মাধ্যমিক ইতিহাস সাজেশন (পার্ট–৮) ২০২৫
প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী,
আজ আমরা এই পোষ্টের মাধ্যমে শেয়ার করতে চলেছি মাধ্যমিক ইতিহাস সাজেশন। যেসব ছাত্র-ছাত্রী ২০২৫ সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য এই সাজেশনটি খুবই গুরুত্বপূর্ণ। চলো আর দেরি না করে নিচের সাজেশন গুলি দেখে নেয়া যায়।
মাধ্যমিক ইতিহাস সাজেশন (পার্ট–৮) ২০২৫ ||Madhyamik history Suggestion (Part –8)
বিভাগ-ক
১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:
১.১ ঔপনিবেশিক প্রশাসনের মনোভাব জানার জন্য প্রধান ঐতিহাসিক উপাদান হল-
(ক) সাময়িকপত্র,
(খ) সরকারি নথি,
(গ) সংবাদপত্র,
(ঘ) স্মৃতিকথা।
১.২ 'ইতিহাসের জনক' নামে পরিচিত হলেন-
(ক) হেরোডোটাস,
(খ) থুকিডিডিস,
(গ) জোসেফাস,
(ঘ) গ্যালিলিও।
১.৩ নব্য বৈয়র ধর্মের প্রবক্তা ছিলেন-
(ক) লালন ফকির,
(খ) বিজয়কৃষ্ণ গোস্বামী,
(গ) রাজা রামমোহন রায়,
(ঘ) দেবেন্দ্রনাথ ঠাকুর।
১.৪ কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যিনি এশিয়ার প্রথম ডি লিট হন –
(ক) দ্বারকানাথ গুপ্ত,
(খ) উমেশচন্দ্র শেঠ,
(গ) যদুনাথ বোস,
(ঘ) বেণীমাধব বড়ুয়া।
১.৫ সর্বধর্মসমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন -
(ক) বিজয়কৃয় গোস্বামী,
(খ) স্বামী বিবেকানন্দ,
(গ) শ্রীরামকৃয়,
(ঘ) কেশবচন্দ্র সেন।
১.৬ 'উলগুলান' শব্দের অর্থ হল -
(ক) ভয়ংকর বিশৃঙ্খলা,
(খ) ভয়ংকর আতঙ্ক,
(গ) ভয়ংকর বিদ্রোহ,
(ঘ) ভয়ংকর হিংসা।
১.৭ 'সন্ন্যাসী বিদ্রোহ' কথাটি প্রথম ব্যবহার করেন -
(ক) ভিনসেন্ট স্মিথ,
(খ) জেমস মিল,
(গ) ওয়ারেন হেস্টিংস,
(ঘ) লর্ড কর্নওয়ালিশ।
১.৮ হিন্দুমেলার পূর্বনাম ছিল -
(ক) বৈশাখী মেলা,
(খ) বসন্ত মেলা,
(গ) চৈত্রমেলা,
(ঘ) ফাগুন মেলা।
১.৯ ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল–
(ক) ভারতসভা,
(খ) ভারতের জাতীয় কংগ্রেস,
(গ) বঙ্গভাষা প্রকাশিকা সভা,
(ঘ) ল্যান্ডহোল্ডার্স সোসাইটি।
১.১০ 'বর্তমান ভারত' প্রথম প্রকাশিত হয়-
(ক) সঞ্জীবনী পত্রিকায়,
(খ) অমৃতবাজার পত্রিকায়,
(গ) উদ্বোধন পত্রিকায়,
(ঘ) বেঙ্গলি পত্রিকায়।
১.১১ 'বর্ণপরিচয়' প্রকাশিত হয়েছিল - -
(ক) ১৮৪৫ খ্রিস্টাব্দে,
(খ) ১৮৫০ খ্রিস্টাব্দে,
(গ) ১৮৫৫ খ্রিস্টাব্দে,
(ঘ) ১৮৬০ খ্রিস্টাব্দে।
১.১২ শান্তিনিকেতন বিদ্যালয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয় -
(ক) ১৮৯৮ খ্রিস্টাব্দে,
(খ) ১৯০১ খ্রিস্টাব্দে,
(গ) ১৯০৬ খ্রিস্টাব্দে,
(ঘ) ১৯২১ খ্রিস্টাব্দে।
১.১৩ ফ্লাউড কমিশন কোন্ বিদ্রোহের সঙ্গে যুক্ত?-
(ক) চম্পারন,
(খ) তেভাগা,
(গ) তেলেঙ্গানা,
(ঘ) কুফা।
১.১৪ AITUC-এর প্রথম সাধারণ সম্পাদক ছিলেন –(ক) লালা লাজপত রায়,
(খ) এন এম যোশি,
(গ) জোসেফ বাতিস্তা,
(ঘ) দেওয়ান চমনলাল।
১.১৫ 'র্যাডিক্যাল ডেমোক্র্যাটিক পার্টি' গঠন করেছিলেন-
(ক) সুভাষচন্দ্র বসু,
