মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন (পার্ট–১৩) ২০২৫
প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী,
আজ আমরা এই পোষ্টের মাধ্যমে শেয়ার করতে চলেছি মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন। যেসব ছাত্র-ছাত্রী ২০২৫ সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য এই সাজেশনটি খুবই গুরুত্বপূর্ণ। চলো আর দেরি না করে নিচের সাজেশন গুলি দেখে নেয়া যায়।
মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন (পার্ট–১৩) ২০২৫ ||Madhyamik Life Science Suggestion (Part-13)
বিভাগ-'ক'
১। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখা:
১.১ পরপর উপস্থিত দুটি স্নায়ুকোশের সংযোগস্থলকে কী বলা হয়?
(ক) নিউরোসিল,(খ) র্যানভিয়ারের পর্ব,।
(গ) সাইন্যাপস
(ঘ) ডেনড্রন।
১.২ পায়রার দেহে রেকট্রিসেস-এর সংখ্যা-
(ক) 23টি,
(খ) 12টি,
(গ) 21টি,
(ঘ) 32টি।
১.৩ পত্রজ মুকুলের মাধ্যমে প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তার করে যে উদ্ভিদ সেটি নির্বাচন করো –
(ক) মিষ্টি আলু,
(খ) কচুরিপানা,
(গ) আদা,
(ঘ) পাথরকুচি।
১.৪ মানবদেহের মাইটোসিস কোশ বিভাজনে সদ্য সৃষ্ট অপত্য কোশের প্রতিটি ক্রোমোজোম কটি DNA অণু কুণ্ডলীকৃত হয়ে গঠিত হয় তা স্থির করো-
(ক) 46,
(খ) 1,
(গ) 23,
(ঘ) অসংখ্য।
১.৫ জীবের চরিত্রের জিনগত বৈশিষ্ট্যের প্রকাশকে বলা হয়-
(ক) অ্যালিলোমর্ফ,
(খ) জিন,
(গ) জিনোটাইপ,
(ঘ) ফিনোটাইপ।
১.৬ একজন হিমোফিলিয়ায় আক্রান্ত মহিলার সঙ্গে একজন স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তাদের হিমোফিলিয়া আক্রান্ত পুত্র হবে-
(ক) 100%,
(খ) 75%,
(গ) 50%,
(ঘ) 25%।
১.৭ প্রদত্ত কোন্ জিনোটাইপটি উভয় লোকাসের জন্য হোমোজাইগাস তা স্থির করো-
(ক) BbRr,
(খ) BBRr,
(গ) BbRR,
(ঘ) bbrr।
১.৮ নীচের বক্তব্য দুটি পড়ো এবং সঠিক বিকল্পটি বেছে নাও বক্তব্য ১: জীবদের মধ্যে অস্তিত্বের জন্য সংগ্রাম দেখা যায়। বক্তব্য ২: জীবেরা অত্যধিক হারে বংশবৃদ্ধি করে কিন্তু খাদ্য ও বাসস্থান সীমিত।–
(ক) বক্তব্য 1 সঠিক এবং বক্তব্য 2 ভুল,
(খ) বস্তুবা ২ সঠিক এবং বক্তব্য ১ ভুল,
(গ) বক্তব্য 1 ও বক্তব্য 2 সঠিক এবং বক্তব্য 2, বক্তব্য-1-এর সঠিক ব্যাখ্যা নয়,
(ঘ) বক্তব্য 1 ও বক্তব্য ২ সঠিক এবং বক্তব্য 2, বক্তব্য-1-এর সঠিক ব্যাখ্যা।
১.৯ 'নিবেশিত পত্ররন্ধ্র' কোন্ উদ্ভিদের পাতায় থাকে?
(ক) পদ্ম,
(খ) আম,
(গ) ক্যাকটাস,
(ঘ) তাল।
১.১০ উটের দেহকোশে জল সরবরাহ হয়-
(ক) পাকস্থলী থেকে,
(খ) মূত্রাশয় থেকে,
(গ) কুঁজের চর্বি থেকে,
(ঘ) চামড়ার নীচের চর্বি থেকে।
১.১১ একক সময়ে যে সংখ্যার নতুন সদস্য জননের মাধ্যমে পপুলেশনে যুক্ত হয়, তাকে বলে-
(ক) ন্যাটালিটি,
(খ) মর্টালিটি,
(গ) ডেমোগ্রাফি,
(ঘ) কমিউনিটি।
১.১২ কোটি গ্রিনহাউস গ্যাস নয়?
