Ads Area


মাধ্যমিক ইতিহাস সাজেশন (পার্ট–৩) ২০২৫ ||Madhyamik history Suggestion (Part –3)

 মাধ্যমিক ইতিহাস সাজেশন (পার্ট–৩) ২০২৫

প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী,

আজ আমরা এই পোষ্টের মাধ্যমে শেয়ার করতে চলেছি মাধ্যমিক ইতিহাস সাজেশন। যেসব ছাত্র-ছাত্রী ২০২৫ সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য এই সাজেশনটি খুবই গুরুত্বপূর্ণ। চলো আর দেরি না করে নিচের সাজেশন গুলি দেখে নেয়া যায়।


মাধ্যমিক ইতিহাস সাজেশন (পার্ট–৩) ২০২৫ ||Madhyamik history Suggestion (Part –3)


মাধ্যমিক ইতিহাস সাজেশন (পার্ট–৩) ২০২৫ ||Madhyamik history Suggestion (Part –3)


বিভাগ-ক


১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:

১.১ কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাস অন্তর্গত হবে- (ক) ফোটোগ্রাফির ইতিহাসে, 

(খ) খেলাধুলার ইতিহাসে, 

(গ) বিজ্ঞান-প্রযুক্তির ইতিহাসে,

(ঘ) পরিবেশের ইতিহাসে। 

১.২ 'নবান্ন' নাটকের রচয়িতা হলেন–

(ক) বিজন ভট্টাচার্য, 

(খ) উৎপল দত্ত,

(গ) জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, 

(ঘ) ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।

১.৩ 'নীলদর্পণ' নাটকের ইংরেজি অনুবাদ করেন

(ক) মাইকেল মধুসূদন দত্ত,

(খ) দীনবন্ধু মিত্র,  

(গ) জেমস লঙ, 

(ঘ) জেমস মিল।

১.৪ ওরিয়েন্টাল সেমিনারি স্থাপন করেন- 

(ক) গৌরমোহন আঢ্য,

(খ) প্যারীমোহন বান্দ্যাপাধ্যায়,

(গ) অক্ষয়কুমার দত্ত, 

(ঘ) কৈলাসচন্দ্র বসু। 

১.৫ কেশবচন্দ্র সেনকে 'ব্রহ্মানন্দ' উপাধি দেন-

 (ক) স্বামী বিবেকানন্দ, 

(খ) রাধাকান্ত দেব, 

(গ) দেবেন্দ্রনাথ ঠাকুর, 

(ঘ) শিবনাথ শাস্ত্রী। 

১.৬ তিতুমিরের প্রকৃত নাম ছিল –

(ক) চিরাগ আলি,

(খ) হায়দার আলি, 

(গ) মির নিশার আলি, 

(ঘ) তোরাপ আলি।

১.৭ 'দিকু' কথার অর্থ- 

(ক) পাওনাদার, 

(খ) আপনজন, 

(গ) বহিরাগত, 

(ঘ) শত্রু। 

১.৮ আধুনিক ভারতীয় চিত্রকলার পথিকৃৎ বলা হয়-

(ক) গগনেন্দ্রনাথ ঠাকুরকে, 

(খ) অবনীন্দ্রনাথ ঠাকুরকে, 

(গ) রবীন্দ্রনাথ ঠাকুরকে, 

(ঘ) নন্দলাল বসুকে। 

১.৯ মহাবিদ্রোহকে (১৮৫৭) 'কৃষক বিদ্রোহ' আখ্যা দিয়েছেন-

(ক) সুরেন্দ্রনাথ সেন, 

(খ) রমেশচন্দ্র মজুমদার, 

(গ) শশীভূষণ চৌধুরি, 

(ঘ) বিনায়ক দামোদর সাভারকর। 

১.১০ 'স্বদেশপ্রেমের গীতা' হিসেবে চিহ্নিত ছিল- 

(ক) আনন্দমঠ, 

(খ) গোরা, 

(গ) বর্তমান ভারত, 

(ঘ) পরিব্রাজক।

১.১১ ভারতে সর্বপ্রথম ছাপাখানা গড়ে তোলে- 

(ক) ব্রিটিশরা, 

(খ) ফরাসিরা, 

(গ) পোর্তুগিজরা, 

(ঘ) জার্মানরা।

১.১২ ভারতে 'হাফটোন' প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন-

(ক) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, 

(খ) সুকুমার রায়, 

(গ) পঞ্চানন কর্মকার, 

(ঘ) চার্লস উইলকিনস।

১.১৩ কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির প্রথম সাধারণ সম্পাদক ছিলেন-