(খ) মানবেন্দ্রনাথ রায়,
(গ) জওহরলাল নেহরু,
(ঘ) মুজফ্ফর আহমেদ।
১.১৬ 'নারী সত্যাগ্রহ সমিতি' প্রতিষ্ঠিত হয়েছিল-
(ক) বঙ্গভঙ্গবিরোধী আন্দোলনের সময়ে,
(খ) অসহযোগ আন্দোলনের সময়ে,
(গ) আইন অমান্য আন্দোলনের সময়ে,
(ঘ) ভারত ছাড়ো আন্দোলনের সময়ে।
১.১৭ 'বেঙ্গল ভলান্টিয়ার্স'-এর প্রতিষ্ঠাতা হলেন-
(ক) মেজর সত্য গুপ্ত,
(খ) হেমচন্দ্র ঘোষ,
(গ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়,
(ঘ) মাস্টারদা সূর্য সেন।
১১৮ 'গুলামগিরি' গ্রন্থটির লেখক হলেন -
(ক) বি আর আম্বেদকর,
(খ) পি সি যোশি,
(গ) জ্যোতিরাও ফুলে,
(ঘ) মহাত্মা গান্ধি।
১.১৯ জুনাগড় রাজ্যটি ভারতের অন্তর্ভুক্ত হয়-
(ক) ১৯৪৭ খ্রিস্টাব্দে,
(খ) ১৯৪৮ খ্রিস্টাব্দে,
(গ) ১৯৪৯ খ্রিস্টাব্দে,
(ঘ) ১৯৫০ খ্রিস্টাব্দে।
১.২০ 'নীলকণ্ঠ পাখির খোঁজে' গ্রন্থটির লেখক-
(ক) প্রফুল্ল চক্রবর্তী,
(খ) অতীন বন্দ্যোপাধ্যায়,
(গ) মৃণাল সেন,
(ঘ) সুনীল গঙ্গোপাধ্যায়।
বিভাগ-খ
২. নীচের প্রশ্নগুলির উত্তর দাও : (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত ১টি করে মোট ১৬টি প্রশ্নের উত্তর দাও)
উপবিভাগ ২.১ একটি বাক্যে উত্তর দাও :
২.১.১ কোন্ বছর 'সোমপ্রকাশ'-এর প্রকাশনা সাময়িকভাবে স্থগিত রাখা হয়?
২.১.২ কলকাতা মাদ্রাসা গড়ে ওঠে কত খ্রিস্টাব্দে?২.১.৩ কে, কবে এবং কোথায় মহারানির ঘোষণাপত্রটি প্রকাশ করেন?
২.১.৪ গিরনি-কামগড় ইউনিয়ন কী এবং এটি কবে গঠিত হয়?
উপবিভাগ ২.২ ঠিক বা ভুল নির্ণয় করো :
২.২.১ সরকারি প্রতিবেদন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক তথ্য সরবরাহ করে।
২.২.২ 'খাঁচার ভিতর অচিন পাখি' গানটি লালন ফকিরের।
২.২.৩ বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন মহেন্দ্রলাল সরকার।
২.২.৪ ভগিনী সেনা গঠন করেছিলেন গান্ধিবুড়ি।
উপবিভাগ ২.৩ প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নামাঙ্কিত করো:
২.৩.১ রংপুর বিদ্রোহের এলাকা,
২.৩.২ দিল্লি,
২.৩.৩ ভারত ছাড়ো আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র মুঙ্গের,
২.৩.৪ পুনর্গঠিত রাজ্য গুজরাট।
উপবিভাগ ২.৪ নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো:
২.৪.১ বিবৃতি: দুদু মিঞার পরবর্তীকালে ফরাজি আন্দোলন দুর্বল হয়ে পড়ে।
ব্যাখ্যা ১: পরবর্তীকালে এই আন্দোলন নেতৃত্বহীন হয়ে পড়ে।
ব্যাখ্যা ২: আন্দোলন দমনে ব্রিটিশরা তীব্র দমননীতি গ্রহণ করে।
ব্যাখ্যা ৩: নোয়া মিঞা এই আন্দোলনকে ধর্মীয় লক্ষ্যে পরিচালিত করতে থাকেন।
২.৪.২ বিবৃতি: রবীন্দ্রনাথ ঠাকুর 'গোরা' উপন্যাস লিখেছিলেন।
ব্যাখ্যা ১: পাশ্চাত্য শিক্ষার সমালোচনা করার জন্য।
ব্যাখ্যা ২: ঔপনিবেশিক প্রশাসনকে সমালোচনা করার জন্য।
ব্যাখ্যা ৩: সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করার জন্য।
২.৪.৩ বিবৃতি: বঙ্গভঙ্গবিরোধী আন্দোলনে শ্রমিক-কৃষকদের জন্য কোনো কর্মসূচি গ্রহণ করা হয়নি।