(ক) N₂O,
(খ) CFC,
(গ) ০₃,
(ঘ) SO₂।
১.১৩ পূর্ব হিমালয় জীববৈচিত্র্য হটস্পটের একটি বিপন্ন প্রজাতি হল-
(ক) লায়ন টেলড্ ম্যাকাক,
(খ) ওরাং-ওটাং,
(গ) রেড পান্ডা,
(ঘ) নীলগিরি থর।
বিভাগ-'খ'
২। নীচের ২৬টি প্রশ্ন থেকে ২১টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো:
নীচের বাক্যগুলোর শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও : (যে-কোনো পাঁচটি)
২.১ 'সুপ্রিম কমান্ডার' বা 'প্রভুগ্রন্থির প্রভু' হিসেবে যে অন্তঃক্ষরা গ্রন্থি পরিচিত তা হল________।
২.২ রেণুধর ও লিঙ্গধর দশার পর্যায়ক্রমিক আবর্তনকে______ বলে।
২.৩ একসংকর জননে টেস্ট ব্রুসের অনুপাত হল______।
২.৪ মাছ ও উভচরের মধ্যে সংযোগরক্ষাকারী প্রাণীটি হল________।
২.৫ WWF-এর পুরো কথাটি হল______।
২.৬ প্রাণীকোশে সেন্ট্রোজোম ও উদ্ভিদকোশে________ বেমতত্ত্ব গঠনে সাহায্য করে।
নীচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো: (যে-কোনো পাঁচটি)
২.৭ ট্রপিক চলন হল উদ্ভিদের বৃদ্ধিজ চলন।
২.৮ সপুষ্পক উদ্ভিদের স্ত্রীস্তবক রোমশ ও আঠালো গর্ভদণ্ডের সাহায্যে পরাগরেণু সংগ্রহ করে।
২.৯ হিমোফিলিয়া রোগে রক্ততঞ্চন ঘটে না।
২.১০ পায়রার বায়ুথলিস্থিত গরম বায়ু আপেক্ষিক গুরুত্ব কমিয়ে দেহকে হালকা রাখে।
২.১১ বাসক গাছের পাতায় পাওয়া যায় ভ্যাসিসিন।
২.১২ জন্মের সঙ্গে সঙ্গে স্তন্যপানের ইচ্ছা হল অর্জিত প্রতিবর্ত ক্রিয়া।
একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও : (যে-কোনো ছয়টি)
২.১৩ বিসদৃশ শব্দটি বেছে লেখো:
পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর, কোরাকো ব্রাকিয়ালিস, গ্যাস্ট্রোকনেমিয়াস।
২.১৪ CSF-এর পুরো নাম কী?
২.১৫ নীচে সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও :
10-19 বছর: বয়ঃসন্ধি :: 50 বছরের ঊর্ধ্বে :______।
২.১৬ DNA-তে উপস্থিত পিউরিন ও পিরিমিডিন বেসগুলির নাম লেখো।
২.১৭ কোন্ অবস্থায় জীবদেহে প্রচ্ছন্ন গুণ প্রকাশিত হয়?
২.১৮ শিম্পাঞ্জিরা কীভাবে শক্ত খোলা ভেঙে বাদাম খায়?
২.১৯ নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো: বায়ুদূষণ, জলদূষণ, খাদ্যসংকট, জনসংখ্যা বৃদ্ধি।
২.২০ বিজিনোসিসের কারণ লেখো।
বিভাগ-'গ'
৩। নীচের ১৭টি প্রশ্ন থেকে যে-কোনো ১২টি প্রশ্নের উত্তর দুই-তিনটি বাক্যে লেখো:
৩.১ প্রদত্ত বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে ট্রপিক ও ন্যাস্টিক চলনের পার্থক্য নিরূপণ করো: (ক) উদ্দীপকের প্রভাব, (খ) অক্সিন হরমোনের প্রভাব, (গ) উদ্ভিদের চলন অঙ্গ, (ঘ) চলনের অভিমুখ।
৩.২ প্রদত্ত ক্ষেত্রগুলির উপর সংকটকালীন হরমোনের প্রভাব বর্ণনা করো: (ক) শ্বাসক্রিয়া, (খ) চক্ষু।
৩.৩ গমনের চালিকা শক্তিগুলির একটি তালিকা দেওয়া হল। প্রতিক্ষেত্রে একটি করে উপযুক্ত উদাহরণ দাও- (ক) খাদ্যান্বেষণ, (খ) আত্মরক্ষা, (গ) অনুকূল পরিবেশের সন্ধান, (ঘ) প্রজনন।
৩.৪ কার্য অনুসারে স্নায়ুর প্রকারভেদগুলি উদাহরণসহ লেখো।
৩.৫ 'যৌন জনন দ্বারা উন্নত জীব সৃষ্টি হয়।' ব্যাখ্যা করো।
৩.৬ মানব বিকাশের বয়ঃসন্ধি দশায় যে যে পরিবর্তন ঘটে তার একটি তালিকা তৈরি করো।
৩.৭ অ্যামাইটোসিসকে প্রত্যক্ষ কোশ বিভাজন বলা হয় কেন?