(ক) আচার্য নরেন্দ্র দেব, 

(খ) জয়প্রকাশ নারায়ণ, 

(গ) রামমনোহর লোহিয়া, 

(ঘ) অচ্যুত পট্টবর্ধন।

১.১৪ রাজস্থান কৃষক বিদ্রোহের বীজ বপন করেছিলেন- (ক) ভূপ সিং, 

(খ) চৈত সিং, 

(গ) অমর সিং, 

(ঘ) অজয় সিং।

১.১৫ লালা লাজপত রায় প্রথম সভাপতি ছিলেন- 

(ক) সর্বভারতীয় কিষানসভার, 

(খ) মাদ্রাজ লেবার অ্যাসোসিয়েশনের, 

(গ) নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের, 

(ঘ) ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টির।

১.১৬ 'প্রতাপাদিত্য উৎসব', 'বীরাষ্টমী ব্রত' প্রভৃতির সূচনা করেন - 

(ক) সরলাদেবী চৌধুরানি, 

(খ) ননীবালা দেবী, 

(গ) বাসন্তী দেবী, 

(ঘ) লক্ষ্মী স্বামীনাথন। 

১.১৭ দলিতদের 'হরিজন' আখ্যা দিয়েছিলেন-

(ক) জ্যোতিরাও ফুলে, 

(খ) নারায়ণ গুরু, 

(গ) গান্ধিজি, 

(ঘ) ড. আম্বেদকর।

১.১৮ দীপালি সংঘ প্রতিষ্ঠিত হয় -

(ক) ১৯১৯ খ্রিস্টাব্দে, 

(খ) ১৯২০ খ্রিস্টাব্দে, 

(গ) ১৯২২ খ্রিস্টাব্দে, 

(ঘ) ১৯২৩ খ্রিস্টাব্দে। 

১.১৯ যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়- 

(ক) কাশ্মীর, 

(খ) হায়দরাবাদ, 

(গ) জুনাগড়, 

(ঘ) জয়পুর।

১.২০ স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন- 

(ক) লর্ড মাউন্টব্যাটেন, 

(খ) জওহরলাল নেহরু, 

(গ) বল্লভভাই প্যাটেল, 

(ঘ) চক্রবর্তী রাজাগোপালাচারী।


বিভাগ-খ


২। নীচের প্রশ্নগুলির উত্তর দাও : (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত ১টি করে মোট ১৬টি প্রশ্নের উত্তর দাও)

উপবিভাগ ২.১ একটি বাক্যে উত্তর দাও :

 ২.১.১ কথাকলি ভারতের কোন্ রাজ্যের নৃত্যশৈলী?  ২.১.২ বিদ্যোৎসাহিনী সভা কে স্থাপন করেন?

২.১.৩ নীল বিদ্রোহের একজন নেতার নাম লেখো। ২.১.৪ 'ভারতের বিপ্লববাদের জননী' কাকে বলা হয়? 

উপবিভাগ ২.২ ঠিক বা ভুল নির্ণয় করো :

 ২.২.১ শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। 

 ২.২.২ ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম। 

২.২.৩ ভারতে ছাপা প্রথম বাংলা বই 'এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ'।

 ২.২.৪ কলকাতায় ছাত্র আন্দোলন শুরু হয় ক্যাপটেন রশিদ আলির বিচারকে কেন্দ্র করে।

উপবিভাগ ২.৩ প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নামাঙ্কিত করো: 

২.৩.১ কৃষক বিদ্রোহের কেন্দ্র - রংপুর,

২.৩.২ মহাবিদ্রোহের (১৮৫৭) কেন্দ্র কাঁসি, 

২.৩.৩ বোলপুর,

২.৩.৪ অমৃতসর। 

উপবিভাগ ২.৪ মেয়ে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো:

২.৪.১ বিবৃতি: ১৯১১ খ্রিস্টাব্দে মোহনবাগান ক্লাবের আই এফ এ শিল্ড জয় একটি গুরুত্বপূর্ণ ঘটনা।

ব্যাখ্যা ১: শিল্ড জয়ের ফলে মোহনবাগান অনেক অর্থ লাভ করেছিল।

ব্যাখ্যা ২: এই ঘটনাটি ছিল ঔপনিবেশিক ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে ভারতীয় জাতীয়তাবাদের জয়।

ব্যাখ্যা ৩: এই ঘটনাটির ফলে বাঙালিরা ফুটবল খেলায় আগ্রহী হয়ে ওঠে।

২.৪.২ বিবৃতি : গগনেন্দ্রনাথ ঠাকুর তাঁর ব্যঙ্গচিত্রগুলিতে বাঙালি বাবুদের সমালোচনা করেছেন।

