৬২৫টি শূন্যপদে গ্রুপ-C পদে চাকরির সুযোগ, নিয়োগ করবে DG EME দপ্তর
বেকার যুবক-যুবতীদের জন্য সুখবর। ডিরেক্টরেট জেনারেল অফ ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স (DG EME) দপ্তর থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। DG EME হলো প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ একটি কেন্দ্রীয় সরকারি সংস্থা। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো।
নিয়োগকৃত পদসমূহ:
লোয়ার ডিভিশন ক্লার্ক, মাল্টি টাস্কিং স্টাফ, ফায়ারম্যান, কুক, নাপিত, ফার্মাসিস্ট, ইলেকট্রিশিয়ান, টেলিকম মেকানিক্স, ভেহিকেল মেকানিক, ড্রাফ্টসম্যান, স্টেনোগ্রাফার, ফিটার, ওয়েল্ডার, স্টোরকিপার, সিভিলিয়ান মোটর ড্রাইভার, ফায়ার ইঞ্জিন ড্রাইভার, ওয়াশারম্যান প্রভৃতি।
শূন্যপদ সংখ্যা:
মোট ৬২৫টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা:
প্রতিটি পদের জন্য ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। আবেদনকারীদের মধ্যে ন্যূনতম মাধ্যমিক থেকে উচ্চমাধ্যমিক, আইটিআই, কিংবা ডিপ্লোমা ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। স্টেনোগ্রাফার এবং লোয়ার ডিভিশন ক্লার্ক পদের জন্য কম্পিউটার স্কিল টেস্ট দিতে হবে।
আরও দেখুন - স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় ১৩৭৩৫টি পদে নিয়োগ
বয়সসীমা:
সাধারণ এবং EWS প্রার্থীদের জন্য বয়সসীমা: ১৮ থেকে ২৫ বছর বা ১৮ থেকে ৩০ বছর (পদের উপর নির্ভর করে)।
সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।
বেতনক্রম:
কেন্দ্রীয় সপ্তম পে কমিশন অনুযায়ী, পে ব্যান্ড ১ (₹৫২০০-₹২০২০০), গ্রেড পে ₹১৮০০ থেকে পে ব্যান্ড ৪ (₹৫২০০-₹২০২০০), গ্রেড পে ₹২৮০০ পর্যন্ত নির্ধারিত।
পরীক্ষা পদ্ধতি:
নিয়োগ প্রক্রিয়ায় থাকবে লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট/ট্রেড টেস্ট, ডকুমেন্ট যাচাই এবং মেডিকেল পরীক্ষা। কিছু পদের জন্য লিখিত পরীক্ষার আগে শারীরিক পরীক্ষা নেওয়া হবে।
আবেদন পদ্ধতি:
আবেদনপত্র নির্ধারিত ফরম্যাটে পূরণ করে প্রয়োজনীয় নথিপত্রসহ নির্দিষ্ট ঠিকানায় সাধারণ ডাকযোগে পাঠাতে হবে।
আবেদন ফি:
আবেদন করার জন্য কোনো ফি প্রদান করতে হবে না।
আবেদনের শেষ তারিখ:
বর্তমানে শর্ট নোটিশ প্রকাশিত হয়েছে। অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ২১ দিনের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
বেকার প্রার্থীদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। তাই দ্রুত আবেদন করার প্রস্তুতি নিন।
অফিসিয়াল বিজ্ঞপ্তি- Download PDF