মাধ্যমিক ইতিহাস সাজেশন (পার্ট–৯) ২০২৫
প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী,
আজ আমরা এই পোষ্টের মাধ্যমে শেয়ার করতে চলেছি মাধ্যমিক ইতিহাস সাজেশন। যেসব ছাত্র-ছাত্রী ২০২৫ সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য এই সাজেশনটি খুবই গুরুত্বপূর্ণ। চলো আর দেরি না করে নিচের সাজেশন গুলি দেখে নেয়া যায়।
মাধ্যমিক ইতিহাস সাজেশন (পার্ট–৯) ২০২৫ ||Madhyamik history Suggestion (Part –9)
বিভাগ-ক
১। সঠিব এটি বেছে নিয়ে লেখো:
১.১'নিষিদ্ধ শহর' বলা হয়-
(ক) লাসাকে,
(খ) বেইজিংকে,
(গ) রোেমকে,
(ঘ) কনস্ট্যান্টিনোপলকে।
১.২ 'সোমপ্রকাশ' পত্রিকাটির প্রকাশক হলেন-
(ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়,
(খ) দ্বারকানাথ বিদ্যাভূষণ,
(গ) দীনবন্ধু মিত্র,
(ঘ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
১.৩ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক ছিলেন –
(ক) সৈয়দ আমির আলি,
(খ) আবদুল লতিফ,
(গ) দেলওয়ার হোসেন আহমেদ,
(ঘ) সৈয়দ আহমদ।
১.৪ রামকৃত্ব মিশনের প্রতিষ্ঠাতা হলেন-
(ক) রামকৃয়,
(খ) স্বামী বিবেকানন্দ,
(গ) রামমোহন রায়,
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর।
১.৫ 'হিন্দু প্যাট্রিয়ট' পত্রিকার সম্পাদক ছিলেন-
(ক) হরিশচন্দ্র মুখোপাধ্যায়,
(খ) দেবেন্দ্রনাথ ঠাকুর,
(গ) মধুসুদন রায়,
(ঘ) মহাত্মা গান্ধি।
১.৬ দার-উল-হারব শব্দের অর্থ হল-
(ক) বিধর্মীর দেশ,
(খ) বন্দুর দেশ,
(গ) বিদ্রোহের দেশ,
(ঘ) সামরিক দেশ।
১.৭ 'হুল' শব্দটি দিয়ে বোঝানো হয়-
(ক) মুন্ডা বিদ্রোহকে,
(খ) সাঁওতাল বিদ্রোহকে,
(গ) কোল বিদ্রোহকে
(ঘ) চুয়াড় বিদ্রোহকে।
১.৮ 'এইটিন ফিফটি সেভেন' নামক গ্রন্থটির রচয়িতা হলেন-
(ক) রমেশচন্দ্র মজুমদার,
(খ) সুরেন্দ্রনাথ সেন,
(গ) রমেশচন্দ্র দত্ত
(ঘ) ভি ডি সাভারকর।
১.৯ ভারতসভার কার্যক্রমে যুক্ত ছিলেন-
(ক) কেশবচন্দ্র সেন,
(খ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়,
(গ) হরিশচন্দ্র মুখোপাধ্যায়,
(ঘ) গগনেন্দ্রনাথ ঠাকুর।
১.১০ আধুনিক ভারতীয় চিত্ররীতির জনক বলা হয়-
(ক) রবীন্দ্রনাথ ঠাকুরকে,
(খ) অবনীন্দ্রনাথ ঠাকুরকে,
(গ) দেবেন্দ্রনাথ ঠাকুরকে
(ঘ) রথীন্দ্রনাথ ঠাকুরকে।
১.১১ 'বসু বিজ্ঞান মন্দির' প্রতিষ্ঠা করেন-
(ক) জগদীশচন্দ্র বসু,
(খ) সত্যেন্দ্রনাথ বসু,
(গ) চন্দ্রমুখী বসু,
(ঘ) আনন্দমোহন বসু।
১.১২ সন্দেশ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন-
(ক) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী,
(খ) লীলা মজুমদার,
(গ) সুকুমার রায়,
(ঘ) সত্যজিৎ রায়।
১.১৩ মোপালা বিদ্রোহ (১৯২১) হয়েছিল-
(ক) মালাবার উপকূলে,
(খ) কোঙ্কণ উপকূলে,
(গ) গোদাবরী উপত্যকায়,
(ঘ) তেলেঙ্গানা অঞ্চলে।
১.১৪ 'লাঙল যার জমি তার' এই স্লোগান যে আন্দোলনের সঙ্গে যুক্ত তার নাম হল –
(ক) তেভাগা আন্দোলন,
(খ) তেলেঙ্গানা আন্দোলন,
(গ) একা আন্দোলন,
(ঘ) পুন্নাপ্রা-ভায়লার আন্দোলন।
১.১৫ ভারতে মহাত্মা গান্ধির প্রথম সত্যাগ্রহ আন্দোলন ছিল–
(ক) খেদা,
(খ) চম্পারন,
(গ) আমেদাবাদ,
(ঘ) রাওলাট।
১.১৬ বাংলায় মতুয়া ধর্মের প্রবর্তক ছিলেন-
(ক) রামেন্দ্রসুন্দর ত্রিবেদী,
(খ) যোগেন্দ্রনাথ মণ্ডল,
(গ) প্রমথরঞ্জন ঠাকুর,
