মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন (পার্ট–১৪) ২০২৫
প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী,
আজ আমরা এই পোষ্টের মাধ্যমে শেয়ার করতে চলেছি মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন। যেসব ছাত্র-ছাত্রী ২০২৫ সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য এই সাজেশনটি খুবই গুরুত্বপূর্ণ। চলো আর দেরি না করে নিচের সাজেশন গুলি দেখে নেয়া যায়।
মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন (পার্ট–১৪) ২০২৫ ||Madhyamik Life Science Suggestion
বিভাগ-'ক'
১। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো:
১.১ প্রদত্ত কোন্ জোড়টি সঠিক নয়? -
(ক) সিসমোন্যাস্টি – লজ্জাবতী,
(খ) কেমোন্যাস্টি - সূর্যমুখী,
(গ) ফোটোন্যাস্টি – পদ্ম,
(ঘ) থার্মোন্যাস্টি - টিউলিপ।
১.২ ফল পাকানোর জন্য প্রয়োজনীয় হরমোনটি হল- (ক) অক্সিন,
(খ) জিব্বেরেলিন,
(গ) ইথিলিন,
(ঘ) NAA।
১.৩ ক্রিকেট খেলায় আম্পায়ার wide-এর নির্দেশ দিলেন, এক্ষেত্রে হাতের সঞ্চালন কোন্ প্রক্রিয়ার সঙ্গে জড়িত? -
(ক) ফ্লেক্সন,
(খ) এক্সটেনশন,
(গ) অ্যাবডাকশন,
(ঘ) অ্যাডাকশন।
২৬ প্রদত্ত কোটি যৌন জনন সম্পর্কিত সঠিক তথ্য? - (ক) অপত্য জীবে প্রকরণ বা ভেদ সৃষ্টি হয়,
(খ) অপত্যে নতুন বৈশিষ্ট্যের উদ্ভব ঘটে না,
(গ) মাতৃদেহের হুবহু অপত্য সৃষ্টি হয়,
(ঘ) উন্নত জীব সৃষ্টি হয় না।
১.৫ ফুলের যে অংশটি ফলে পরিণত হয়, সেটি চিহ্নিত করো –
(ক) বৃতি,
(খ) দলমণ্ডল,
(গ) গর্ভাশয়,
(ঘ) গর্ভমুণ্ড।
১.৬ কোশচক্রের ক্যারিওকাইনেসিসের সর্বাপেক্ষা দীর্ঘস্থায়ী দশাটি হল–
(ক) প্রোফেজ,
(খ) মেটাফেজ,
(গ) অ্যানাফেজ,
(ঘ) টেলোফেজ।
১.৭ বংশগতির গঠনগত ও কার্যগত একক হল-
(ক) ক্রোমোজোম,
(খ) জিন,
(গ) DNA,
(ঘ) RNA।
১.৮ মটর উদ্ভিদের ফুল হল-
(ক) একলিঙ্গ ও স্বপরাগী,
(খ) উভলিঙ্গ ও ইতরপরাগী,
(গ) একলিঙ্গ ও ইতরপরাগী,
(ঘ) উভলিঙ্গ ও স্বপরাগী।
১.৯ হিমোফিলিক পুত্র ও স্বাভাবিক কন্যা রয়েছে। এমন পিতামাতার সম্ভাব্য জিনোটাইপ কী কী হতে পারে তা নির্ধারণ করো-
(ক) H||h, hll,
(খ) H||H, hii,
(গ) H||h, hif,
(ঘ) H||h, Hii।
১.১০ মিলার ও উরের পরীক্ষার CH₁, NH₃ ও H₂ -এর অনুপাত ছিল-
(ক) 2:2:1,
(খ) 1:2:2,
(গ) 2:1:2,
(ঘ) 2:2:21।
১.১১ প্রদত্ত তথ্যগুলির মধ্যে কোনগুলি শারীরবৃত্তীয় অভিযোজনকে নির্দেশ করে?-
