Ads Area


মাধ্যমিক ইতিহাস সাজেশন (পার্ট – ৫) ২০২৫ || Madhyamik history Suggestion (Part –5)

 মাধ্যমিক ইতিহাস সাজেশন (পার্ট–৫) ২০২৫

প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী,

আজ আমরা এই পোষ্টের মাধ্যমে শেয়ার করতে চলেছি মাধ্যমিক ইতিহাস সাজেশন। যেসব ছাত্র-ছাত্রী ২০২৫ সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য এই সাজেশনটি খুবই গুরুত্বপূর্ণ। চলো আর দেরি না করে নিচের সাজেশন গুলি দেখে নেয়া যায়।


মাধ্যমিক ইতিহাস সাজেশন (পার্ট – ৫) ২০২৫ ||Madhyamik history Suggestion (Part –5)


মাধ্যমিক ইতিহাস সাজেশন (পার্ট – ৫) ২০২৫ ||Madhyamik history Suggestion (Part –5)


বিভাগ-ক


১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:

১.১ সত্যজিৎ রায় যুক্ত ছিলেন –

(ক) খেলার ইতিহাসে, 

(খ) শহরের ইতিহাসে,

(গ) নারীর ইতিহাসে,

(ঘ) শিল্পচর্চার ইতিহাসে।

১.২ কলকাতায় প্রতিষ্ঠিত 'গথিক স্থাপত্য'র প্রথম নিদর্শনটি হল –

ক) এশিয়াটিক সোসাইটি, 

(খ) হেস্টিংস হাউস,

 (গ) হাইকোর্ট,

 (ঘ) মনুমেন্ট। 

১.৩ 'নীলদর্পণ' নাটকটি ছাপা হয়েছিল-

 (ক) নদিয়াতে, 

(খ) ঢাকায়, 

(গ) শ্রীরামপুরে, 

(ঘ) কলকাতায়।

১.৪ হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন-

(ক) মধুসুদন রায়, 

(খ) উমেশচন্দ্র দত্ত,

(গ) হরিশচন্দ্র মুখোপাধ্যায়, 

(ঘ) গিরিশচন্দ্র ঘোষ।

১.৫ নববিধান প্রতিষ্ঠা করেছিলেন-

 (ক) দয়ানন্দ সরস্বতী, 

(খ) কেশবচন্দ্র সেন, 

(গ) স্বামী বিবেকানন্দ, 

(ঘ) মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর।

১.৬ পাবনা কৃষক বিদ্রোহের নেতৃত্ব দেন-

(ক) ঈশানচন্দ্র রায়, 

(খ) চাঁদ,

(গ) ভৈরব, 

(ঘ) দিগম্বর বিশ্বাস।

১.৭ 'খুৎকাঠি প্রথা' হল-

(ক) খাসজমির মালিকানা, 

(খ) জমিদারি প্রথা,

(গ) জমির যৌথ মালিকানা, 

(ঘ) বেগার প্রথা।

১.৮ হিন্দুমেলার সম্পাদক ছিলেন-

(ক) নবগোপাল মিত্র, 

(খ) গণেন্দ্রনাথ ঠাকুর,

(গ) রাজনারায়ণ বসু,

(ঘ) গগনেন্দ্রনাথ ঠাকুর।

১.৯ ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাস হয় -

(ক) লর্ড রিপনের,

 (খ) লর্ড ক্যানিং-এর, 

(গ) লর্ড লিটনের, 

(ঘ) লর্ড ডালহৌসির আমলে।

১.১০ আধুনিক ভারতে প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়েছিল –

(ক) সোমপ্রকাশ পত্রিকায়, 

(খ) বামাবোধিনী পত্রিকায়,

 (গ) হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায়, 

(ঘ) অমৃতবাজার পত্রিকায়।

১.১১ বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট প্রতিষ্ঠিত হয়-

(ক) ১৯০৫ খ্রিস্টাব্দে,

(খ) ১৯০৬ খ্রিস্টাব্দে,

(গ) ১৯১১ খ্রিস্টাব্দে,

(ঘ) ১৯১২ খ্রিস্টাব্দে।

১.১২ 'শিশুশিক্ষা' গ্রন্থটি রচনা করেন -

(ক) মদনমোহন তর্কালংকার,

(খ) বিদ্যাসাগর, 

(গ) দীননাথ সেন,

(ঘ) রামসুন্দর বসাক।

১.১৩ একা আন্দোলন হয়েছিল 

(ক) পাঞ্জাবে, 

(খ) বাংলায়,

(গ) রাজস্থানে,

(ঘ) যুক্তপ্রদেশে।

