মাধ্যমিক ইতিহাস সাজেশন (পার্ট–২) ২০২৫
প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী,
আজ আমরা এই পোষ্টের মাধ্যমে শেয়ার করতে চলেছি মাধ্যমিক ইতিহাস সাজেশন। যেসব ছাত্র-ছাত্রী ২০২৫ সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য এই সাজেশনটি খুবই গুরুত্বপূর্ণ। চলো আর দেরি না করে নিচের সাজেশন গুলি দেখে নেয়া যায়।
মাধ্যমিক ইতিহাস সাজেশন (পার্ট–২) ২০২৫ ||Madhyamik history Suggestion (Part –2)
বিভাগ-'ক'
১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:
১.১'বিশ্ব পরিবেশ দিবস' পালিত হয় –
(ক) ৮ জানুয়ারি,
(খ) ২৪ ফেব্রুয়ারি,
(গ) ৮ মার্চ,
(ঘ) ৫ জুন।
১.২'জীবনস্মৃতি' নামক স্মৃতিকথাটি হল –
(ক) মণিকুন্তলা সেন-এর,
(খ) নারায়ণ সান্যাল-এর,
(গ) রবীন্দ্রনাথ ঠাকুর-এর,
(ঘ) বিপিনচন্দ্র পাল-এর।
১.৩ কলকাতা মেডিকেল কলেজের জন্য জমিদান করেন–
(ক) রাধাকান্ত দেব,
(খ) তারকনাথ পালিত,
(গ) গুরুদাস ব্যানার্জি,
(ঘ) মোতিলাল শীল।
১.৪ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন- (ক) উইলিয়ম কোলভিল,
(খ) স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়,
(গ) লর্ড ক্যানিং,
(ঘ) স্যার আশুতোষ মুখোপাধ্যায়।
১.৫ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয়-
(ক) ১৮৫৭ খ্রিস্টাব্দে,
(খ) ১৮৫৮ খ্রিস্টাব্দে,
(গ) ১৮৫৯ খ্রিস্টাব্দে,
(ঘ) ১৮৬০ খ্রিস্টাব্দে।
১.৬ 'মেদিনীপুরের লক্ষ্মীবাঈ' নামে পরিচিত ছিলেন- (ক) রানি রাসমণি,
(খ) রানি দুর্গাবাঈ,
(গ) রানি শিরোমণি,
(ঘ) রানি তারাবাঈ।
১.৭'দাদন' কথার অর্থ-
(ক) অগ্রিম অর্থ নেওয়া,
(খ) পাট্টা দেওয়া,
(গ) ধার শোধ করা,
(ঘ) বেগার খাটা।
১.৮ অযোধ্যায় সিপাহি বিদ্রোহের নেতৃত্ব দেন-
(ক) হজরত মহল,
(খ) কুনওয়ার সিং,
(গ) হাকিম আজিমুল্লা,
(ঘ) মণিরাম দেওয়ান।
১.৯'বন্দেমাতরম' সংগীতটি রচনা করেন-
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর,
(খ) সত্যেন্দ্রনাথ ঠাকুর,
(গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়,
(ঘ) স্বামী বিবেকানন্দ।
১.১০ 'ভাইসরয়' কথার অর্থ-
(ক) রাজপ্রতিনিধি,
(খ) মুখ্য প্রশাসক,
(গ) রাজদূত,
(ঘ) রাষ্ট্রপতি।
১.১১ 'ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স'-এর যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন-
(ক) জগদীশচন্দ্র বসু,
(খ) সি ভি রমন,
(গ) প্রফুল্লচন্দ্র রায়,
(ঘ) সত্যেন্দ্রনাথ বসু।
১.১২ বিশ্বভারতীর প্রথম উপাচার্য হলেন-
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর,
(খ) রথীন্দ্রনাথ ঠাকুর,
(গ) তাঁরকনাথ পালিত,
(ঘ) সুবোধচন্দ্র মল্লিক।
১.১৩ 'হালি প্রথা' প্রচলিত ছিল-
(ক) যুক্তপ্রদেশে,
(খ) অন্ধ্রপ্রদেশে,
(গ) তেলেঙ্গানায়,
(ঘ) বারদৌলি তালুকে।
১.১৪ সারা ভারত ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টির সাধারণ সম্পাদক ছিলেন-
(ক) আর এস নিম্বকার,
(খ) বল্লভভাই প্যাটেল,
(গ) মাদারি পাসি,
(ঘ) গান্ধিজি।
১.১৫ মিরাট ষড়যন্ত্র মামলার প্রতিবাদ জানান-
(ক) স্ট্যালিন,
(খ) রোমাঁ রোলাঁ,
(গ) গান্ধিজি,
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর।
১.১৬ বঙ্গভঙ্গবিরোধী আন্দোলন হয়েছিল–
(ক) ১৯০৪ খ্রিস্টাব্দে,
(খ) ১৯০৫ খ্রিস্টাব্দে,
(গ) ১৯০৬ খ্রিস্টাব্দে,
(ঘ) ১৯১১ খ্রিস্টাব্দে।
১.১৭ ডাইকম সত্যাগ্রহ পরিচালনা করেন -
(ক) জ্যোতিরাও ফুলে,
(খ) শ্রী নারায়ণ গুপ্ত,
(গ) গাব্দিজি,
(ঘ) বীরেশলিঙ্গম পাণ্ডুলু।
১.১৬ বঙ্গভঙ্গবিরোধী আন্দোলন হয়েছিল–
(ক) ১৯০৪ খ্রিস্টাব্দে,