(i) ক্যাকটাসে কাঁটার উপস্থিতি, (ii) উটের দেহের ওয়াটার স্যাক, (iii) মৌমাছির নৃত্য, (iv) সুন্দরী গাছের শ্বাসমূল, (v) বুইমাছের পটকা।
(ক) i, iii, v,
(খ) ii, iv,
(গ) iii, iv, v,
(ঘ) সবগুলিই।
১.১২ ঘোড়ার প্রাচীনতম আদি পুরুষের নাম-
(ক) ইকুয়াস,
(খ) মেসোহিপ্পাস,
(গ) ইওহিপ্লাস,
(ঘ) মেরিচিপ্পাস।
১.১৩ NO NO N₂O → N₂ এটি নাইট্রোজেন চক্রের কোন্ ধাপকে নির্দেশ করে তা স্থির করো –
(ক) নাইট্রিফিকেশন,
(খ) অ্যামোনিফিকেশন,
(গ) নাইট্রোজেন সংবন্ধন,
(ঘ) ডিনাইট্রিফিকেশন।
১.১৪ ব্রংকাইটিস রোগে আক্রান্ত দেহাঙ্গটি হল–
(ক) বক্ষগহ্বর,
(খ) শ্বাসপথ,
(গ) বৃক্ক,
(ঘ) ত্বক।
১.১৫ সুন্দাল্যান্ড জীববৈচিত্র্য হটস্পটের অবস্থান হল- (ক) উত্তর-পূর্ব ভারতের মেঘালয় ও অরুণাচল প্রদেশে, (খ) আন্দামান-নিকোবর, সুমাত্রা এবং জাভা প্রভৃতি দ্বীপ অঞ্চলে,
(গ) ভারতে পশ্চিম উপকূল বরাবর ঘন অরণ্যে ঢাকা পাহাড়ি অঞ্চলে,
(ঘ) সিকিম, দার্জিলিং এবং তরাই অঞ্চলে।
বিভাগ-'খ'
২। নীচের ২৬টি প্রশ্ন থেকে ২১টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো:
নীচের বাক্যগুলোর শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও: (যে-কোনো পাঁচটি)
২.১ টম্যাটোর রসে, নামক হরমোন অধিক পরিমাণে পাওয়া যায়।
২.২ কোশ বিভাজনের সময় ক্রোমোজোমের মুখ্য খাঁজস্থিত অংশের সঙ্গে বেমতত্ত্ব যুক্ত হয়।
২.৩ ক্রোমোজোমের যে নির্দিষ্ট অংশে একটি জিন অবস্থান করে তাকে বলে।
২.৪ ওপারিনের মতে থেকে আদি কোশ সৃষ্টি হয়েছিল।
২.৫ DDT-এর পুরো নাম হল
২.৬ হল ইউগ্লিনার গমনাঙ্গ।
নীচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো: (যে-কোনো পাঁচটি)
২.৭ হাইপোথ্যালামাসের নিউরোসিক্রেটরি কোশ থেকে অক্সিটোসিন ও ভেসোপ্রেসিন হরমোন ক্ষরিত হয়।
২.৮ প্ল্যানেরিয়া পুনরুৎপাদন পদ্ধতিতে জনন সম্পন্ন করে।
২.৯ থ্যালাসেমিয়া অ্যালোজোম বাহিত বংশানুক্রমিক রোগ হওয়ায় মহিলারা এই রোগের বাহক বেশি হন।
২.১০ আচরণ প্রাণীর অস্তিত্ব রক্ষায় ও জনন প্রক্রিয়ায় সাহায্য করে।
২.১১ অ্যানাবিনা একটি মিথোজীবী অণুজীব।
২.১২ অ্যাসিড বৃষ্টির কারণ হল বায়ুদূষণের ফলে সৃষ্ট SO₂ এবং NO₂ গ্যাস।
একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও (যে-কোনো ছয়টি)
২.১৩ বিসদৃশ শব্দটি বেছে লেখো: সাঁতার কাটা, সাইকেল চালানো, হাঁচি, বাদ্যযন্ত্র বাজানো।
২.১৪ ক্যালোরিজেনিক হরমোনের কম ক্ষরণের ফলে কী রোগ হয়?