ব্যাখ্যা ১: বাঙালি বাবুরা পাশ্চাত্য সভ্যতার অনুরাগী ছিলেন।

ব্যাখ্যা ২: বাঙালি বাবুরা শিক্ষিত ছিলেন।

ব্যাখ্যা ৩: বাঙালি বাবুরা ধনী ছিলেন।

২.৪.৩ বিবৃতি: গান্ধিজি জমিদারদের বিরুদ্ধে কৃষক আন্দোলন সমর্থন করেননি।

ব্যাখ্যা ১: গান্ধিজি ছিলেন জমিদারশ্রেণির প্রতিনিধি।

ব্যাখ্যা ২: গান্ধিজি হিংসাত্মক আন্দোলনের বিরোধী ছিলেন।

ব্যাখ্যা ৩: গান্ধিজি শ্রেণিসংগ্রামের পরিবর্তে শ্রেণিসমন্বয়ে বিশ্বাসী ছিলেন।

২.৪.৪ বিবৃতি: কার্লাইল সার্কুলারের বিরুদ্ধে গঠিত হয় অ্যান্টি-সার্কুলার সোসাইটি।

ব্যাখ্যা ১: বহিষ্কৃত ছাত্রদের বিকল্প শিক্ষার ব্যবস্থা ও জাতীয় শিক্ষার প্রসার সাধনের জন্য।

ব্যাখ্যা ২: সরকারি নীতিসমূহের বিরুদ্ধে গর্জে ওঠার জন্য।

ব্যাখ্যা ৩: বহিষ্কৃত ছাত্রদের সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানেই আবদ্ধ রাখার জন্য।

৩। দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও: (যে-কোনো ১১টি)

৩.১ সামাজিক ইতিহাস কী?

৩.২ আধুনিক ইতিহাসচর্চায় খাদ্যাভ্যাসের গুরুত্ব কী?

৩.৩. 'মেকলে মিনিট' কী?

৩.৪ ক্যালকাটা স্কুল সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়েছিল?

৩.৫ ঔপনিবেশিক অরণ্য আইন কী?

৩.৬ দুদু মিঞা স্মরণীয় কেন?

৩.৭ জমিদার সভার দুটি কার্যাবলি উল্লেখ করো।

৩.৮ অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারতমাতা চিত্রের তাৎপর্য বিশ্লেষণ করো।

৩.৯ সি ভি রমন বিখ্যাত কেন?

৩.১০. বাংলার মুদ্রণের ইতিহাসে বটতলা প্রকাশনার গুরুত্ব কী?

৩.১১ বারদৌলিতে কী কী গঠনমূলক কর্মসূচি নেওয়া হয়েছিল?

৩.১২ ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল?

৩.১৩ নমঃশূদ্র নামে কারা পরিচিত?

৩.১৪ ১৯০৫ খ্রিস্টাব্দের ১৬ অক্টোবর বাংলার নারী সমাজ কেন অরন্ধন পালন করে?

৩.১৫ আজাদ কাশ্মীর বলতে কোন্ অংশকে চিহ্নিত করা হয়?

৩.১৬ দার কমিশন (১৯৪৮) কেন গঠিত হয়েছিল?


বিভাগ-ঘ


৪। সাত না আটটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত ১টি করে মোট ৬টি প্রশ্নের উত্তর দিতে হবে) 

উপবিভাগ ঘ.১

 ১.৪.১ নব্যবঙ্গ আন্দোলন ব্যর্থ হয়েছিল কেন?

৪.২ টীকা লেখো: লালন ফকির।

 উপবিভাগ ঘ.২

 ৪.৩ টীকা লেখো: মহারানির ঘোষণাপত্র।

৪.৪ হিন্দুমেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল?

উপবিভাগ ঘ.৩

৪.৫ একা আন্দোলন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।

৪.৬ ভারতে উপনিবেশবিরোধী বামপন্থী আন্দোলনের (১৯৩৯-৪৫ খ্রিস্টাব্দ) প্রকৃতি উল্লেখ করো।

উপবিভাগ ঘ.৪

৪.৭ হায়দরাবাদ রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয়েছিল?

৪.৮ টীকা লেখো: JVP কমিটি।


বিভাগ-ঙ


৫। পনেরো বা ষোলোটি বাক্যে যে-কোনো ১টি প্রশ্নের উত্তর দাও :

৫.১ স্বামী বিবেকানন্দের ধর্মসংস্কারের অভিমুখ কী ছিল? তাঁর নব্য বেদান্তের বৈশিষ্ট্যগুলি লেখো।

৫.২ ঊনবিংশ শতাব্দীর ভারতে জাতীয়তাবাদী চেতনার ইউরোপীয় প্রেক্ষিত কী ছিল?

৫.৩ বঙ্গভঙ্গবিরোধী আন্দোলনের শেষদিকে কৃষকরা স্বতঃস্ফূর্ত যোগদান করেনি কেন? ভারত ছাড়ো আন্দোলনে কৃষকরা সবসময় মহাত্মা গান্ধির দেখানো পথে চলেনি- মন্তব্যটি বিশ্লেষণ করো।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area