(খ) ১৯০৫ খ্রিস্টাব্দে,
(গ) ১৯০৬ খ্রিস্টাব্দে,
(ঘ) ১৯১১ খ্রিস্টাব্দে।
১.১৭ ডাইকম সত্যাগ্রহ পরিচালনা করেন -
(ক) জ্যোতিরাও ফুলে,
(খ) শ্রী নারায়ণ গুপ্ত,
(গ) গাব্দিজি,
(ঘ) বীরেশলিঙ্গম পাণ্ডুলু।
১.১৮ মাস্টারদা সূর্য সেনের নির্দেশমতো ডিনামাইট ষড়যন্ত্রে অংশ নিয়েছিলেন-
(ক) লক্ষ্মী স্বামীনাথন,
(খ) বীণা দাস,
(গ) কল্পনা দত্ত,
(ঘ) প্রীতিলতা ওয়াদ্দেদার।
১.১৯ 'ছেড়ে আসা গ্রাম'-এর রচয়িতা হলেন-
(ক) দক্ষিণারঞ্জন বসু,
(খ) আওয়ালদার রায়,
(গ) সুনীল গঙ্গোপাধ্যায়,
(ঘ) কালীপ্রসাদ মুখোপাধ্যায়।
১.২০ বর্তমান সংবিধানে স্বীকৃত আঞ্চলিক ভাষাগুলির সংখ্যা কত?-
(ক) ২০,
(খ) ২২,
(গ) ২৫,
(ঘ) ২৪।
বিভাগ-'খ'
২। নীচের প্রশ্নগুলির উত্তর দাও : (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত ১টি করে মোট ১৬টি প্রশ্নের উত্তর দাও) উপবিভাগ ২.১ একটি বাক্যে উত্তর দাও :
২.১.১ 'সোমপ্রকাশ' পত্রিকার সম্পাদক কে ছিলেন? ২.১.২ 'মধ্যবিত্ত শ্রেণি' শব্দটি প্রথম কোন্ সাময়িকপত্র তুলে ধরেছিল?
২.১.৩ বঙ্গভঙ্গবিরোধী আন্দোলনের চারজন বাঙালি শ্রমিক নেতার নাম লেখো।
২.১.৪ ঊষা মেহতা কোন্ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন?
উপবিভাগ ২.২ ঠিক বা ভুল নির্ণয় করো:
২.২.১ সংগীত স্থাপত্যের ইতিহাসচর্চার অংশ।
২.২.২ সিপাহি বিদ্রোহের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল।
২.২.৩ বাংলা মুভেবল টাইপ বা সচল হরফ আবিষ্কার করেন চার্লস উইলকিনস।
২.২.৪ দণ্ডকারণ্য পুনর্বাসন প্রকল্প উদ্বাস্তু সমস্যার সমাধানে নেওয়া হয়েছিল।
উপবিভাগ ২.৩ প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নামাঙ্কিত করো :
২.৩.১ উনিশ শতকে বাংলার নবজাগরণের কেন্দ্র,
২.৩.২ মুন্ডা বিদ্রোহের এলাকা,
২.৩.৩ লখনউ,
২.৩.৪ নৌবিদ্রোহের কেন্দ্র বোম্বাই।
উপবিভাগ ২.৪ নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো:
২.৪.১ বিবৃতি: উডের ডেসপ্যাচ (১৮৫৪ খ্রিস্টাব্দ) হল ভারতের শিক্ষাক্ষেত্রে ম্যাগনাকার্টা।
ব্যাখ্যা ১: ইংল্যান্ডের অনুকরণে ভারতে শিক্ষাব্যবস্থা প্রবর্তিত হয়।
'ব্যাখ্যা ২: তিনিই প্রথম ধর্ম ও সমাজকে আধুনিক করতে পাশ্চাত্য শিক্ষাগ্রহণের উপযোগিতা উপলব্ধি করেন।
ব্যাখ্যা ৩: আধুনিক রাষ্ট্রচিন্তার প্রবর্তন করেন।
২.৪.২ বিবৃতি: উনিশ শতকে কোম্পানির আমলে ভারতে বনজ সম্পদ সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়।
ব্যাখ্যা ১: ভারতবর্ষের মাটি ছিল উর্বর এবং উন্নত কাঠ উৎপাদন ক্ষেত্র।
ব্যাখ্যা ২: ভারত থেকে কাঠ বাণিজ্যের উদ্দেশ্যে রপ্তানি বৃদ্ধির জন্য।
ব্যাখ্যা ৩: ভারতের রেলপথ নির্মাণ ও বিস্তারের কাজে ব্যবহারের জন্য।
২.৪.৩ বিবৃতি: রবীন্দ্রনাথ ঠাকুর 'নাইট' উপাধি ত্যাগ করেন।
ব্যাখ্যা ১: চৌরিচৌরা ঘটনার প্রতিবাদে।
ব্যাখ্যা ২: জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ডের প্রতিবাদে।
ব্যাখ্যা ৩: নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইনের প্রতিবাদে।
২.৪.৪ বিবৃতি: ভারতের নারীরা জাতীয় আন্দোলনে প্রথম অংশ নিয়েছিল বঙ্গভঙ্গবিরোধী আন্দোলনের সময়।
ব্যাখ্যা ১: কারণ তারা গান্ধিজির দ্বারা অনুপ্রাণিত হয়েছিল।
ব্যাখ্যা ২: কারণ তারা অরবিন্দ ঘোষের বিপ্লবী ভাবধারার দ্বারা অনুপ্রাণিত হয়েছিল।
ব্যাখ্যা ৩: কারণ তারা বিদেশি দ্রব্য বর্জন করতে চেয়েছিল।
বিভাগ-'গ'
৩। দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও: (যে-কোনো ১১টি)
৩.১ জাতীয়তাবাদ বিস্তারে খেলা কীভাবে সাহায্য করে?
