Ads Area


রাস্তায় ক্রিকেট খেলা (মাইকেল অ্যানটনি) প্রশ্ন ও উত্তর || সপ্তম শ্রেণীর বাংলা || Rastay Cricate Khela Questions

রাস্তায় ক্রিকেট খেলা
মাইকেল অ্যানটনি

প্রিয় ছাত্রছাত্রীরা এই আর্টিকেলে আমরা Class 7 এর বাংলা বইয়ের রাস্তায় ক্রিকেট খেলা প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি। তোমাদের সপ্তম শ্রেনীর পাঠ্যবইতে মাইকেল অ্যানটনি এর লেখা রাস্তায় ক্রিকেট খেলা  রয়েছে। এই গল্প থেকে কিছু প্রশ্নপত্র  রয়েছে তার সমাধান আমরা এখানে করে দিলাম। এবং তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। আশা করি এই প্রশ্ন উত্তর তোমাদের ভালো লাগবে।

সপ্তম শ্রেণীর বাংলা || রাস্তায় ক্রিকেট খেলা (মাইকেল অ্যানটনি) প্রশ্ন ও উত্তর || Rastay Cricate Khela Questions And Answers


সপ্তম শ্রেণীর বাংলা || রাস্তায় ক্রিকেট খেলা (মাইকেল অ্যানটনি) প্রশ্ন ও উত্তর || Rastay Cricate Khela Questions And Answers



১) তোমার রাজ্যের কোন্ দিকে সমুদ্র রয়েছে?

উত্তর: আমার রাজ্য পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে সমুদ্র রয়েছে।

২) খেলাধূলা নিয়ে লেখা তোমার পড়া বা শোেনা একটি গল্পের নাম লেখো।

উত্তর: খেলাধূলা নিয়ে লেখা একটি গল্প (উপন্যাস) হল মতি নন্দীর লেখা 'কোনি'।

৩) ঘরের ভিতরের ও বাইরের দুটো খেলার নাম লেখো।

উত্তর: ঘরের ভেতরের খেলা হল দাবা, টেবিল টেনিস এবং ঘরের বাইরের খেলা হল ফুটবল, ক্রিকেট।

৪) তোমার রাজ্যের একজন বিখ্যাত ক্রিকেট খেলোয়াড়ের নাম লেখো।

উত্তর: আমার রাজ্যের একজন বিখ্যাত ক্রিকেট খেলোয়াড় হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

৫) তোমার জানা ঋতু বিষয়ক যে-কোনো একটি ছড়ার প্রথম পঙ্ক্তি লেখো।

উত্তর: "এসেছে শরৎ হিমের পরশ/লেগেছে হাওয়ার পরে” (রবীন্দ্রনাথ ঠাকুর)।

৬) সমুদ্রের ধারে ঝড় কীভাবে ভয়ংকর হয়ে ওঠে?

উত্তর: কখনো-কখনো সমুদ্রের উপকূলে আছড়ে পড়ে ভয়ংকর ঝোড়ো বাতাস। উত্তাল হয়ে ওঠে সমুদ্র এবং ঢেউ বিশাল আকার নেয়। লন্ডভন্ড হয়ে যায় সমুদ্রের কাছাকাছি অঞ্চল এবং এইভাবেই সমুদ্রের ধারে ঝড় ভয়ংকর হয়ে ওঠে।

৭) গল্পে মোট ক-টি কিশোর চরিত্রের সন্ধান পেলে? গল্পের একমাত্র বয়স্ক চরিত্রটি কে?

উত্তর: আলোচ্য গল্পটিতে মোট তিনটি কিশোর চরিত্র আছে। একজন হল গল্পকথক সেলো, বাকি দু-জন তার বন্ধু-অ্যামি ও ভার্ন। 

গল্পটিতে একমাত্র বয়স্ক চরিত্রটি হলেন অ্যামি আর ভার্নের মা।

৮) সেলো ভার্নের ব্যাট বল কেন ও কোথায় ছুঁড়ে ফেলে দিয়েছিল?