২.১৫ নীচে সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও:
পতঙ্গপরাগী ফুল: এন্টোমোফিলি:: বায়ুপরাগী ফুল:-
২.২২ ক্লাসিক হিমোফিলিয়ার কারণ উল্লেখ করো।
২.২৩ 'রেটিয়া মিরাবিলিয়া'- এর কাজ কী?
২.২৪ ইন্টারজোনাল তত্ত্ব কী?
২.২৫ নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো: অভয়ারণ্য, ইন-সিটু সংরক্ষণ, জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ।
২.২৬ পপুলেশনের সংজ্ঞা দাও।
বিভাগ-'গ'
৩। নীচের ১৭টি প্রশ্ন থেকে যে-কোনো ১২টি প্রশ্নের উত্তর দুই-তিনটি বাক্যে লেখো:
৩.১ প্রদত্ত ক্ষেত্রগুলিতে সংশ্লেষিত কৃত্রিম হরমোনের ভূমিকা উল্লেখ করো- (ক) ফলের বৃদ্ধি, (খ) অপরিণত ফলের মোচন রোধ।
৩.২ ডায়াবেটিস ইনসিপিডাস ও ডায়াবেটিস মেলিটাস-এর মধ্যে পার্থক্য লেখো।
৩.৩ কারণ নির্ধারণ করো- (ক) হাইপোথ্যালামাসকে দেহের থার্মোস্ট্যাট বলে, (খ) থ্যালামাসকে রিলে কেন্দ্র বলে।
৩.৪ গমনের সময় মানুষের দেহের ভারসাম্য রক্ষার কাজে প্রদত্ত অঙ্গগুলির ভূমিকা লেখো- (ক) অন্তঃকর্ণ, (খ) লঘুমস্তিষ্ক।
৩.৫ ইস্টের কোরকোদ্গম প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হয় তা বর্ণনা করো।
৩.৬ ইন্টারফেজকে প্রস্তুতি দশা বলা হয় কেন?
৩.৭ জীবের বিকাশ বলতে কী বোঝো?
৩.৮ একটি বিশুদ্ধ কালো গিনিপিগের সঙ্গে একটি সংকর কালো গিনিপিগের মিলন ঘটালে F₂ জনুতে কীরকম অপত্য গিনিপিগ পাওয়া যাবে তা চেকারবোর্ডের মাধ্যমে দেখাও।
৩.৯ জিনগত পরামর্শদান কাকে বলে?
৩.১০ মেন্ডেলের পৃথকীভবনের সূত্রটি বিবৃত করো।
৩.১১ সমবৃত্তীয় অঙ্গের উদাহরণসহ (উদ্ভিদ ও প্রাণী) সংজ্ঞা দাও।
৩.১২ একজন মৎস্যশিকারির উপস্থিতি অনুভব করে ভাসতে থাকা একটি মাছ জলের গভীরে প্রবেশ করলো। মাছের এরূপ অভিযোজনের জন্য দায়ী অঙ্গটির ভূমিকা ব্যাখ্যা করো।
৩.১৩ 'যোগ্যতমের উদ্বর্তন'- বলতে কী বোঝো?
৩.১৪ N₂-এর জীবজ আবন্ধকরণ ছকের সাহায্যে উপস্থাপন করো।
৩.১৫ ইউট্রোফিকেশন ও অ্যালগাল ব্লুমের মধ্যে সম্পর্ক কী?