৩.২ নেহরুর ইন্দিরাকে চিঠি লেখার উদ্দেশ্য কী ছিল?
৩.৩ নব্য বেদান্তবাদ কী?
৩.৪ 'হুতোম প্যাঁচার নকশা' গ্রন্থ থেকে বাবু সমাজ সম্পর্কে কী জানা যায়?
৩.৫ তারিকা-ই-মহম্মদীয়া বলতে কী বোঝো?
৩.৬ চুয়াড় বিদ্রোহকে 'চুয়াড় বিপ্লব' বললে কেন ভুল বলা হবে?
৩.৭ উনিশ শতকের দ্বিতীয়ার্ধকে 'সভাসমিতির যুগ' বলা হয়-কেন?
৩.৮ ১৮৫৭-এর বিদ্রোহ কি প্রকৃত অর্থে 'জাতীয় বিদ্রোহ'-এর রূপ নিয়েছিল?
৩.৯ 'গোলদীঘির গোলামখানা' কাকে, কেন বলা হয়?
৩.১০ শ্রীনিকেতন কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল?
৩.১১ তেভাগা আন্দোলনের উদ্দেশ্য কী ছিল?
৩.১২ শ্রমিক শ্রেণির বড়ো অংশ আইন অমান্য আন্দোলনের প্রতি বিমুখ ছিল কেন?
৩.১৩ রশিদ আলি দিবস কী?
৩.১৪ ননীবালা দেবী স্মরণীয় কেন?
৩.১৫ অপারেশন পোলো কী?
৩.১৬. পোত্তি শ্রীরামালু কে ছিলেন?
বিভাগ-'ঘ'
৪। সাত বা আটটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত ১টি করে মোট ৬টি প্রশ্নের উত্তর দিতে হবে)
উপবিভাগ ঘ.১ ৪.১ নারী ইতিহাসের ওপর একটি টীকা লেখো।
৪.২ ছবি আঁকা ও ফোটোগ্রাফি কীভাবে দৃশ্যশিল্পের ইতিহাস তৈরি করেছে?
উপবিভাগ ঘ.২ ৪.৩ সন্ন্যাসী-ফকির বিদ্রোহের বৈশিষ্ট্যগুলি লেখো।
৪.৪ মুন্ডা বিদ্রোহের কারণ ও প্রভাব আলোচনা করো।
উপবিভাগ ঘ.৩ ৪.৫ ছাপাখানার ইতিহাসে বিদ্যাসাগর স্মরণীয় কেন?
৪.৬ মহেন্দ্রলাল সরকার কেন স্মরণীয়?
উপবিভাগ ঘ.৪ ৪.৭ ভারত ছাড়ো আন্দোলনে নারীর ভূমিকা উল্লেখ করো।
৪.৮ চট্টগ্রাম অস্ত্রাগার অভিযানের সংক্ষিপ্ত বিবরণ দাও।
বিভাগ-'ঙ'
৫। পনেরো বা ষোলোটি বাক্যে যে-কোনো ১টি প্রশ্নের উত্তর দাও:
৫.১ ওয়াহাবি ও ফরাজি আন্দোলনের চরিত্রের তুলনামূলক আলোচনা করো। উনিশ শতকে চুয়াড় বিদ্রোহের প্রধান কারণগুলি কী ছিল?
৫.২ হ্যালহেডের 'এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ' গ্রন্থটি গুরুত্বপূর্ণ কেন? বাংলা ছাপাখানার বিকাশে চার্লস উইলকিনস-এর ভূমিকা বিশ্লেষণ করো।
৫.৩ বাংলায় নমঃশূদ্র আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও।