ-'খ'

২। নীচের ২৬টি প্রশ্ন থেকে ২১টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো:

নীচের বাক্যগুলোর শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও (যে-কোনো পাঁচটি)

২.১ কর্ষণ দ্রবণে জনিতৃ উদ্ভিদের কোশ বা কলার বৃদ্ধি ঘটানোর জন্য_______ ও সাইটোকাইনিন হরমোন ব্যবহার করা হয়।

২.২ DNA ও RNA উভয়েই দেখা যায় এমন পিরিমিডিন বেস হল_________।

২.৩ হেটারোজাইগাস জীবে ___________বৈশিষ্ট্যটি সর্বদা অপ্রকাশিত থাকে।

২.৪ পায়রার চোখে ______-এর উপস্থিতির জন্য দৃষ্টিশক্তি অত্যন্ত প্রখর হয়।

২.৫ বাতাসে ভাসমান ধোঁয়া, ধূলিকণা যার আকার 10µm থেকে কম হয় তাকে_______ বলে।

২.৬ প্রোটিন থেকে অ্যামোনিয়া তৈরি হওয়াকে_____ বলে।

 নীচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো: (যে-কোনো পাঁচটি)

২.৭ ডায়াবেটিস ইনসিপিডাস-এর কারণ হল ADH-এর অধিক ক্ষরণ।

২.৮ উদ্ভিদকোশের বিভাজনের সময় অ্যাস্ট্রাল রশ্মি থেকে বেমতত্ত্ব বা স্পিন্ডিল ফাইবার গঠিত হয়।

২.৯ রক্ততঞ্চনকারী ফ্যাক্টর IX-এর অভাবে হিমোফিলিয়া-B হয়।

২.১০ জিনের হঠাৎ স্থায়ী ও বৃহৎ পরিবর্তনকে প্রকরণ বলে।

২.১১ COPD একটি রোগ যা শ্বাসতন্ত্রের সঙ্গে সম্পর্কিত।

২.১২ জলপরাগী ফুল বর্ণহীন ও গন্ধহীন হলেও উজ্জ্বল হয়।

একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও : (যে-কোনো ছয়টি)

২.১৯ বিসদৃশ শব্দটি বেছে লেখো: পনস্, সেরিবেলাম, মেডালা অবলংগাটা, হাইপোথ্যালামাস। 

২.২০ 'টিউলিপ ফুলের পাপড়ির অধিক তাপে খোলা' - কী প্রকৃতির চলন?

২.২১ নীচে সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও: পোরোগ্যামি : ডিম্বকরন্দ্র :: মেসোেগ্যামি :_________।

২.২২ মাইটোসিস কোশ বিভাজনের ক্যারিওকাইনেসিসের সবচেয়ে স্বল্পস্থায়ী দশা কোন্টি?

২.২৩ মেন্ডেল একসংকর জনন থেকে কোন্ সূত্রটি উপস্থাপন করেন?

২.২৪ 'হট ডাইলুট সুপ' কথাটি প্রথম কে বলেন?

২.২৫ নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো: অভয়ারণ্য, ইন-সিটু সংরক্ষণ, জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ।

২.২৬ নাইট্রোজেন সংবন্ধনকারী একটি স্বাধীনজীবী সায়ানোব্যাকটেরিয়ার নাম লেখো।


বিভাগ-'গ'


৩। নীচের ১৭টি প্রশ্ন থেকে যে-কোনো ১২টি প্রশ্নের উত্তর দুই-তিনটি বাক্যে লেখো:

৩.১ পাখির উড্ডয়নে উড্ডয়ন পেশির ভূমিকা লেখো।

৩.২ উদ্ভিদের বৃদ্ধি ও অপরিণত ফলের মোচন রোধে সংশ্লেষিত কৃত্রিম হরমোনের ভূমিকা লেখো।

৩.৩ প্রদত্ত বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে বহিঃক্ষরা ও অন্তঃক্ষরা গ্রন্থির মধ্যে পার্থক্য নিরূপণ করো:

(ক) নালির উপস্থিতি ও অনুপস্থিতি, 

(খ) ক্ষরিত পদার্থ।

৩.৪ পথ চলতে গিয়ে তোমার পায়ে একটি কাঁটা বিধে গেলে তুমি পা তুলে নিলে___ প্রতিবর্ত পথের উপাদানগুলি পর্যায়ক্রমে ব্যাখ্যা করে।

৩.৫ জোড়কলম বা গ্রাফটিং কাকে বলে?

৩.৬ কোশ বিভাজনের পূর্বে ইন্টারফেজ দশার প্রয়োজন হয় কেন?

৩.৭ বৃদ্ধি ও বিকাশ পরস্পর নির্ভরশীল প্রক্রিয়া ব্যাখ্যা করো?

৩.৮. একজন বর্ণান্ধ রোগের বাহক মহিলা, একজন বর্ণান্ধ পুরুষকে বিবাহ করল। তাদের একটি কন্যাসন্তান হল। এই কন্যাসন্তানটর বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কতটা তা বিশ্লেষণ করে লেখো।

৩.৯ সংকরায়ণের পরীক্ষায় কীভাবে প্রকট গুণ প্রকাশিত হয় তা উদাহরণের সাহায্যে লেখো।

৩.১০ 'X-ক্রোমোজোম বা লিঙ্গ সংযোজিত রোগগুলির প্রকাশ স্ত্রী অপেক্ষা পুরুষে বেশি হয়' এটি কেন ঘটে তা ব্যাখ্যা করো।

৩.১১ 'মাছের পাখনা' ও 'তিমির ফ্লিপার' বিবর্তনগত দিক থেকে কী ধরনের অঙ্গ এবং কেন?