৩.১৬ ক্রমবর্ধমান জনসংখ্যা অরণ্যের ওপর কী প্রভাব বিস্তার করে তা লেখো।
৩.১৭ বায়োডাইভারসিটি হটস্পট-এর গুরুত্ব ব্যাখ্যা করো।
বিভাগ-'ঘ'
৪। নীচের ৬টি প্রশ্ন না তার বিকল্প প্রশ্নের উত্তর লেখো:
৪.১ মানবদেহের একটি আদর্শ নিউরোনের বিজ্ঞানসম্মত রেখাচিত্র আঁকো এবং রেখাচিত্রটিতে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো- (ক) অ্যাক্সন, (খ) সোয়ান কোশ, (গ) সাইন্যাপটিক নব, (ঘ) কোশদেহ।
অথবা, একটি উদ্ভিদে মাইটোসিস কোশ বিভাজনের মেটাফেজ দশার চিত্র অঙ্কন করো ও উল্লিখিত অংশগুলি চিহ্নিত করো- (ক) মেরু অঞ্চল, (খ) সেন্ট্রোমিয়ার, (গ) ক্রোমোজোম, (ঘ) অবিচ্ছিন্ন তত্ত্ব।
৪.২ প্রাকৃতিক অঙ্গজ জননের তিনটি পদ্ধতি আলোচনা করো। শৈশব ও বার্ধক্য দশার চারটি বিপরীতমুখী পরিবর্তন উল্লেখ করো।
অথবা, সপুষ্পক উদ্ভিদের যৌন জননের প্রদত্ত তিনটি পর্যায়ের ঘটনাগুলি বিবৃত করো- (ক) জনন কোশ বা গ্যামেট উৎপাদন, (খ) নিষেক, ষুণ সৃষ্টি ও নতুন উদ্ভিদ গঠন।
যদি একটি প্রাণীর দেহত্বকের কোশে ক্রোমোজোম সংখ্যা 26 হয়, তাহলে (ক) স্নায়ুকোশে, (খ) জনন কোশে ক্রোমোজোম সংখ্যা কত হবে?
৪.৩ প্রদত্ত বৈশিষ্ট্যগুলির ভিত্তিতে হোমোজাইগাস ও হেটারোজাইগাস-এর মধ্যে পার্থক্য লেখো (ক) জিনোটাইপের প্রকৃতি (খ) জনিতৃ গ্যামেটের প্রকৃতি, (গ) ফিনোটাইপিক বৈশিষ্ট্যের প্রকাশ।
বর্ণান্ধ পিতামাতার স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন পুত্র ও কন্যা হতে পারে কি? যুক্তিসহ লেখো।
অথবা, থ্যালাসেমিয়া রোগের কারণগুলি লেখো।
প্রকরণ বা ভেদ (Variation) কী?
৪.৪ শিম্পাঞ্জিদের মধ্যে খাদ্যাভ্যাস সম্পর্কিত কী কী আচরণগত কৌশল দেখা যায় তা আলোচনা করো। ক্যাকটাসের কান্ডের অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো।
অথবা, জীবনের উৎপত্তি সম্পর্কিত মিলার ও উরের পরীক্ষাটি সংক্ষেপে বর্ণনা করো। মিসিং লিংক কাকে বলে? উদাহরণ দাও।
৪.৫ ডেঙ্গুর জীবাণুবাহক মশা মারার জন্য তোমার পাড়ায় কীটনাশক ব্যবহার করা হলে তা পার্শ্ববর্তী জলাশয়ে প্রবেশ করে কীভাবে জীব বিবর্ধন ঘটাতে পারে তা শব্দচিত্রের সাহায্যে দেখাও। মানুষের বিভিন্ন ক্রিয়াকলাপের ফলে নাইট্রোজেন চক্র ব্যাহত হওয়ার সঙ্গে নিম্নলিখিত ঘটনাগুলির সম্পর্ক স্থাপন করো
(ক) বিশ্ব উন্নায়ন (খ) নদী এবং হ্রদের মাটি ও জলের আম্লীকরণ।
অথবা, জন বিস্ফোরণের কারণ হিসেবে প্রদত্ত বিষয়গুলি কীভাবে দায়ী তা বর্ণনা করো- (ক) কৃষির উন্নতি, (খ) চিকিৎসা শাস্ত্রের উন্নতি।
ভারতে গন্ডার হ্রাস পাওয়ার কারণ লেখো।
৪.৬ জীববৈচিত্র্য সংরক্ষণে JFM-এর ভূমিকা কী কী?
ইন-সিটু সংরক্ষণ কাকে বলে? উদাহরণ দাও।
অথবা, BOD বলতে কী বোঝো?
'মানুষের লাগামছাড়া অনেক কাজই পরিবেশ দূষিত করে" এর সপক্ষে তিনটি উদাহরণ দিয়ে উক্তিটি সমর্থন করো।