(ঘ) হরিচাদ ঠাকুর।
১.১৭ দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন-
(ক) কল্পনা দত্ত,
(খ) লীলা নাগ (রায়),
(গ) বাসন্তী দেবী,
(ঘ) বীণা দাস।
১.১৮ 'গদর' শব্দের অর্থ হল –
(ক) বিপ্লব,
(খ) পবিত্র,
(গ) দেশপ্রেম,
(ঘ) মাতৃভূমি।
১.১৯ ভারতের রাজনীতিতে 'লৌহমানব' বলে পরিচিত ছিলেন-
(ক) মহাত্মা গান্ধি,
(খ) সর্দার বল্লভভাই প্যাটেল,
(গ) মহম্মদ আলি জিন্না,
(ঘ) রাজেন্দ্র প্রসাদ।
১.২০ ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় –(ক) ১৯৫০-৫১ খ্রিস্টাব্দে,
(খ) ১৯৫১-৫২ খ্রিস্টাব্দে,
(গ) ১৯৫২-৫৩ খ্রিস্টাব্দে,
(ঘ) ১৯৫৩-৫৪ খ্রিস্টাব্দে।
বিভাগ-খ
২। নীচের প্রশ্নগুলির উত্তর দাও : (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত ১টি করে মোট ১৬টি প্রশ্নের উত্তর দাও)
উপবিভা ২.১ একটি বাক্যে উত্তর দাও :
২.১.১ প্রথম বাংলা নির্বাক চলচ্চিত্রের নাম কী?
২.১.২ 'বিধবাবিবাহ আইন' কোন্ বৎসর পাস হয়? ২.১.৩ দিকু কাদের বলা হত?
২.১.৪ জাতীয় শিক্ষা পরিষদ কবে স্থাপিত হয়?
উপবিভাগ ২.২ ঠিক বা ভুল নির্ণয় করো:
২.২.১ জেসুইট মিশনারিদের উদ্যোগে 'সেন্ট জেভিয়ার্স কলেজ' স্থাপিত হয়।
২.২.২ ফরাজি আন্দোলন শুরুতে ছিল একটি ধর্মাশ্রয়ী আন্দোলন।
২.২.৩ ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু। ২.২.৪ গান্ধিজি অস্পৃশ্যতার বিরোধী ছিলেন।
উপবিভাগ ২.৩ প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নামাঙ্কিত করো:
২.৩.১ দিসি,
২.৩.২ আমেদাবাদ,
২.৩.৩ ডান্ডি,
২.৩.৪ দেশীয় রাজ্য কাশ্মীর।
উপবিভাগ ২.৪ নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো:
২.৪.১ বিবৃতি: সরলাদেবী চৌধুরানি লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন।
ব্যাখ্যা ১: বিদেশি পণ্য বিক্রির জন্য।
ব্যাখ্যা ২: আন্দোলনকারী মহিলাদের সাহায্যের জন্য।
ব্যাখ্যা ৩: স্বদেশি পণ্য বিক্রির জন্য।
২.৪.২ বিবৃতি: শিক্ষিত বাঙালি মধ্যবিত্ত সমাজ মহাবিদ্রোহ থেকে নিজেদের দূরে রাখে।
ব্যাখ্যা ১: বাঙালি জাতি ভীরু প্রকৃতির।
ব্যাখ্যা ২: শ্রেণিগত স্বার্থের কারণেই তারা ব্রিটিশদের সমর্থন করেছিল।
ব্যাখ্যা ৩: তারা অধিকাংশ ইংরেজ শাসনের নিযুক্ত কর্মচারী ছিলেন।
২.৪.৩ বিবৃতি : রবীন্দ্রনাথ ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থা পছন্দ করতেন না।
ব্যাখ্যা ১: কারণ, এই শিক্ষাব্যবস্থা ছিল ব্যয়সাপেক্ষ।
ব্যাখ্যা ২: কারণ, এই শিক্ষাব্যবস্থার মাধ্যম ছিল মাতৃভাষা।
ব্যাখ্যা ৩: কারণ, এই শিক্ষাব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাত না।
২.৪.৪ বিবৃতি : মাতঙ্গিনী হাজরাকে 'গান্ধিবুড়ি' বলা হয়।
ব্যাখ্যা ১: মাতঙ্গিনী হাজরা গান্ধিজির মতো বৃদ্ধ বয়সেও আন্দোলনে যোগ দিয়েছিলেন।
ব্যাখ্যা ২: মাতঙ্গিনী হাজরা গান্ধিজির অহিংস উপায় অবলম্বন করে আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন।
ব্যাখ্যা ৩: মাতঙ্গিনী হাজরা মিছিলে গুলিবিদ্ধ হওয়ার আগে গান্ধিজির জয়ধ্বনি দিয়েছিলেন।
বিভাগ-গ
৩। দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : (যে-কোনো ১১টি)
৩.১ ইনটারনেট ব্যবহারের দুটি সুবিধা লেখো।
৩.২ ১৮৭৮ খ্রিস্টাব্দে সরকার কেন সোমপ্রকাশ পত্রিকার প্রকাশ বন্ধ করে দেয়?
