Ads Area


Time and Distance Math Practice Set in Bengali || সময় ও দূরত্বের অংক Pdf

Top Post Ad

 সময় ও দূরত্বের অংক MCQ Practice Set

প্রিয় পাঠকগণ আজ আমরা সময় ও দূরত্বের অংক MCQ Practice Set উপস্থাপন করছি। WBCS, RAIL, POLICE, SSC, PSC, FOOD SI, ক্লার্কশিপ, SSC GD, ETC -এর পরীক্ষার জন‍্য খুবই হেল্পফুল হবে।


Time and Distance Math Practice Set in Bengali || সময় ও দূরত্বের অংক Pdf

সময় ও দূরত্বের অংক Pdf প্রশ্ন উত্তর

1. প্লাটফর্মে দাঁড়িয়ে এক ব্যক্তি দেখে যে একটি এক্সপ্রেস ট্রেন তাকে 15 সেকেণ্ডে অতিক্রম করে। যদি এক্সপ্রেস ট্রেনটির গতিবেগ 60 কিমি/ঘণ্টা হয়, তবে ট্রেনটির দৈর্ঘ্য কত?

(A) 300 মিটার

(B) 250 মিটার

(C) 150 মিটার

(D) 200 মিটার

2. 150 মিটার দীর্ঘ একটি ট্রেন ঘণ্টায় 70 কিমি বেগে (speed) চললে 200 মিটার দীর্ঘ একটি সেতু (bridge) অতিক্রম করতে ট্রেনটির কত সেকেন্ড সময় লাগবে?

(A) 16

(B) 30

(C) 18

(D) 24

3. একটি ট্রেন একটি প্ল্যাটফর্মকে ও প্ল্যাটফর্মে দাঁড়ানো এক মহিলাকে যথাক্রমে 40 সেকেন্ড ও 30 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ যদি 108 কিমি/ঘণ্টা হয়, তবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত?

(A) 300 মিটার

(B) 900 মিটার

(C) 100 মিটার

(D) 1020 মিটার

4. নিজের স্বাভাবিক গতিবেগের 5/6 গতিবেগে গেলে একটি ট্রেন গন্তব্যে 10 মিনিট দেরিতে পৌঁছায়। যদি ট্রেনটি তার স্বাভাবিক গতিতে চলত, তাহলে পৌঁছাতে কত সময় লাগত?

(A) 60 মিনিট

(B) 20 মিনিট

(C) 40 মিনিট

(D) 50 মিনিট

5. দুটি ট্রেন, যাদের গতিবেগ যথাক্রমে 30 কিমি/ঘণ্টা ও 27 কিমি/ঘন্টা, পরস্পরের থেকে 342 কিমি দূরে থাকা অবস্থায় পরস্পরের উদ্দেশে যাত্রা শুরু করে। কত সময় পরে (ঘণ্টায়) তারা পরস্পর মিলিত হবে?

(A) 8

(B) 9

(C) 5

(D) 6

6. একটি বিড়ালের 5 লাফ যেতে যে সময় লাগে সেই সময়ে একটি কুকুর 4 লাফ যায়, কিন্তু কুকুরের ও লাফ বিড়ালের 4 লাফের সমান। বিড়াল ও কুকুরটির দ্রুতির (speed) অনুপাত (ratio) কত?

(A) 15:11

(B) 15:16

(C) 16: 15

(D) 11:15

7. 137 মিটার ও 163 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পরস্পরের দিকে যথাক্রমে 42 কিমি/ঘণ্টা ও 48 কিমি/ঘন্টা বেগে আসতে থাকলে, তাদের পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে?

(A) 30 সেকেন্ড

(B) 10 সেকেন্ড

(C) 12 সেকেন্ড

(D) 24 সেকেন্ড

8. একজন মোটর আরোহী A থেকে ৪ স্থানে 20 কিমি/ঘণ্টা বেগে যান এবং 30 কিমি/ঘন্টা বেগে ফিরে আসেন। আরোহীর গড় (average) বেগ কত ছিল?

(A) 22 কিমি/ঘণ্টা

(B) 24 কিমি/ঘণ্টা

(C) 26 কিমি/ঘণ্টা

(D) 23 কিমি/ঘণ্টা

9. দুইজন ব্যক্তি একইদিকে যথাক্রমে ও কিমি/ঘণ্টা ও 6 কিমি/ঘণ্টা বেগে (speed) হাঁট ছিলেন। একটি ট্রেন পিছন দিক থেকে এসে তাদের যথাক্রমে (respectively) 9 সেকেন্ডে ও 10 সেকেন্ডে অতিক্রম (cross) করে। ট্রেনটির বেগ (speed) কত?

(A) 35 কিমি/ঘণ্টা

(B) 33 কিমি/ঘন্টা

(C) 40 কিমি/ঘণ্টা

(D) 22 কিমি/ঘণ্টা

10. একটি ট্রেন 800 m এবং 400m লম্বা দুটি সেতু যথাক্রমে 100 সেকেণ্ডে এবং 60 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য (length) কত?

(A) 250m

(B) 350m

(C) 300m

(D) 200m

11. দুটি ট্রেনের বেগের (speed) অনুপাত (ratio) 7: 8, যদি দ্বিতীয় ট্রেনটি 5 ঘণ্টায় 400 কিমি অতিক্রম করে তবে প্রথম ট্রেনের বেগ (speed) কত?

(A) 55 কিমি/ঘণ্টা

(B) 75 কিমি/ঘণ্টা

(C) 70 কিমি/ঘন্টা

(D) 60 কিমি/ঘণ্টা

12. স্টপেজে না থামলে একটি বাস । ঘণ্টায় 54 কিমি পথ অতিক্রম করে। স্টপেজে দাঁড়ালে বাসটি 1 ঘণ্টায় 36 কিমি পথ অতিক্রম করলে, প্রতি ঘণ্টায় বাসটি কত মিনিট স্টপেজের জন্য দাঁড়ায়?

(A) 20

(B) 40

(C) 50

(D) 30


উত্তর

1. (B) 250 মিটার

2. (C) 18

3. (A) 300 মিটার

4. (D) 50 মিনিট

5. (D) 6

6. (B) 15:16

7. (C) 12 সেকেন্ড

8. (B) 24 কিমি/ঘণ্টা

9. (B) 33 কিমি/ঘন্টা

10. (D) 200m

11. (C) 70 কিমি/ঘন্টা

12. (A) 20

Below Post Ad

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.