 উত্তর: সেলো ব্যাট করার সময়ে বৃষ্টি নামে। অথচ বৃষ্টি থামার পর সেলোকে ব্যাট না দিয়ে টস হয়। টসে অ্যামির কাছে হেরে যাওয়ায় সেলোকে দু-নম্বরে ব্যাট করতে হত, এটা মেনে নেওয়া তার পক্ষে সম্ভব হয় না। তাই দুঃখে, রাগে সেলো তার বন্ধু ভার্নের ব্যাট আর বল ছুড়ে ফেলে দিয়েছিল তাদের বাড়ির পেছনের ঝোপে।

৯) তাদের বিবাদ কীভাবে মিটে গেল?

উত্তর: নতুন বছরের গোড়ার দিকে একদিন বাড়ির দিকে যেতে গিয়ে বন্ধুত্বের টানে সেলো চলে যায় ভার্ন আর অ্যামির দিকে। তারা তখন সবে রাস্তায় ক্রিকেট খেলা শুরু করছে। সেলোকে দেখে আনন্দে উদ্ভাসিত অ্যামি আর ভার্ন তাকে খেলতে আহবান করে, -এভাবেই তাদের বিবাদ মিটে যায়।

১১) মাইকেল অ্যানটনি রচিত 'রাস্তায় ক্রিকেট খেলা' বাংলায় অনুবাদ করেন কে?

উত্তর: মাইকেল অ্যানটনি রচিত 'রাস্তায় ক্রিকেট খেলা' বাংলায় তরজমা করেন তীর্থঙ্কর চট্টোপাধ্যায়।

১২) বর্ষাকালে মেয়ারোর রাস্তায় ক্রিকেট খেলার কী অসুবিধা ছিল?

উত্তর: বর্ষাকালে মেয়ারোর রাস্তায় ক্রিকেট খেলতে গেলেই বৃষ্টি আসত, যার ফলে উঠোনে ঢুকে যেতে হত।

১৩) অ্যামি আর ভার্নের ফুর্তির কারণ কী ছিল?

উত্তর: অ্যামি আর ভার্নের ফুর্তির কারণ ছিল ঝমঝম বৃষ্টিতে তারা মজা পাচ্ছিল।

১৪) বৃষ্টি পড়ার সময় ভার্ন ও তার সঙ্গীরা কী ছড়া বলছিল?

উত্তর: বৃষ্টি পড়ার সময় ভার্ন ও তার সঙ্গীরা চিৎকার করে বলে-“নেবুর পাতায় করমচা,/হে বৃষ্টি, স্পেনে যা।”

১৫)"নিকুচি! মনে মনে বললাম।"-বক্তা কেন এ কথা বললেন?

 উত্তর: বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যাওয়ার জন্য বক্তা এ কথা বললেন।

১৬) চাদর যাতে ময়লা না হয় সেজন্য কথক কী করেছিল?

উত্তর: চাদর যাতে ময়লা না হয় সেজন্য সেলো পা মুছে বিছানায় উঠেছিল।

১৭) সেলো ভয়ে সিঁটিয়ে ছিল কেন?

উত্তর: সেলো বাজ পড়ার শব্দের ভয়ে সিঁটিয়ে ছিল।

১৮) "পাশের বাড়ির অ্যামি আর ভার্নের খুব ফুর্তি।"-এই ফুর্তির পরিচয় দাও।

উত্তর: ঝমঝম বৃষ্টিতে অ্যামি আর ভার্নের ক্রিকেট খেলার মতোই ফুর্তি লক্ষ করা যাচ্ছিল। সেলোদের উঠোনে ভিজে জামাকাপড়ে অ্যামি হি হি করে হাসছিল আর বৃষ্টির জল খাবার ভান করছিল। ভার্ন আলশের তলায় আশ্রয় নিয়েছিল, সেও অ্যামির সঙ্গে জোটবদ্ধ হয়ে চিৎকার করছিল-“নেবুর পাতায় করমচা,/হে বৃষ্টি, স্পেনে যা।"

১৯) "আমি চিৎকার করে উঠলাম।" -এই চিৎকারের কারণ কী ছিল?

