মাধ্যমিক ইতিহাস সাজেশন (পার্ট–৪) ২০২৫
প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী,
আজ আমরা এই পোষ্টের মাধ্যমে শেয়ার করতে চলেছি মাধ্যমিক ইতিহাস সাজেশন। যেসব ছাত্র-ছাত্রী ২০২৫ সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য এই সাজেশনটি খুবই গুরুত্বপূর্ণ। চলো আর দেরি না করে নিচের সাজেশন গুলি দেখে নেয়া যায়।
মাধ্যমিক ইতিহাস সাজেশন (পার্ট–৪) ২০২৫ ||Madhyamik history Suggestion (Part –4)
বিভাগ-ক
১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:
১.১ ভারতে ফুটবল খেলা প্রবর্তন করে-
(ক) ইংরেজরা,
(খ) ওলন্দাজরা,
(গ) ফরাসিরা,
(ঘ) পোর্তুগিজরা।
১.২ 'আন্তর্জাতিক নারীবর্ষ পালিত হয়েছিল-
(ক) ১৯৭৩ খ্রিস্টাব্দে,
(খ) ১৯৭৪ খ্রিস্টাব্দে,
(গ) ১৯৭৫ খ্রিস্টাব্দে,
(ঘ) ১৯৭৬ খ্রিস্টাব্দে।
১.৩ 'হুতোম প্যাঁচা' কার ছদ্মনাম? -
(ক) প্যারীচাঁদ মিত্রের,
(খ) কালীপ্রসন্ন সিংহের,
(গ) শিবনাথ শাস্ত্রীর,
(ঘ) কেশবচন্দ্র সেনের।
১.৪ পটলডাঙা অ্যাকাডেমির বর্তমান নাম হল–
(ক) হেয়ার স্কুল,
(খ) বেথুন স্কুল,
(গ) হিন্দু স্কুল,
(ঘ) সংস্কৃত স্কুল।
১.৫ বাংলার নবজাগরণ ছিল–
(ক) ব্যক্তিকেন্দ্রিক,
(খ) প্রতিষ্ঠানকেন্দ্রিক,
(গ) কলকাতাকেন্দ্রিক,
(ঘ) গ্রামকেন্দ্রিক।
১.৬ গোবর্ধন দিকপতি যে বিদ্রোহের একজন উল্লেখযোগ্য নেতা ছিলেন-
(ক) কোল বিদ্রোহ,
(খ) চুয়াড় বিদ্রোহ,
(গ) মুন্ডা বিদ্রোহ,
(ঘ) সাঁওতাল বিদ্রোহ।
১.৭ সন্ন্যাসী-ফকির বিদ্রোহের অন্যতম নেত্রী ছিলেন-
(ক) রানি কর্ণাবতী,
(খ) রানি শিরোমণি,
(গ) দেবী চৌধুরানী,
(ঘ) রানি দুর্গাবতী।
১.৮ মহাবিদ্রোহকে (১৮৫৭) 'কৃষক বিদ্রোহ' আখ্যা দিয়েছেন-
(ক) সুরেন্দ্রনাথ সেন,
(খ) রমেশচন্দ্র মজুমদার,
(গ) শশীভূষণ চৌধুরি,
(ঘ) বিনায়ক দামোদর সাভারকর।
১.৯ সিপাহি বিদ্রোহের কোন্ নেতার প্রকৃত নাম 'গোবিন্দ ধুন্দুপন্থ'?-
(ক) মঙ্গল পান্ডে,
(খ) নানাসাহেব,
(গ) তাঁতিয়া তোপি,
(ঘ) কুনওয়ার সিং।
১.১০. জমিদার সভা গড়ে উঠেছিল-
(ক) জমিদারদের স্বার্থরক্ষার জন্য,
(খ) ব্রিটিশ পার্লামেন্টের বিতর্ক সভায় ভারতীয়দের বক্তব্য তুলে ধরার জন্য,
(গ) শিক্ষিত সম্প্রদায়ের রাজনৈতিক দাবি পূরণের জন্য, (ঘ) ভারতের অতীত গৌরব পুনরুদ্ধারের জন্য।
১.১১ 'ক্রেসকোগ্রাফ' যন্ত্র আবিষ্কার করেন-
(ক) মেঘনাদ সাহা,
(খ) চন্দ্রশেখর ভেঙ্কটরমন,
(গ) জগদীশচন্দ্র বসু,
(ঘ) প্রফুল্লচন্দ্র রায়।
১.১২ বাংলা ভাষায় প্রথম বই ছাপা হয়-
(ক) ১৫৫৬ খ্রিস্টাব্দে,
(খ) ১৭৭৮ খ্রিস্টাব্দে,
(গ) ১৭৮৫ খ্রিস্টাব্দে,
(ঘ) ১৮০০ খ্রিস্টাব্দে।
১.১৩ ভারতে বামপন্থী আন্দোলনের জনক ছিলেন-
(ক) লালা লাজপত রায়,
(খ) সিঙ্গারাভেলু চেট্টিয়ার,
(গ) রাসবিহারী বসু,
(ঘ) মানবেন্দ্রনাথ রায়।
১.১৪ মেদিনীপুরে অসহযোগ আন্দোলনকালে কৃষকদের নেতৃত্ব দেন-
(ক) সতীশ সামন্ত,
(খ) সুশীল ধাড়া,
(গ) বীরেন্দ্রনাথ শাসমল,
(ঘ) অশ্বিনীকুমার দত্ত।
১.১৫ ভারতে প্রকাশিত প্রথম কমিউনিস্ট পত্রিকা হল– (ক) নিউ এজ,
(খ) ইনকিলাব,
(গ) ক্রান্তি,
(ঘ) দি সোশ্যালিস্ট।