৩.৩ ব্রাহ্মসমাজের যে-কোনো দুটি সমাজসংস্কারমূলক কাজের উল্লেখ করো।
৩.৪ বামাবোধিনী পত্রিকার লক্ষ্য কী ছিল?
৩.৫ তারিকা-ই-মহম্মদীয়া কোন্ আন্দোলনকে বলা হয় এবং কেন?
৩.৬ ১৮৩০ খ্রিস্টাব্দের Regulation V & VII কী?
৩.৭ নবগোপাল মিত্র কে ছিলেন?
৩.৮ ইলবার্ট বিল কী?
৩.৯. বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল?
৩.১০ হিকি সাহেবের বেঙ্গল গেজেটের গুরুত্ব কী ছিল?
৩.১১ ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল?
৩.১২ বারদৌলি সত্যাগ্রহ বলতে কী বোঝায়?
৩.১৩ অস্পৃশ্যতা দূরীকরণকল্পে আম্বেদকর কী কী পদক্ষেপ নিয়েছিলেন?
৩.১৪ 'অলিন্দ যুদ্ধ' কী বা কাকে বলে?
৩.১৫ সরকারি ভাষা আইন কেন পাস হয়?
৩.১৬ দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির দলিল বলতে কী বোঝায়?
বিভাগ-ঘ
৪। সাত বা আটটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও :
(প্রতিটি উপবিভাগ থেকে অন্তত ১টি করে মোট ৬টি প্রশ্নের উত্তর দিতে হবে)
উপবিভাগ ঘ.১
৪.১ স্বামী বিবেকানন্দের ধর্মসংস্কারের আদর্শ ব্যাখ্যা করো।
৪.২ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা সম্পর্কে লেখো।
উপবিভাগ ঘ.২
৪.৩ মহারানির ঘোষণাপত্রের (১৮৫৮) ঐতিহাসিক তাৎপর্য কী?
৪.৪ 'গোরা' উপন্যাসটিতে রবীন্দ্রনাথের যে জাতীয়তাবাদী ভাবধারার পরিচয় পাওয়া যায় তা বিশ্লেষণ করো।
উপবিভাগ ঘ.৩
৪.৫ বঙ্গভঙ্গবিরোধী আন্দোলনের সময়ে শ্রমিক শ্রেণির ভূমিকা কীরূপ ছিল?
৪.৬ টীকা লেখো: নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস (AITUC)।
উপবিভাগ ঘ.৪
৪.৭ স্মৃতিকথায় দেশভাগের যে চিত্র ফুটে উঠেছে তা বর্ণনা করো।
৪.৮ সংক্ষিপ্ত টীকা লেখো: দেশবিভাগ (১৯৪৭ খ্রিস্টাব্দ) জনিত উদ্বাস্তু সমস্যা।
বিভাগ-ঙ
৫। পনেরো বা ষোলোটি বাক্যে যে-কোনো ১টি প্রশ্নের উত্তর দাও :
৫.১ বাংলায় ইংরেজি শিক্ষার প্রসার সম্পর্কে আলোচনা করো।
৫.২ উনিশ শতকে ভারতীয়দের মধ্যে জাতীয় চেতনার উন্মেষের কারণসমূহ আলোচনা করো।
৫.৩ ভারত ছাড়ো আন্দোলনপর্বে কৃষক আন্দোলনের পরিচয় দাও।