উত্তর: বৃষ্টি, বজ্রবিদ্যুৎ, সমুদ্রের ঢেউ, ঝোড়ো হাওয়া-এগুলিকে সেলো ভয় পেত। একদিন বৃষ্টিতে ক্রিকেট খেলা বন্ধ হয়ে গেলে সে ঘরে ফিরে যায়। তখন বিদ্যুতের ঝলক ও বজ্রপাতে আকাশ কেঁপে উঠলে সে চিৎকার করে ওঠে।

২০) "প্রথমে তোর ব্যাট-বলে ভার্ন রাস্তা থেকে কাকে চেঁচিয়ে ডাকে?

 উত্তর: ভার্ন রাস্তা থেকে সেলোকে অর্থাৎ কথককে চেঁচিয়ে ডাকে।

২১)"অনিচ্ছাসত্ত্বেও বাইরের দরজার দিকে তাকিয়ে দেখলাম..."-কথক কী দেখেছিল?

উত্তর: কথক সেলো দেখেছিল যে ভার্ন দাঁত বের করে হাসছে, আর অধৈর্যভাবে হাত নেড়ে তাকে ডাকছে।

২২) "তারপর যেন তার মাথায় একটা মতলব আসে।"-কী মতলবের কথা বলা হয়েছে?

উত্তর: ব্যাট করা নিয়ে তিন বন্ধুর মতের অমিল হলে ভার্ন পকেট থেকে পেনি বের করে টস করার কথা বলে।

২৩) কিংকর্তব্যবিমূঢ় ভার্ন সেলোর কাছে কী জানতে চেয়েছিল?

উত্তর:  কিংকর্তব্যবিমূঢ় ভার্ন সেলোর কাছে জানতে চেয়েছিল তার ব্যাট-বল কোথায়।

২৪) "যখন বাড়ির সামনে ফিরে আসি তখন ভার্ন কিংকর্তব্যবিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকে।"-ভার্নের এই অবস্থার কারণ কী লেখো।

উত্তর:  টসে হেরে গিয়ে আগে ব্যাট করার সুযোগ হাতছাড়া হওয়ায় সেলো অত্যন্ত রেগে যায় এবং আর খেলবে না বলে জানায়। তাতেও যথেষ্ট বিঘ্ন তৈরি করা যায়নি ভেবে সে দৌড়ে গিয়ে ভার্নের ব্যাট-বল ঝোপের মধ্যে ফেলে দেয়। ভার্ন নিজের ব্যাট-বল না পেয়ে কিংকর্তব্যবিমূঢ় হয়ে যায়।

২৫) "তারপর গায়ে যত জোর আছে তাই দিয়ে ওগুলোকে ঝোপের মধ্যে ছুঁড়ে ফেলি।"-কে, কোথায়, কী ছুড়ে ফেলে দিয়েছিল? কেন দিয়েছিল তা যুক্তি দ্বারা বুঝিয়ে দাও।

 উত্তর: গল্পের কথক অর্থাৎ সেলো, ভার্নের বল ও ব্যাট ঝোপের মধ্যে ছুড়ে ফেলে দিয়েছিল।