১.১৪ মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয় -

(ক) ১৯২৭ খ্রিস্টাব্দে,

(খ) ১৯২৮ খ্রিস্টাব্দে,

(গ) ১৯২৯ খ্রিস্টাব্দে,

(ঘ) ১৯৩০ খ্রিস্টাব্দে।

১.১৫ 'নিজ খামারে ধান তোলো' স্লোগানটি ছিল-

(ক) তেভাগা,

 (খ) তেলেঙ্গানা,

(গ) ফরাজি,

 (ঘ) ওয়াহাবি আন্দোলনের।

১.১৬ দলিতদের 'হরিজন' আখ্যা দিয়েছিলেন-

 (ক) জ্যোতিবা ফুলে,

 (খ) নারায়ণ গুরু, 

(গ) গান্ধিজি,

(ঘ) ড. আম্বেদকর।

১.১৭ 'রশিদ অ্যলি দিবস' পালন করা হয়-

 (ক) ১৯৪৬ খ্রিস্টাব্দের ১২ ফেব্রুয়ারি,

 (খ) ১৯৪৪ খ্রিস্টাব্দের ১০ ফেব্রুয়ারি,

(গ) ১৯৪৭ খ্রিস্টাব্দের ১২ মার্চ,

(ঘ) ১৯৪৫ খ্রিস্টাব্দের ১২ এপ্রিল।

১.১৮ অ্যান্টি-সার্কুলার সোসাইটির প্রতিষ্ঠাতা ছিলেন- (ক) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, 

(খ) শচীন্দ্রপ্রসাদ বসু,

(গ) সতীশচন্দ্র মুখোপাধ্যায়,

(ঘ) দেবেন্দ্রনাথ ঠাকুর।

১.১৯ রাজ্য পুনর্গঠন আইন পাস হয়-

(ক) ১৯৫৩ খ্রিস্টাব্দে,

 (খ) ১৯৫৬ খ্রিস্টাব্দে, 

(গ) ১৯৬৩ খ্রিস্টাব্দে, 

(ঘ) ১৯৬৫ খ্রিস্টাব্দে।

 ১.২০ দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন- 

(ক) মহাত্মা গান্ধি,

(খ) লিয়াকৎ আলি,

(গ) বল্লভভাই প্যাটেল,

(ঘ) মহম্মদ আলি জিন্না।


বিভাগ-খ


২। নীচের প্রশ্নগুলির উত্তর দাও : (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত ১টি করে মোট ১৬টি প্রশ্নের উত্তর দাও)

উপবিভাগ ২.১ একটি বাক্যে উত্তর দাও :

২.১.১ প্রথম বাংলা দৈনিক সংবাদপত্রের নাম কী?

২.১.২ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন?

১.১.৩ মোপালা বিদ্রোহ (১৮০২) কোথায় সংঘটিত হয়? ২.১.৪ শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়? 

উপবিভাগ ২.২ ঠিক বা ভুল নির্ণয় করো:

২.২.১ বিধবাবিবাহ সম্পর্কে বিদ্যাসাগর তত্ত্ববোধিনী পত্রিকায় প্রবন্ধ লেখেন।

২.২.২ 'দার-উল-ইসলাম' কথার অর্থ বিধর্মীদের দেশ। ২.২.৩ ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহের অভিঘাতে ভারতে ব্রিটিশ শাসনের সমাপ্তি ঘটেছিল।

২.২.৪ দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন কল্পনা দত্ত।

উপবিভাগ ২.৩ প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নামাঙ্কিত করো:

২.৩.১ মাদ্রাজ, 

২.৩.২ ফরাজি আন্দোলনের সূচনাস্থল ফরিদপুর, 

২.৩.৩ বল্লভভাই আহো প্যাটেলের নেতৃত্বে সফল আন্দোলন কেন্দ্র, বারদৌলি, 

২.৩.৪ চন্দননগর,

উপবিভাগকে ২.৪ নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো:

২.৪.১ বিবৃতি: শিক্ষিত মধ্যবিত্ত বাঙালিরা মহাবিদ্রোহ থেকে দূরে ছিল।

ব্যাখ্যা ১: বাঙালিরা ভীরু ও দুর্বল ছিল বলে বিদ্রোহে যোগ দেয়নি।

ব্যাখ্যা ২: তারা ইংরেজ শাসনের সুফলগুলি ভোগ করেছিল বলে।

ব্যাখ্যা ৩: বাঙালিরা দ্বিতীয় বাহাদুর শাহকে নেতা হিসেবে মেনে নিতে চায়নি।

২.৪.২ বিবৃতি: স্বদেশি অথবা বয়কট আন্দোলনের কর্মসূচি গ্রামাঞ্চলে জনপ্রিয় হতে পারেনি।