১.১৬ সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম ছিল-
(ক) অনুশীলন সমিতি,
(খ) গদর দল,
(গ) ইন্ডিয়ান রিপাবলিকান আমি,
(ঘ) বেঙ্গল ভলান্টিয়ার্স।
১.১৭ ভারত স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠা করেন -
(ক) লীলা রায়,
(খ) সরলাদেবী চৌধুরানি,
(গ) উর্মিলা দেবী,
(ঘ) সুনীতি দেবী।
১.১৮ 'অ্যানিহিলেশন অফ দ্য কাস্ট' গ্রন্থটির লেখক
(ক) গান্ধিজি,
(খ) বি আর আম্বেদকর,
(গ) জওহরলাল নেহরু,
(ঘ) গুরুচাঁদ ঠাকুর ।
১.১৯ নেহরু-লিয়াকৎ চুক্তি স্বাক্ষরিত হয় -
(ক) ১৯৪৭ খ্রিস্টাব্দে,
(খ) ১৯৫০ খ্রিস্টাব্দে,
(গ) ১৯৪৯ খ্রিস্টাব্দে,
(ঘ) ১৯৫২ খ্রিস্টাব্দে।
১.২০ পুনর্গঠিত কেরল রাজ্যটি অবস্থিত ছিল-
(ক) গোদাবরী উপত্যকায়,
(খ) দক্ষিণ ওড়িশায়,
(গ) কাথিয়াবাড় উপদ্বীপে,
(ঘ) মালাবার উপকূলে।
বিভাগ-খ
২। নীচের প্রশ্নগুলির উত্তর দাও : (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত ১টি করে মোট ১৬টি প্রশ্নের উত্তর দাও) উপবিভাগ ২.১ একটি বাক্যে উত্তর দাও :
২.১.১ কোন্ বছর 'সোমপ্রকাশ'-এর প্রকাশনা সাময়িকভাবে স্থগিত রাখা হয়?
২.১.২ 'বঙ্গমাতা' ছবিটি কার আঁকা?
২.১.৩ কাদের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়?
২.১.৪ গোয়া ভারতের সঙ্গে কবে যুক্ত হয়?
উপবিভাগ ২.২ ঠিক বা ভুল নির্ণয় করো:
২.২.১ ভারতের ঔপনিবেশিক অরণ্য আইন প্রধানত সাংস্কৃতিক ইতিহাসচর্চার বিষয়।
২.২.২ বাংলার বাউল সম্রাট নামে খ্যাত লালন ফকির। ২.২.৩ মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি।
২.২.৪ গুজরাটের ছাত্রছাত্রীরা ভারত ছাড়ো আন্দোলনে বানর সেনা নামে সংগঠন গড়ে তোলেন।
উপবিভাগ ২.৩ প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নামাঙ্কিত করো ২.৩.১ ভিল বিদ্রোহের কেন্দ্র,
২.৩.২ লখনউ,
২.৩.৩ তেলেঙ্গানা আন্দোলনের এলাকা,
২.৩.৪ কোহিমা।
উপবিভাগ ২.৪ নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো:
২.৪.১ বিবৃতি: 'হিন্দু প্যাট্রিয়ট' পত্রিকা বিশেষ গুরুত্বপূর্ণ।
ব্যাখ্যা ১: এই পত্রিকা ছাত্রসমাজকে ব্রিটিশবিরোধী করে তোলে।
ব্যাখ্যা ২: এই পত্রিকা কৃষক সমাজকে ব্রিটিশবিরোধী করে তোলে।
ব্যাখ্যা ৩: এই পত্রিকা সাঁওতাল বিদ্রোহ ও নীলকরদের অত্যাচার তুলে ধরে।
২.৪.২ বিবৃতি: সন্ন্যাসী-ফকির বিদ্রোহ বাংলায় ব্রিটিশ শাসনকে প্রতিরোধ করতে চেয়েছিল।
ব্যাখ্যা ১: বাংলার সন্ন্যাসী-ফকির সম্প্রদায় বিধর্মী খ্রিস্টান ইংরেজদের শাসন মেনে নিতে প্রস্তুত ছিল না।
ব্যাখ্যা ২: বাংলার সন্ন্যাসী ও ফকির সম্প্রদায় কোম্পানির শাসনের ফলে তাদের প্রথাগত জীবিকা থেকে বঞ্চিত হয়েছিল।
ব্যাখ্যা ৩: বাংলার সন্ন্যাসী-ফকির সম্প্রদায়ের ধর্মাচরণের অধিকার কোম্পানি আইন করে নিষিদ্ধ করেছিল।
২.৪.৩ বিবৃতি: আচার্য প্রফুল্লচন্দ্র রায় 'বেঙ্গল কেমিক্যালস' প্রতিষ্ঠা করেন।
ব্যাখ্যা ১: এর দ্বারা তিনি নিজেকে ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন।
ব্যাখ্যা ২: এর দ্বারা তিনি দেশকে স্বনির্ভর হওয়ার স্বপ্ন দেখান।