 বর্ষাকালে মেয়ারার আকাশ সর্বদা মেঘে ঢাকা থাকত। সেসময় রাস্তায় ক্রিকেট খেলার সুযোগ অল্পই মিলত। একদিন ভার্ন ও অ্যামি যখন ব্যাট করছিল তখন বৃষ্টি না নামলেও ঠিক সেলোর ব্যাট করার সময়ে হঠাৎ ও কোথা থেকে বৃষ্টি এসে হাজির হল। এরপর বৃষ্টি থামলে টসে অ্যামির কাছে হেরে গিয়ে সেলো দু-নম্বরে ব্যাট করার সুযোেগ পেল। সেলো এটা মেনে নিতে মোটেই রাজি ছিল না। তাই দুঃখে-রাগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে সে কী করবে ভেবে না পেয়ে বন্ধু ভার্নের ব্যাট-বল ঝোপে ছুড়ে ফেলে দিয়েছিল।

২৬) "এইভাবে চলল বর্ষাকাল।”- কীভাবে?

উত্তর: বজ্রবিদ্যুৎ, উপসাগরের ঢেউ আর মাতাল বাতাসে বর্ষাকাল চলেছিল।

২৭) "বাড়ির দিকে পা চালাতে গিয়ে দেখি..." কথক কী দেখেছিলেন?

উত্তর: বাড়ির দিকে পা চালাতে গিয়ে কথক দেখেছিলেন যে তিনি চলেছিলেন ভার্ন আর অ্যামির দিকে।

২৮) "আমি কেঁদে ফেলি।'—কখন বক্তাকে কাঁদতে দেখা যায়?

উত্তর: দীর্ঘ বিচ্ছেদের পরেও তার আচরণের কথা মনে না রেখে ভার্ন যখন সেলোকে ব্যাট করতে বলে তখন কথক আনন্দে কেঁদে ফেলে।

২৯) "আমি কেঁদে ফেলি।"-এই কান্নার কারণ কী?

উত্তর: দীর্ঘ মনোমালিন্যের পর নতুন বছরের গোড়র দিকে ভার্ন আর অ্যামির সঙ্গে সেলোর দেখা হয়। তারা ক্রিকেট খেলার উদ্যোগ নিচ্ছে। এতদিন পর তাদের যেন কথকের অবাস্তব আর অভিনব লাগে। ভার্নও সেলোর পুরোনো আচরণ ভুলে তাকে আগে ব্যাট করতে ডাকে। আর এতেই সেলো আনন্দে কেঁদে ফেলে।

৩০) "ভার্ন আর অ্যামির সঙ্গে আবার দেখা হলো নতুন বছরের গোড়ার দিকে।"-এই দেখা হওয়ার বিশেষত্ব কী ছিল?

উত্তর: বর্ষাকালে রাস্তায় ক্রিকেট খেলার সময় আগে ব্যাট করা নিয়ে সেলোর সঙ্গে অ্যামি আর ভার্নের এমন ঝামেলা হয়েছিল যে, তাদের রাস্তার ক্রিকেট বন্ধ হয়ে গিয়েছিল। বর্ষা কেটে যাওয়ার পরে যখন ঝকঝকে দিন এল তখন রাস্তায় ভার্ন আর অ্যামি ক্রিকেট খেলার তোড়জোড় শুরু করেছে। বাড়ির দিকে পা চালাতে গিয়ে সেলো ক্রমশ সেদিকে এগিয়ে যায়। একসময় অ্যামি সেলোকে দেখে এবং তার মুখ উদ্ভাসিত হয়ে যায়। সে ভার্নের দৃষ্টি আকর্ষণ করে। সেলো তার আগের আচরণের জন্য লজ্জা পায় কিন্তু ভার্নের মুখে সে হাসি দেখে। ভার্ন নতুন ব্যাটের সেলোফেন কাগজ ছিঁড়ে সেলোকেই আগে ব্যাট করতে বলে। আনন্দ আর অনুশোচনায় সেলো কেঁদে ফেলে। এভাবে নতুন বছর যেন তাদের বন্ধুত্বের সব মলিনতা ঘুচিয়ে নতুনভাবে সূচনার ইঙ্গিত দিয়ে যায়।

আরও পড়ো- 

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area