ব্যাখ্যা ১: শ্রমিক-কৃষকরা এই আন্দোলনের বিরোধী ছিল।
ব্যাখ্যা ২: ব্রিটিশ সরকার শ্রমিক-কৃষকদের আন্দোলনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল।
ব্যাখ্যা ৩: বঙ্গভঙ্গবিরোধী আন্দোলন ছিল মূলত মধ্যবিত্ত শ্রেণির আন্দোলন।
২.৪.৪ বিবৃতি: সরকার ১৯০৫ খ্রিস্টাব্দে কার্লাইল সার্কুলার ঘোষণা করে।
ব্যাখ্যা ১: সরকারের উদ্দেশ্য ছিল কৃষক আন্দোলন দমন করা।
ব্যাখ্যা ২: সরকারের উদ্দেশ্য ছিল ছাত্র আন্দোলন দমন করা।
ব্যাখ্যা ৩: সরকারের উদ্দেশ্য ছিল নারী আন্দোলন দমন করা।
বিভাগ-গ
৩। দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও: (যে-কোনো ১১টি)
৩.১ স্থানীয় ইতিহাসচর্চা বলতে কী বোঝো?
৩.২ শিল্পচর্চার ইতিহাস বলতে কী বোঝায়?
৩.৩ ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ বিভক্ত হল কেন?
৩.৪ ওরিয়েন্টালিস্ট ও অ্যাংলিসিস্ট কাদের বলা হয়?
৩.৫ নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কীরূপ ছিল?
৩.৬ ফরাজি আন্দোলনের লক্ষ্য কী ছিল?
৩.৭ টীকা লেখো: নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন (১৮৭৬ খ্রি)।
৩.৮ গগনেন্দ্রনাথের ব্যঙ্গচিত্রগুলির বিষয়বস্তু কী ছিল?
৩.৯ বসু বিজ্ঞান মন্দিরে কোন্ কোন্ বিষয়ের পঠনপাঠন হত?
৩.১০ চার্লস উইলকিনস কে ছিলেন?
৩.১১ একা আন্দোলনের পরিণতি কী হয়েছিল?
৩.১২ তেভাগা আন্দোলনের নাম 'তেভাগা' কেন হয়েছিল?
৩.১৩ 'স্বদেশি' ও 'বয়কট' কথা দুটির অর্থ কী?
৩.১৪ সাম্প্রদায়িক বাঁটোয়ারা (১৯৩২) কী?
৩.১৫ জেভি পি কমিটি কেন গঠিত হয়েছিল?
৩.১৬ ১৯৫০ খ্রিস্টাব্দের ২৬ জানুয়ারি ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ কেন?
বিভাগ-ঘ
৪। সাত বা আটটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত ১টি করে মোট ৬টি প্রশ্নের উত্তর দিতে হবে)
উপবিভাগ ঘ.১
৪.১ 'জীবনের ঝরাপাতা' গ্রন্থের ঐতিহাসিক মূল্য বিচার করো।
৪.২ পরিবেশের ইতিহাসের ওপর একটি টীকা লেখো।
উপবিভাগ ঘ.২
৪.৩ ১৮৫৫ খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন?
৪.৪ সন্ন্যাসী-ফকির বিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো।
উপবিভাগ ঘ.৩
৪.৫ বিজ্ঞানচর্চায় কলকাতা বিজ্ঞান কলেজের অবদান উল্লেখ করো।
৪.৬ শ্রীরামপুর মিশন প্রেস কীভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হল?
উপবিভাগ ঘ.৪
৪.৭ আইন অমান্য আন্দোলনে নারীদের ভূমিকা কী ছিল?
৪.৮ সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদানের চরিত্র বিশ্লেষণ করো।
বিভাগ-ঙ
৫। পনেরো বা ষোলোটি বাক্যে যে-কোনো ১টি প্রশ্নের উত্তর দাও:
৫.১ সন্ন্যাসী-ফকির বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য কী ছিল? এই বিদ্রোহ ব্যর্থ হল কেন?
৫.২ মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও।
৫.৩ বিশ শতকের ভারতে প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন সম্পর্কে লেখো।