Ads Area


20শে এপ্রিল 2025 প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স || 20/04/2025 Daily Current Affairs in Bengali

Top Post Ad

প্রিয় পাঠকগণ আজ আমরা 20শে এপ্রিল 2025 প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স (বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স Pdf 20/04/2025) উপস্থাপন করছি। WBCS, RAIL, POLICE, SSC, PSC, FOOD SI, ক্লার্কশিপ, SSC GD, ETC -এর জন্য আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। আজকের গুরুত্বপূর্ণ বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স গুলি-


20ই এপ্রিল 2025 প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স || 20/04/2025 Daily Current Affairs in Bengali

20/04/2025 Daily Current Affairs in Bengali

1. বিশ্ব ঐতিহ্য দিবস পালন করা হয় ১৮ই এপ্রিল; এবছরের থিম হলো- "Heritage under Threat from Disasters and Conflicts: Preparedness and Learning from 60 Years of ICOMOS Actions"

2. Indian Weightlifting Federation-এর অ্যাথলিট কমিশনের চেয়ারপার্সন হিসেবে নির্বাচিত হলেন অলিম্পিকে রৌপ্য পদকজয়ী মীরাবাঈ চানু

3. ভারতের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হবেন বিচারপতি বি আর গাভাই

4. গিগ সেক্টরে কর্মসংস্থান বাড়াতে Swiggy এর সাথে MoU স্বাক্ষর করলো শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক সাথে MoU

5. 2025 ISSF World Cup -এ ১০ মিটার। ১০ মিটার ও এয়ার জিতলেন ভারতীয় শ্যুটার সৌরভ চৌধুরী ১০ এ পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ মেডেল

6. সম্প্রতি GI Tag পেল বারাণসীর বিখ্যাত বাদ্যযন্ত্র সানাই

7. দেশব্যাপী সরকারি মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে SC ও OBC ১০০% বৃতি। শিক্ষার্থীদের জন্য ১০০% বৃত্তি ঘোষণা করলো হরিয়ানা সরকার

8. কথাসাহিত্যের জন্য ২০২৫ সালের বঙ্কিম পুরস্কারে ভূষিত হলেন সন্মাত্রানন্দ

9. Defence Literature Festival 'Kalam & Kavach 2.0' অনুষ্ঠিত হলো নিউ দিল্লীতে

10. মধ্যপ্রদেশকে পরাজিত করে 15th Hockey India Sr Men National Championship টাইটেল জিতলো পাঞ্জাব

আরও পড়ুন-

19/04/2025 Daily Current Affairs in Bengali

18/04/2025 Daily Current Affairs in Bengali

17/04/2025 Daily Current Affairs in Bengali

Below Post Ad

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.