ব্যাখ্যা ১: বাংলার কৃষকরা বঙ্গভঙ্গবিরোধী আন্দোলন সমর্থন করেননি।

ব্যাখ্যা ২: বাংলার কৃষকদের একটি বৃহৎ অংশ ছিল মুসলিম সম্প্রদায়।

ব্যাখ্যা ৩: বাংলার কৃষকরা বঙ্গভঙ্গকে সমর্থন করেছিল।

২.৪.৩ বিবৃতি: সরলাদেবী চৌধুরানি 'লক্ষ্মীর ভান্ডার' প্রতিষ্ঠা করেছিলেন।

 ব্যাখ্যা ১: বিদেশি পণ্য বিক্রির জন্য।

ব্যাখ্যা ২: আন্দোলনকারী মহিলাদের সাহায্যের জন্য।

ব্যাখ্যা ৩: স্বদেশি পণ্য বিক্রির জন্য।

২.৪.৪ বিবৃতি: দলিতদের দাবিগুলি গান্ধিজি মেনে নেননি।'

ব্যাখ্যা ১: গান্ধিজি-আম্বেদকর সম্পর্ক ভালো ছিল না।

ব্যাখ্যা ২: গান্ধিজি দলিতদের ঘৃণা করতেন।

ব্যাখ্যা ৩: গান্ধিজির মতে এই দাবিগুলি জাতিভেদ বৃদ্ধিতে সাহায্য করবে।


                              বিভাগ-ঘ


৩। দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : (যে-কোনো ১১টি)

৩.১ ব্রিটিশ সরকার কেন ১৮৯৮ খ্রিস্টাব্দে সোমপ্রকাশ সাময়িকপত্রের প্রকাশ বন্ধ করে দেয়?

৩২ ইনটারনেট ব্যবহারের দুটি অসুবিধা লেখো।

৩.৩ লর্ড হার্ডিঞ্জ-এর 'শিক্ষাবিষয়ক নির্দেশনামা' গুরুত্বপূর্ণ কেন?

৩.৪ হাজি মহম্মদ মহসিন বিখ্যাত কেন?

৩.৫ সন্ন্যাসী-ফকির বিদ্রোহ ব্যর্থ হল কেন?

৩.৬ বেত বেগারি কী?

৩.৭ ব্যঙ্গচিত্র আঁকা হয় কেন?

৩.৮ 'গোরা' উপন্যাসে রবীন্দ্রনাথের মূল বক্তব্য কী ছিল?

৩.৯ ছাপা বই শিক্ষার প্রসারে কী ভূমিকা নিয়েছিল?

৩.১০ শিশুশিক্ষার ক্ষেত্রে মদনমোহন তর্কালংকারের অবদান কী?

৩.১১ কংগ্রেস সমাজতন্ত্রী দল গঠনের তাৎপর্য কী ছিল?

৩.১২ তাম্রলিপ্ত জাতীয় সরকার কী কী উদ্যোগ নিয়েছিল?

৩.১৩ কোমাগাতামারুর ঘটনা কী?

৩.১৪ মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন?

৩.১৫ পশ্চিমবঙ্গের উদ্বাস্তু পুনর্বাসনের ক্ষেত্রে ড. বিধানচন্দ্র রায়ের অবদান কীরূপ ছিল?

৩.১৫ কী পরিস্থিতিতে কাশ্মীরের রাজা হরি সিং ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করেন?


বিভাগ-ঘ


৪। সাত বা আটটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : (প্রতিটি উপরিভাগ থেকে অন্তত ১টি করে মোট ৬টি প্রশ্নের উত্তর দিতে হবে) 

উপবিভাগ ঘ.১

৪.১ আধুনিক ভারতের ইতিহাসচর্চায় নারী ইতিহাসচর্চার গুরুত্ব বিশ্লেষণ করো।

৪.২ ইতিহাসের উপাদানরূপে আত্মজীবনী ও স্মৃতিকথার গুরুত্ব লেখো।

উপবিভাগ ঘ.২

৪.৩ টীকা লেখো: ফরাজি আন্দোলন।

৪.৪ ঔপনিবেশিক অরণ্য আইন কীভাবে আদিবাসী জনগণকে ক্ষতিগ্রস্ত করেছিল?

উপবিভাগ ঘ.৩

৪.৫ টাকা লেখো: বসু বিজ্ঞান মন্দির।

৪.৬ ভারতের ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থাকে তুমি কীভাবে সমালোচনা করবে?

উপবিভাগ ঘ.৪

৪.৭ দলিত আন্দোলন বিষয়ে গান্ধি-আম্বেদকর বিতর্ক নিয়ে একটি টীকা লেখো।

৪.৮ সশস্ত্র বিপ্লবী আন্দোলনে লীলা নাগ (রায়)-এর অবদান উল্লেখ করো।


বিভাগ-ঙ


৫। পনেরো বা ষোেলাটি বাক্যে যে-কোনো ১টি প্রশ্নের উত্তর দাও :

৫.১ উনিশ শতকে বাংলার নবজাগরণের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো।

৫.২ 'সভাসমিতির যুগ' কীভাবে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পটভূমি তৈরি করেছিল?

৫.৩ শ্রমজীবী মানুষের মধ্যে বামপন্থী মতাদর্শের প্রসারে 'ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি'-এর ভূমিকা আলোচনা করো।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area