মাধ্যমিক ইতিহাস সাজেশন (পার্ট–৬) ২০২৫
প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী,
আজ আমরা এই পোষ্টের মাধ্যমে শেয়ার করতে চলেছি মাধ্যমিক ইতিহাস সাজেশন। যেসব ছাত্র-ছাত্রী ২০২৫ সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য এই সাজেশনটি খুবই গুরুত্বপূর্ণ। চলো আর দেরি না করে নিচের সাজেশন গুলি দেখে নেয়া যায়।
মাধ্যমিক ইতিহাস সাজেশন (পার্ট–৬) ২০২৫ ||Madhyamik history Suggestion (Part –6)
বিভাগ-ক
১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:
১.১ ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল যাদের কাছ থেকে –
(ক) পোর্তুগিজ,
(খ) ইংরেজ,
(গ) মোগল,
(ঘ) ওলন্দাজ।
১.২ ইন্দিরা গান্ধিকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলির হিন্দি অনুবাদ করেছেন-
(ক) মুনসি প্রেমচাঁদ,
(খ) কুরুন চন্দ্র,
(গ) খুশবন্ত সিং,
(ঘ) সাদাত হাসান মান্টো।
১.৩ উনিশ শতকের বাংলায় নারীশিক্ষা বিষয়টি কেন্দ্রীয় আলোচ্য ছিল-
(ক) সোমপ্রকাশ পত্রিকার,
(খ) বঙ্গদর্শন পত্রিকার,
(গ) গ্রামবার্ত্তা প্রকাশিকার,
(ঘ) বামাবোধিনী পত্রিকার।
১.৪ প্রথম ভারতীয় মহিলা ডাক্তার ছিলেন-
(ক) চন্দ্রমুখী বসু,
(খ) স্বর্ণকুমারী দেবী,
(গ) কাদম্বিনী গাঙ্গুলি,
(ঘ) অবলা বসু।
১.৫ ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন-
(ক) শিবনাথ শাস্ত্রী,
(খ) কেশবচন্দ্র সেন,
(গ) রাধাকান্ত দেব,
(ঘ) রামমোহন রায়।
১.৬ বারাসত বিদ্রোহের নেতৃত্ব দেন-
(ক) দুদু মিঞা,
(খ) দিগম্বর বিশ্বাস,
(গ) তিতুমির,
(ঘ) বিরসা মুন্ডা।
১.৭ 'বাংলার নানাসাহেব' নামে পরিচিত-
(ক) বিষুচরণ বিশ্বাস,
(খ) টিপু সুলতান,
(গ) রামরতন মল্লিক,
(ঘ) বিরসা মুন্ডা।
১.৮ 'বন্দেমাতরম' গানটিতে সুরারোপ করেছেন-
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর,
(খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়,
(গ) যদুভট্ট,
(ঘ) মধুসূদন দত্ত।
১.৯ আনন্দমোহন বসু ছিলেন ভারতসভার –
(ক) প্রতিষ্ঠাতা,
(খ) সভাপতি,
(গ) সহ-সভাপতি,
(ঘ) সচিব।
১.১০ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন-
(ক) ওয়ারেন হেস্টিংস,
(খ) লর্ড ক্যানিং,
(গ) লর্ড মাউন্টব্যাটেন,
(ঘ) চক্রবর্তী রাজাগোপালাচারী।
১.১১ 'History of Hindu Chemistry' বা 'হিন্দু রসায়নশাস্ত্রের ইতিহাস' গ্রন্থের লেখক হলেন-
(ক) জগদীশচন্দ্র বসু,
(খ) মেঘনাদ সাহা,
(গ) সি ভি রমন,
(ঘ) প্রফুল্লচন্দ্র রায়।
১.১২ বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন -
(ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর,
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর,
(গ) স্বামী বিবেকানন্দ,
(ঘ) দেবেন্দ্রনাথ ঠাকুর।
১.১৩ প্রথম বয়কট আন্দোলনের ডাক দেন-
(ক) কৃষ্ণকুমার মিত্র,
(খ) সতীশচন্দ্র মুখোপাধ্যায়,
(গ) শচীন্দ্রপ্রসাদ বসু,
(ঘ) প্রমথনাথ মিত্র।
১.১৪ একা আন্দোলনে 'একা' শব্দের অর্থ-
(ক) ঐক্যবদ্ধ,
(খ) একলা,
(গ) একশো,
(ঘ) এক একজন।
১.১৫ বিহারের কৃষক আন্দোলনের নেতা ছিলেন-
(ক) সোমেশ্বর চৌধুরি,
(খ) স্বামী বিদ্যানন্দ,
(গ) সহজানন্দ সরস্বতী,
(ঘ) বাবা রামচন্দ্র।
১.১৬ বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন –
(ক) বীণা দাস,
(খ) কল্পনা দত্ত,
(গ) প্রীতিলতা ওয়াদ্দেদার,
(ঘ) সুনীতি চৌধুরি।
১.১৭ অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন-
(ক) শচীন্দ্রপ্রসাদ বসু,
(খ) বাদল গুপ্ত,
(গ) সতীশচন্দ্র বসু,
(ঘ) নারায়ণ গঙ্গোপাধ্যায়।
১.১৮ 'ভারতের নাইটিঙ্গেল' নামে পরিচিত ছিলেন-
(ক) তরু দত্ত,
(খ) সরোজিনী নাইডু,
(গ) স্বর্ণকুমারী দেবী,
(ঘ) অরুণা আসফ আলি।
১.১৯ ২০১৪ খ্রিস্টাব্দে অন্ধ্রপ্রদেশ ভেঙে গঠন করা হয়-
(ক) তেলেঙ্গানা রাজ্য,
(খ) ছত্তিশগড় রাজ্য,
(গ) ঝাড়খণ্ড রাজ্য,
(ঘ) মেঘালয় রাজ্য।
১.২০ মহারাজা হরি সিং কোথাকার শাসক ছিলেন?
(ক) হায়দরাবাদের,
(খ) ত্রিপুরার,
(গ) জুনাগড়ের,
(ঘ) কাশ্মীরের।
বিভাগ-খ
২। নীচের প্রশ্নগুলির উত্তর দাও : (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত ১টি করে মোট ১৬টি প্রশ্নের উত্তর দাও)
উপবিভাগ ২.১ একটি বাক্যে উত্তর দাও :
২.১.১ ভারতের জাতীয় মহাফেজখানা কোথায় অবস্থিত?
২.১.২ কলকাতা মেডিকেল কলেজ কোন্ বছর প্রতিষ্ঠিত হয়?
২.১.৩ জমিদার সভা কোন্ সময়, কী উদ্দেশ্যে গড়ে উঠেছিল?
২.১.৪ ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম মহিলা শহিদ কে ছিলেন?
উপবিভাগ ২.২ ঠিক বা ভুল নির্ণয় করো:
২.২.১ নীলদর্পণ নাটকটি নীল বিদ্রোহের প্রেক্ষাপটে রচিত।
২.২.২ মুন্ডারা বিরসা মুন্ডাকে বিরসা ভগবান রূপে পুজো করত।
২.২.৩ উপেন্দ্রনাথ ব্রহ্মচারী কালাজ্বরের ঔষধ আবিষ্কার করেন।
২.২.৪ বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন বাসন্তী দেবী।
উপবিভাগ ২.৩ প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নামাঙ্কিত করো:
২.৩.১ মহাবিদ্রোহের (১৮৫৭) অন্যতম কেন্দ্র কানপুর, ২.৩.২ জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা কেন্দ্র বোম্বাই,
২.৩.৩ রবীন্দ্রনাথের শিক্ষাভাবনার কেন্দ্র বিশ্বভারতী, ২.৩.৪ ত্রিবাক্ষুর রাজ্য।
উপবিভাগ ২.৪ নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো:
২.৪.১ বিবৃতি: কালীপ্রসন্ন সিংহের 'হুতোম প্যাঁচার নকশা' একটি অসামান্য সৃষ্টি।
ব্যাখ্যা ১: এটিতে হুতোম প্যাঁচার শিকার করার ছবি ফুটে উঠেছে।
ব্যাখ্যা ২: ব্যঙ্গ-বিদ্রুপের আড়ালে উনিশ শতকের কলকাতার ধনী নব্য বাবুসমাজের চিত্র তুলে ধরা হয়েছে।
ব্যাখ্যা ৩: এই রচনায় ব্যঙ্গ-বিদ্রুপের আড়ালে গ্রাম্যজীবনের প্রচ্ছন্ন চিত্রটি তুলে ধরা হয়েছে।
২.৪.২ বিবৃতি, ঔপনিবেশিক সরকার উপজাতিদের জন্য 'দক্ষিণ-পশ্চিম সীমান্ত এজেন্সি' নামে একটি পৃথক অঞ্চল গঠন করেছিলেন।
ব্যাখ্যা ১: এটি গঠিত হয়েছিল চুয়াড় বিদ্রোহের পর।
ব্যাখ্যা ২: এটি গঠিত হয়েছিল কোল বিদ্রোহের পর।
ব্যাখ্যা ৩: এটি গঠিত হয়েছিল মুন্ডা বিদ্রোহের পর।
২.৪.৩ বিবৃতি: ব্রিটিশ সরকার ১৯১৭ খ্রিস্টাব্দে কৃষি অনুসন্ধান কমিটি গঠন করে।
ব্যাখ্যা ১: চম্পারনের নীলচাষিদের চাপে নীলচাষ সম্পর্কে অনুসন্ধান করার জন্য।
ব্যাখ্যা ২: আইন অমান্য আন্দোলন গতিশীল করার জন্য।
ব্যাখ্যা ৩ : দক্ষিণ আফ্রিকার কৃষকদের সঙ্গে ভারতীয় কৃষকদের সামঞ্জস্য বজায় রাখার জন্য।
২.৪.৪ বিবৃতি: দেশীয় রাজ্যগুলির অন্তর্ভুক্তি ভারতের স্বার্থে প্রয়োজনীয় ছিল।
ব্যাখ্যা ১: ভারতকে রাজনৈতিক অনৈক্য ও অনিশ্চয়তার হাত থেকে রক্ষা করার জন্য।
ব্যাখ্যা ২: ভারতকে বৈদেশিক আক্রমণের হাত থেকে রক্ষা করার জন্য।
ব্যাখ্যা ৩: ভারতকে ভৌগোলিক দিক দিয়ে নিরাপত্তা দান করার জন্য।
বিভাগ-গ
৩। দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : (যে-কোনো ১১টি)
৩.১ ইতিহাসের উপাদানরূপে সংবাদপত্রের গুরুত্ব কী?