৩.৮ সন্ধ্যামালতী ফুলের ক্ষেত্রে F₂ জনুতে মেন্ডেলের বংশগতি সংক্রান্ত প্রথম সূত্রের বিচ্যুতি কীভাবে প্রকাশিত হয় তা ক্রসের মাধ্যমে দেখাও।
৩.৯ বর্ণান্ধতার কারণ লেখো।
৩.১০ মিউটেশন বা পরিব্যক্তি কী?
৩.১১ প্রাকৃতিক নির্বাচনবাদের দুটি ত্রুটি উল্লেখ করো।
৩.১২ অতিরিক্ত জলক্ষয় সহনের জন্য উটের দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো।
৩.১৩ অভিযোজনকে বেঁচে থাকার কৌশল বলে কেন?
৩.১৪ লেগ হিমোগ্লোবিন না থাকলে রাইজোবিয়াম N₂ সংবন্ধন করতে পারে না কেন?
৩.১৫ তুমি দেখলে মাঠের পাশে পুকুরে প্রচুর শৈবাল জন্মেছে। এর কী কী কারণ থাকতে পারে বলে তোমার মনে হয়?
৩.১৬ বায়ুদূষণের ফলে কোনো উদ্দীপকের প্রতি অতি সক্রিয়তার কারণে মানুষের শ্বাসতন্ত্রে একটি সমস্যা সৃষ্টি হয়। সমস্যাটি চিহ্নিত করো ও তার উপসর্গগুলো লেখো।
৩.১৭ ইন-সিটু সংরক্ষণ কাকে বলে? উদাহরণ দাও।
বিভাগ-'ঘ'
৪। নীচের ৬টি প্রশ্ন বা তার বিকল্প প্রশ্নের উত্তর লেখো:
৪.১ মানুষের অক্ষিগোলকের লম্বচ্ছেদের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো: (ক) লেন্স, (খ) রেটিনা, (গ) তারারস্থ, (ঘ) পীতবিন্দু।
অথবা, একটি প্রাণীকোশের মাইটোসিস কোশ বিভাজনের ক্যারিওকাইনেসিসের দ্বিতীয় দশার একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো ও নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো- (ক) ক্রোমোজোম, (খ) বেমতত্ত্ব, (গ) ক্রোমোজোমীয় তত্ত্ব, (ঘ) মেটাফেজ প্লেট।
৪.২ প্রাণী মাইটোসিসের টেলোফেজ দশায় প্রদত্ত উপাদানের ক্ষেত্রে কী কী ঘটনা ঘটে তা মূল্যায়ন করো- (ক) নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাস, (খ) বেমতত্ত্ব, (গ) ক্রোমোজোম।
দ্বিনিষেক কাকে বলে?
অথবা, প্রদত্ত বৈশিষ্ট্যগুলির ওপর নির্ভর করে শাখাকলম ও জোড়কলমের পার্থক্য নির্ণয় করো- (ক) পদ্ধতি, (খ) অপত্যের বৈশিষ্ট্য,(গ) প্রকারভেদ।
জীবের বিকাশ বা পরিস্ফুরণ বলতে কী বোঝো?
৪.৩ অনেক পরিবারে কন্যাসন্তান জন্মের জন্য মাতাকে দায়ী করা হয়। এই ধারণাটি যথার্থ নয় তা ক্রসের সাহায্যে দেখাও।
হোমোজাইগোট বলতে কী বোঝো?
অথবা, একজন বর্ণান্ধতার বাহক মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তার বংশগতি কী হবে তা দেখাও।
থ্যালাসেমিয়া রোগীর দেহে লোহার আধিক্য ঘটে কেন? ৪.৪ অভিসারী বিবর্তন কাকে বলে? উদাহরণসহ ব্যাখ্যা করো।
মেরুদণ্ডী প্রাণীদের ভূণের বিকাশের দশায় যে সাধারণ বৈশিষ্ট্যগুলি পরিলক্ষিত হয় তা লেখো।
অথবা, ফণীমনসা গাছের জল সংরক্ষণের জন্য তিনটি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। বুইমাছের পটকার অভিযোজনগত গুরুত্ব লেখো।
৪.৫ 'মাটির অণুজীবরাই মাটিতে N₂ -এর ভাণ্ডার গড়ে তোলে' এই যুক্তির সপক্ষে তিনটি উদাহরণ দাও।
অ্যাসিড বৃষ্টির কারণ লেখো।
অথবা, প্রদত্ত দূষকগুলি মানবস্বাস্থ্যের উপর কীভাবে কুপ্রভাব বিস্তার করে আলোচনা করো- (ক) তেজস্ক্রিয় বিকিরণ, (খ) কীটনাশক।
পরিবেশে মৌলিক উপাদানগুলির ঘাটতি না হওয়ার কারণ লেখো।
৪.৬ PBR সম্পর্কে সংক্ষেপে লেখো। এনডেমিক প্রজাতি কাকে বলে? উদাহরণ দাও।
অথবা, মানুষ ও প্রাণীর ওপর শব্দদূষণের প্রভাব আলোচনা করো। কারসিনোজেন কাকে বলে? উদাহরণ দাও।