ব্যাখ্যা ৩: এর দ্বারা তিনি ভারত ও ইংল্যান্ডের মধ্যে বিজ্ঞানের যোগসূত্র তৈরি করেন।
২.৪.৪ বিবৃতি : জয়প্রকাশ নারায়ণ ১৯৩৪ সালে পাটনায় কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির আনুষ্ঠানিক সূচনা করেন।
ব্যাখ্যা ১: তাঁর উদ্দেশ্য ছিল জাতীয় কংগ্রেস থেকে বেরিয়ে যাওয়া।
ব্যাখ্যা ২: তাঁর উদ্দেশ্য ছিল একটি পৃথক বামপন্থী দল প্রতিষ্ঠা করা।
ব্যাখ্যা ৩: তাঁর উদ্দেশ্য ছিল জাতীয় কংগ্রেসের মধ্যে একটি বামপন্থী অংশ সংগঠিত করা।
বিভাগ-গ
৩। দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : (যে-কোনো ১১টি)
৩.১ আত্মজীবনী এবং স্মৃতিকথা বলতে কী বোঝো?
৩.২ 'Right to Information Act' কী?
৩.৩ ফোর্ট উইলিয়ম কলেজ কেন প্রতিষ্ঠিত হয়েছিল?
৩.৪ তিন আইন কী?
৩.৫ পাইকান জমি কী?
৩.৬ সাঁওতাল বিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো।
৩.৭ আনন্দমঠ উপন্যাসে সন্তানদলের লক্ষ্য কী ছিল?
৩.৮ শিক্ষিত বাঙালি সমাজের একটি অংশ কেন মহাবিদ্রোহের (১৮৫৭) বিরোধিতা করেছিল?
৩.৯ রবীন্দ্রনাথ ঠাকুরের মতে শিক্ষার লক্ষ্য কী?
৩.১০ বাংলার ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কী ছিল?
৩.১১ খেদা সত্যাগ্রহ সম্পর্কে যা জানো লেখো।
৩.১২ একা আন্দোলনকারীরা কী শপথ নিয়েছিলেন?
৩.১৩ 'দলিত' কাদের বলা হয়?
৩.১৪ জালালাবাদের মুক্তিযুদ্ধ কী?
৩.১৫ রাজাকার কারা?
৩.১৬ সর্দার প্যাটেলকে 'ভারতের লৌহমানব' বলা হয় কেন?
বিভাগ-ঘ
৪। সাত বা আটটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত ১টি করে মোট ৬টি প্রশ্নের উত্তর দিতে হবে)
উপবিভাগ ঘ.১
৪.১ যানবাহন-যোগাযোগ ব্যবস্থার ইতিহাসচর্চার চরিত্র অতি-সংক্ষেপে আলোচনা করো।
৪.২ নারী সমাজের কল্যাণে বামাবোধিনী পত্রিকার অবদান কী ছিল?
উপবিভাগ ঘ.২
৪.৩ ১৮৫৫ খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন?'
৪.৪ অবনীন্দ্রনাথের 'ভারতমাতা'-এর সংক্ষিপ্ত পরিচয় দাও।
উপবিভাগ ঘ.৩
৪.৫ বিজ্ঞানচর্চা ও বিজ্ঞান শিক্ষার বিকাশে 'ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স'-এর অবদান আলোচনা করো।
৪.৬ ভারতে বামপন্থী ভাবধারার প্রসারে মানবেন্দ্রনাথ রায়ের অবদান কী?
উপবিভাগ ঘ.৪
৪.৭ কার্লাইল সার্কুলার কী? অ্যান্টি-সার্কুলার সোসাইটি কে স্থাপন করেন?
৪.৮ জুনাগড় রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয়?
বিভাগ-৩
৫। পনেরো বা ষোলোটি বাক্যে যে-কোনো ১টি প্রশ্নের উত্তর দাও :
৫.১ নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব বিশ্লেষণ করো।
৫.২ ক্যালকাটা স্কুল বুক সোসাইটির উদ্যোগে ছাপাখানার প্রসার ও শিক্ষার বিস্তার কীভাবে হয়েছিল ব্যাখ্যা করো।
প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাচিন্তার কোন্ দিকটি শান্তিনিকেতন প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি ফুটে উঠেছিল?
৫.৩. সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রসমাজের ভূমিকা লেখো।