১৩.১২ বাষ্পমোচন হার কমানোর জন্য ক্যাকটাসের দেহের দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য আলোচনা করো।

৩.১৩ বিভিন্ন জীবে নিষ্ক্রিয় অঙ্গের উপস্থিতি কীভাবে জৈব অভিব্যক্তির সপক্ষে প্রমাণ হিসেবে কাজ করে?

৩.১৪ "জৈববিবর্ধনের ফলে সর্বোচ্চ শ্রেণির খাদকরা বেশি ক্ষতিগ্রস্ত হয়" বক্তব্যটির যথার্থতা একটি উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও।

৩.১৫ বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় জীববৈচিত্র্যের গুরুত্ব লেখো।

৩.১৬ ক্রমবর্ধমান জনসংখ্যার একটি সমস্যা হল যথেচ্ছভাবে অরণ্য নিধন এর ফলে যে যে ঘটনা ঘটতে পারে তার দুটি উল্লেখ করো।

৩.১৭ জীবজ নাইট্রোজেন সংবন্ধন বলতে কী বোঝো?

বিভাগ-'ঘ'

৪। নীচের ৬টি প্রশ্ন বা তার বিকল্প প্রশ্নের উত্তর লেখো:

৪.১ মানবদেহের একটি আদর্শ নিউরোনের বা স্নায়ুকোশের বিজ্ঞানসম্মত রেখাচিত্র আঁকো এবং রেখাচিত্রটিতে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো: (ক) প্রান্তবুরুশ, (খ) মায়েলিন আবরণী, (গ) কোশদেহ, (ঘ) নিজল্ দানা।

অথবা, একটি প্রাণীকোশের মাইটোসিস কোশ বিভাজনের ক্যারিওকাইনেসিসের দ্বিতীয় দশার একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো ও নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো- ক) বেমতত্ত্ব, খ) সেন্ট্রোমিয়ার, গ) ক্রোমাটিড, ঘ) সেন্ট্রিওল।

৪.২ চিত্রসহ সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোমের প্রকারভেদগুলি বর্ণনা করো। অ্যামাইটোসিসকে প্রত্যক্ষ কোশ বিভাজন বলা হয় কেন?

অথবা, ফার্নের জনুক্রম রেখাচিত্রের সাহায্যে বর্ণনা করো। যৌন জননে কীভাবে নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে?

৪.৩ মেন্ডেল কর্তৃক নির্বাচিত মটর গাছের দুইজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য লেখো।

একটি সংকর দীর্ঘ (Tt) এবং বিশুদ্ধ খর্ব (tt) মটর গাছের পরাগমিলনে যে বীজ পাওয়া যায় তার থেকে উৎপন্ন মটর গাছগুলির জিনোটাইপ ও ফিনোটাইপ কী হবে তা চেকারবোর্ডের সাহায্যে দেখাও। 

অথবা, একজন স্বাভাবিক মহিলার (হেটারোজাইগাস) সঙ্গে একজন হিমোফিলিক পুরুষের বিবাহ হলে সন্তানদের ক্ষেত্রে যে ফল প্রকাশ পাবে তা চেকারবোর্ড বা ছকের সাহায্যে দেখাও।

৪.৪ অপসারী বিবর্তন কাকে বলে? উপযুক্ত উদাহরণসহ ব্যাখ্যা করো। ভূণ অবস্থায় মেরুদণ্ডী প্রাণীদের কী কী মিল খুঁজে পাওয়া যায় তা লেখো।

অথবা, আচরণ জীবের পক্ষে গুরুত্বপূর্ণ কেন? মরুভূমির পরিবেশে মানিয়ে নিয়ে বেঁচে থাকার জন্য উটের দেহের তিনটি পরিবর্তন সম্পর্কে লেখো।

৪.৫ সুন্দাল্যান্ড হটস্পট সম্পর্কিত প্রদত্ত তথ্যগুলির উল্লেখ করো: (ক) অবস্থান, (খ) গুরুত্বপূর্ণ উদ্ভিদ ও প্রাণী প্রজাতির নাম।

ভারতে বাঘের বিপন্নতার কারণ ব্যাখ্যা করো।

অথবা, সুন্দরবনের পরিবেশগত উল্লিখিত সমস্যাগুলির কারণে কী হতে পারে তা লেখো- (ক) মিষ্টি জলের সংকট, (খ) লবণাম্বু উদ্ভিদের সংখ্যা কম, (গ) বাঘেদের বারবার লোকালয়ে আসা। মানুষের ফুসফুসের ক্যানসারের দুটি উপসর্গ লেখো।

৪.৬ শব্দদূষণ রোধে তোমার ভূমিকা কী হওয়া উচিত? বর্তমানে প্লাস্টিক বর্জ্য নিয়ে বিশ্বব্যাপী নানা আন্দোলন ও নানা কর্মসূচি চলছে। তোমার মতে প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব কী কী হতে পারে?

অথবা, 'বিলাসবহুল ও আরামদায়ক জীবনযাত্রা বায়ুদূষণের একটি অন্যতম প্রধান কারণ'- যুক্তিসহ উক্তিটি সমর্থন করো। অ্যালগাল বুমের ক্ষতিকর প্রভাব লেখো।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area