৩.২ ফোটোগ্রাফ কীভাবে ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহৃত হতে পারে?
৩.৩ মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন?
৩.৪ গ্রামবার্তা প্রকাশিকা কেন একটি ব্যতিক্রমী পত্রিকা ছিল?
৩.৫ ১৭৮৩ খ্রিস্টাব্দের রংপুর বিদ্রোহ কেন হয়েছিল?
৩.৬ ফরাজি আন্দোলন কি নিছক ধর্মীয় আন্দোলন ছিল?
৩.৭ মহাবিদ্রোহে (১৮৫৭ খ্রি) হিন্দু-মুসলিম ঐক্য কীভাবে পরিলক্ষিত হয়?
৩.৮ ব্যঙ্গচিত্র আঁকা হয় কেন?
৩.৯ বিদ্যাবণিক কাকে, কেন বলা হয়?
৩.১০ গ্রামীণ শিল্প ও বৃত্তিশিক্ষার প্রসারে রবীন্দ্রনাথ-এর অবদান কীরূপ ছিল?
৩.১১ মিরাট ষড়যন্ত্র মামলার প্রতিক্রিয়া কী হয়েছিল?
৩.১২ বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন কেন শুরু হয়?
৩.১৩ ভাইকম সত্যাগ্রহ কী?
৩.১৪ ক্ষুদিরাম স্মরণীয় কেন?
৩.১৫ সদ্য স্বাধীন ভারত রাষ্ট্রের সামনে প্রধান দুটি সমস্যা কী ছিল?
৩.১৬ লাইন অফ কন্ট্রোল (LOC) কী?
৪। সাত বা আটটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত ১টি করে মোট ৬টি প্রশ্নের উত্তর দিতে হবে)
উপবিভাগ ঘ.১
১ ৪.১ শ্রীরামকৃষ্ণের 'সর্বধর্মসমন্বয়'-এর আদর্শ ব্যাখ্যা করো।
৪.২ কীভাবে প্রাচ্যবাদী-পাশ্চাত্যবাদী বিতর্কের অবসান হয়েছিল?
উপবিভাগ ঘ.২
৪.৩ ১৮৫৭-এর বিদ্রোহকে 'ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম' বলা কতটা যুক্তিযুক্ত?
৪.৪ টীকা লেখো: ইলবার্ট বিল বিতর্ক।
উপবিভাগ ঘ.৩
৪.৫ বঙ্গভঙ্গের পিছনে লর্ড কার্জনের ভূমিকা কী ছিল?
৪.৬ ভারতে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার পিছনে মানবেন্দ্রনাথ রায়ের অবদান সম্পর্কে সংক্ষেপে বর্ণনা দাও।
উপবিভাগ ঘ.৪
৪.৭ উদ্বাস্তু সমস্যা ভারতের রাজনীতি, অর্থনীতি ও সমাজের ওপর কীরূপ প্রভাব ফেলেছিল?
৪.৮ দেশভাগ-পরবর্তী পাঞ্জাব ও বাংলায় উদ্বাস্তু সমস্যার চরিত্রগত পার্থক্য বিশ্লেষণ করো।
বিভাগ-ঘ
৫। পনেরো বা ষোলোটি বাক্যে যে-কোনো ১টি প্রশ্নের উত্তর দাও :
৫.১ নীল বিদ্রোহ ঘটেছিল কেন? এই বিদ্রোহের বৈশিষ্ট্য বিশ্লেষণ করো।
৫.২ জগদীশচন্দ্র বসু ও প্রফুল্লচন্দ্র রায়কে কেন বিজ্ঞান গবেষণার পথিকৃৎ বলা হয়?
৫.৩ সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।